নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অগোছালো মেয়ে-০৬

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩



অগোছালো মেয়ে,

তোমাকে দেখতে হলে,বার বার পোড়াতে হয় নিজেকে

কতবার পোড়া যায়?

আজব ছেলে নিজেকে কতবার পোড়াতে পারে?

সহজ প্রশ্নের জটিল উত্তরটা কি তোমার জানা আছে ?



অগোছালো মেয়ে

তোর সামনে যেয়ে



আমি কেন যত্নে তোলা প্রশ্নগুলি হারিয়ে ফেলি!

তোর সামনে প্রশ্ন ছেড়ে,কেন ভালোবাসার কথা বলি?



আজব ছেলে,

আগুনে হাত রাখ যদি, পুড়বে শেষাবধি

শেষের শেষে পাবে আমায়, টিকে থাকতে পার যদি!!

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন ভাই!!

আপনার প্রথম মন্তব্যের জন্য। ভাল আছেন তো?

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা +++

২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।

ভাল থাকুন কবিতার সাথেই থাকুন।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ছবিটা যা দিয়েছেন না !
কবিতা ভালোই লেগেছে!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

ডট কম ০০৯ বলেছেন: আই লাভ সোনাক্ষী স্বপ্নবাজ অভি।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: শেষের শেষে পাবে আমায়, টিকে থাকতে পার যদি!! ভালো লাগল ++

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৫০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মেঘে ঢাকা রোদ্দুর।

অনুপ্ররণা পেলুম।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ও মাই সোনাক্ষী! ডট কম কবির মনে এই ছিলো :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৯

ডট কম ০০৯ বলেছেন: আই লাভ সোনাক্ষী সিনহা হা হা হা

কবি দেখি সব ধইরালাই লো। ভাবিতেছি আগামী সব সিরিজেই সোনাক্ষী আমাদের সাথেই থাকবে।

আহা সোনাক্ষী।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২

মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন রসিদ ভাই। ভাল থাকুন।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:



মোটামুটি লাগল। /:)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৭

ডট কম ০০৯ বলেছেন: মোটা মুটি কেন? এটা সেই কবিতা যেখানে অগোছালো মেয়ে যেখানে কথা বলেছে আমিনুর ভাই।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: আমি কেন যত্নে তোলা প্রশ্নগুলি হারিয়ে ফেলি!
তোর সামনে প্রশ্ন ছেড়ে,কেন ভালোবাসার কথা বলি?


দুটো লাইন বেশি ভাল লাগলো । :)

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।ভাল থাকুন।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


আজব ছেলে,
আগুনে হাত রাখ যদি, পুড়বে শেষাবধি
শেষের শেষে পাবে আমায়,
টিকে থাকতে পার যদি!!
... উত্তরটা এমনি হওয়া উচিত ... আসলেই!!


ভালোলাগা জানবেন!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৩

ডট কম ০০৯ বলেছেন: সত্যি কইতাছেন তো।

আমি কিন্তু শেষের শেষ তার শেষেও দাঁড়ায়ে আছি ছিলাম থাকবো।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

একজন আরমান বলেছেন:
আহা !
বেশ !! বেশ !!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

ডট কম ০০৯ বলেছেন: বেশ মানে সেইরাম বেশ। এই কবিতায় অগোছালো মেয়ে কথা বলেছে বেশ হবে না।

১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

শায়মা বলেছেন: মজার কাব্য!:)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ শায়মা আপু।

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১১

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: অগোছালো মেয়ে
তোর সামনে যেয়ে

আমি কেন যত্নে তোলা প্রশ্নগুলি হারিয়ে ফেলি!
তোর সামনে প্রশ্ন ছেড়ে,কেন ভালোবাসার কথা বলি?



অনেক সুন্দর প্রেমিক আর সুখি মানুষের কবিতা পড়লেই
বুঝা জায় ভাইয়া :P :P

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪

ডট কম ০০৯ বলেছেন: :P :P

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৩

মায়াবী রূপকথা বলেছেন: ও, এসবে যেন অভিমান খুজে পাই, অভিমানও না, অনুরাগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.