নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ,এখন ষোলকোটি

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪





কেউ বলতে পার?

বেঁচে থাকার যুদ্ধটা কবে শুরু হবে,সত্যিকারের বেঁচে থাকার যুদ্ধ?



কবে গিয়ে ছেলেকে বলব?

বাজান,আজ সত্যিকারের যুদ্ধে যাচ্ছি,বেঁচে থাকার যুদ্ধে



তোর জন্য,তোর অনাগত ভবিষ্যতের জন্য

স্বাধীনদেশের এই পরাধীনতা মুছে দিয়ে আসি

চেতনা আর জাতীয়তাকে দেবো আজ ফাঁসি।



কেউ ভাত দেয় না,কেউ বলে না খেয়েছিস কি?

কেউ পয়সা দেয় না,খবর নেয় না বেঁচে আছিস কি?



তাই,

আমি মুক্তি চাই,ষোলকোটি আজ মুক্তি চায়

ছেড়ে দে,কিছু দিন হেসে খেলে বাঁচি।



স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ,এখন ষোলকোটি

বেঁচে থাকার যুদ্ধে আমি একাই,এখন কত কোটি!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১

মশিকুর বলেছেন:
"স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ,এখন ষোলকোটি
বেঁচে থাকার যুদ্ধে আমি একাই,এখন কত কোটি!"


চমৎকার!!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মসিকুর ভাই।

কথা গুলি কিন্তু সত্য।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: চমৎকার!

২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ আজ আমি যাবই। হহাহাহহাহ।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বক্তব্য সমসাময়িক, রুঢ় বাস্তবতার।
জাতিগত স্বপ্নভঙ্গের, কিন্তু অতি সত্যের।

ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ডট কম ০০৯ বলেছেন: জটিল মন্তব্য দূর্জয় ভাই। এত সুন্দর করে মন্তব্য করেন কিভাবে শিখতে হবে।

টিপস চাই!!

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১২

আমিনুর রহমান বলেছেন:




দুর্দান্ত +++

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:২১

ডট কম ০০৯ বলেছেন: অনেক দিন পরে আপ্নারে পাইলাম!!

রবি ঠাকুরের মত কহিতে ইচ্ছা করিতেছে "আমি পাইলাম ইহাকে পাইলাম ইহা আমার............... ।

অনেক ধন্যবাদ আমিনুর রহমান জেসন ভাই। হাহহাহাহ

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৮

সাজিদসামহয়ার বলেছেন: আপনার কথা গুলো উচ্চারিত হোক কোটি কোটি জনতার মুখে

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সাজিদ ভাই।

৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বর্তমান অবস্থার প্রেক্ষিতে এছাড়া আর কী বলার আছে।

শুভেচ্ছা কবি।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮

ডট কম ০০৯ বলেছেন: সেইটাই ঠিক

মনের সব অভিমান এই কবিতায় উজার করে দিয়েছি। হাহহাহাহাহ

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছ।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:১৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ হানিব রাশেদীন ভাই।


আপনার মন্তব্যে অনুপ্রানিত হলুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.