নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

সুখী মেয়ে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১০







বাস্তবতা নিতে পারো না মেয়ে!! সুখী হবে কেমন করে?

জীবন টা তো স্বপ্ন নয়,নদীর পাড় ভাঙ্গা

আঘাত আর আঘাত!

কত শত কূলের কান্না,কত শত জীবনের কান্না,তুমি জানো না



মেয়ে

সুখী জীবন ছেড়ে একবার রাজপথে এসো,টং দোকানে বসে চা খাও

বাস্তবতা কে ভালবাসো স্বপ্নকে নয়!!

সুখের গোলাপ নয় দুঃখের নায়িকা হও।



আমার জীবনে খুন হোক তোমার সুখী সময়

আমি দায় স্বীকার করে নিজেই যাবো কারাগারে

আদালতের নেই প্রয়োজন।



যদি জীবন দেখতে চাও তবে চলে আসো,হেঁটে নয় দৌড়ে আসো

আমার শরীরের ঘাম এখনো শুকায়নি।

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

মামুন রশিদ বলেছেন: দারুণ! :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ডট কম ০০৯ বলেছেন: লোকজন আজকাল কবিতা পড়ে না।

হাহহহাহহা

অনেক ধন্যবাদ মামুন ভাই। কিরাম আছেন?

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১২

মামুন রশিদ বলেছেন: দৌড়ের উপ্রে থাকলে যেমন থাকা যায়! আপনাকেও ধন্যবাদ আরমান ভাই ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

ডট কম ০০৯ বলেছেন: নিজের দিক ও খেয়াল রাইখেন।

ভাল থাকুন।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

সোনালী ডানার চিল বলেছেন:
ভাই, দারুণ কবিতা;

তবে আমার প্রশ্ন সুখী মেয়েরা কি কথা শোনে!!

শুভকামনা রইল!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৭

ডট কম ০০৯ বলেছেন: বলার মত বলতে পারলে শোনে ভাইডি

বলাটাই আসল।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অগোছালো মেয়ে থেকে সুখী মেয়েতে প্রত্যাবর্তনের শুভেচ্ছা :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

ডট কম ০০৯ বলেছেন: অগোছালো মেয়ে ঠিক তার স্থানেই আছে।

মাঝখানে সুখী মেয়ে কে একটু নিজের মত করে দেখলাম।
তাই লিখে ফেললাম অভি ভাই।

হহাহাহহা

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২০

ডট কম ০০৯ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

সেলিম আনোয়ার ভাই।ভাল থাকুন সুস্থ থাকুন।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৩

সুমন কর বলেছেন: এবারটি বেশী সুন্দর হয়েছে। ++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবা সুমন ভাই।

আপনার মন্তব্য সর্বদাই স্পেশাল আমার জন্য। হাহহাহাহাহ

ভাল থাকুন।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

আমিনুর রহমান বলেছেন:


মজা পাইলাম :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২১

ডট কম ০০৯ বলেছেন: আমি মজা পাই নাই।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
বাস্তবতাকে ভালবাসো স্বপ্নকে নয়!!

স্বপ্নই যে বাস্তবতার পথ দেখায় ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯

ডট কম ০০৯ বলেছেন: স্বপ্নকে ভালোবাসলে হইবে না তাহা বাস্তবায়ন করতে হবে জীবনে।সেইটাই বলতে চাইছি কবি!!

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

অরণ্য আবীর বলেছেন: বেশতো লেখাটি...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৩

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ অরনয় আবীর ভাই। সালাম জানবেন।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৬

অরণ্য আবীর বলেছেন:
"অরনয় আবীর" নয় "অরণ্য আবীর" হবে

ছালাম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

ডট কম ০০৯ বলেছেন: সরি ভাই টাইপিং মিস্টেক

অরণ্য আবীর ভাই।

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৪

মুহাম্মাদ তাসনীম বলেছেন: কবিতা ভালোবাসি ।তবে বর্তমানের অন্ত্যমিলহীন কবিতা আমার মোটেই পছন্দ নয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

ডট কম ০০৯ বলেছেন: ভাবনার সমুদ্রে ডুব দিতে হইবেক মুহাম্মাদ তাসনীম ভাই আগে আমিও এমনি ভাবতাম যে ছন্দমিল না হইলে কিসের কবিতা হইল।


ধন্যবাদ ভাল থাকুন।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:



সুখী জীবন ছেড়ে একবার রাজপথে এসো,টং দোকানে বসে চা খাও
বাস্তবতা কে ভালবাসো স্বপ্নকে নয়!!


সহমত

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:০৪

ডট কম ০০৯ বলেছেন: অনেক ধন্যবাদ কান্ডারি ভাই।


বাস্তবাতাকেই ভালবাসতে পারলে জীবনে সুখী হওয়া যায়।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১

মায়াবী ছায়া বলেছেন: দারুন লিখেছেন।।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

ডট কম ০০৯ বলেছেন: আপ্নিও অনেক অনেক ভাল লিখেন।

অনেক অনেক ধন্যবাদ মায়াবী ছায়া।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন:
আমার জীবনে খুন হোক তোমার সুখী সময়
আমি দায় স্বীকার করে নিজেই যাবো কারাগারে
আদালতের নেই প্রয়োজন।


++++

মাসাল্লাহ ভাই সাব অনেক ভালো লিখছেন :)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

ডট কম ০০৯ বলেছেন: কয় কি!!

আমি দায় সারা লেখা লেখি।

হাহহাহাহ।

কি খবর রাসেল? কেমন কাটছে দিন কাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.