নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

অগোছালো মেয়ে-০৭

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৭





কোন এক কাক ডাকা ভোরে তোমার দরজায় গিয়ে

মৃদু শব্দে কড়া নাড়লে

অগোছালো ঘুম ভেঙ্গে ,অলসতার আলসেমিটা সাথে নিয়ে এসে

দরজাখুলে দাঁড়িয়ে,যদি আমায় না পাও

তবে জেনে রেখো,তোমার আমি মৃত্যুকে বরণ করে চলে গেছি

তোমার অদেখা ভূবনে!!



জীবনে তো তোমায় দেখতে পারি নি!

বিধাতার কাছ তাই সময় চেয়ে নিয়ে এসেছি

নিরাকার সত্বা নিয়ে তোমায় দেখে গেলাম

তোমার অবাক হওয়া দেখলাম।



অগোছালো মেয়ে,

আজ বুঝি বলবে না "কেমন আচ্ছো তুমি"?

মনের কথা শুনতে যে পাই এখন আমি।

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: :(

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২

ডট কম ০০৯ বলেছেন: মন খারাপ কেন নাজমুল ভাই।

মন খারাপের কিছু নাই। মরে গেলে মানুষ অন্যের মনের কথা পড়তে পারে।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯

প্রিয় বলেছেন: আপনার কবিতা অনলাইনে প্রকাশ করতে চাইলে এবং কবি হিসাবে আমাদের সাইটে যোগ দিতে চাইলে, কবি ও কবিতা সাইটে রেজিস্টার করে আপনার কবিতা আপনি প্রকাশ করতে পারেন। পাশাপাশি অন্যান্য কবিদের কবিতা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

কবি ও কবিতার ওয়েবসাইট http://www.kobiokobita.com/

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। যদি কখনো মনে করি বা ইচ্ছে হয় তবে আসবক্ষন আপাদের কবি ও কবিতা পেজে।

ভাল থাকুন।

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

শেষ দিকে 'কেমন আচ্ছো' কি 'কেমন আছো' হতে পারে না? :)

ভাল্লাগছে কবিতা।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১

ডট কম ০০৯ বলেছেন: অগোছালো মেয়ের বলার স্ট্যাইল্টা যে ওই রকম কবি

কেমন আচ্ছো তুমি?

কেমন আচ্ছো তুমি?

কেমন আচ্ছো তুমি?

হাহহাহাহ পরিবর্তন করতে পারলাম না বলে দুঃক্ষিত।

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

মামুন রশিদ বলেছেন: গভীর বোধের কবিতা । আপনিতো দারুণ লিখেন!

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

ডট কম ০০৯ বলেছেন: আমি মোটেও দারুন লিখি না!!

ভাল আছেন তো মামুন ভাই।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

মোঃ ইসহাক খান বলেছেন: সাবলীল সুন্দর কবিতা। জড়তাহীন।

শুভেচ্ছা রেখে গেলাম।

৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ ইসহাক ভাই।

সালাম জানবেন।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

সুমন কর বলেছেন: ভাল লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

ডট কম ০০৯ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

ভাল থাকবেন।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৬

স্বপ্নবাজ অভি বলেছেন: অগোছালো মেয়েকে নিয়ে লিখা কবিতা গুলো দেখলে মেয়ে দেখলে নিশ্চিত ভাবে গুছানোর পদক্ষেপ নিবে!
ভালো লেগেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১১

ডট কম ০০৯ বলেছেন: হাহহাহা
দারুন বলেছেন অভি ভাই।কবিতা দিয়ে যদি একজন কে গোছানো যায় তবে মন্দ কি!

কেমন আছেন?

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৮

মায়াবী ছায়া বলেছেন: শুনেছিলাম অগোছালো মেয়েদের কেও পছন্দ করে না এখানে কবির ভাল লাগা সেই অগোছালো মেয়ে কে নিয়েই। খুব ভাল লিখেছেন ......
কবিতায় অসম্ভব ভাল লাগা।।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

ডট কম ০০৯ বলেছেন: সে আমার ভীষন খেলা ঘর,অগোছালো সময়ের উপর।

হাহহাআহ

আপনাকে অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৫

ইখতামিন বলেছেন:
কবিতা পড়ে অগোছালো মেয়েটার কথা মনে পড়ে গেলো... আপনাকে মাইনাস...

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

ডট কম ০০৯ বলেছেন: আপনার ও অগোছালো মেয়ে আছে নাকি!! জানতাম না তো।

আসেন বুকে আসেন কুলাকুলি করি!! ;)

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০

একজন আরমান বলেছেন:
অগোছালো মেয়ে কি কোনো দিন গোছালো হবে না? :(

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ডট কম ০০৯ বলেছেন: হইতেও পারে আবার নাও হইতে পারে!!

আমি কইতাম পারতাম না। হে হে হে

কবিতা জানে। ;)

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: মন্দ নেই :)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫২

ডট কম ০০৯ বলেছেন: আপনার লগে দেখা করবার শখ।

আপনার সেলফোন নম্বরটা ইনবক্স কইরেন।

ভাল থাকুন আরো ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.