নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আরমান ভাই

অতঃপর কহিলে তুমি আজব ছেলে হলে, আমি অগোছালো মেয়ে বৈকি!! তারোপর বললে,আমি অগোছালো মেয়ে হলে,তুমি আজব ছেলে নও কি

ডট কম ০০৯

থাকুক তোমার একটু স্মৃতি থাকুকএকলা থাকার খুব দুপুরেএকটি ঘুঘু ডাকুক

ডট কম ০০৯ › বিস্তারিত পোস্টঃ

মিথ্যে-সময়

২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮




মিথ্যে-সময়

আমি জানি কি করে মিথ্যে বলতে হয়
জানি না কেমন করে বলে সত্যিকারের সত্য
তোমার দারুণ অভিযোগ "আমি মিথ্যেবাদী"

তোমার বলা মিথ্যেবাদী উপাধি হাতের মুঠোয় রেখে বলছি
যেদিন মিথ্যে বলি তুমি বুঝতেই পারো না,
সত্য বলেই কেবল "মিথ্যেবাদী" উপাধি আমার।

সত্য সবাই ধারণ করতে পারে না,তুমিও পারো নি
মিথ্যে "মিথ্যেবাদী" হয়েই একদিন হারাব "তোমার সত্য সময় থেকে"

ভাল থেকো সেই সময়,
সত্যবাদী অন্য কোন পুরুষ যেন রাঙায় তোমার মিথ্যে সময়।


মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: মিথ্যে আর সত্যির লড়াইটা অনেক সময় ভুল বার্তা দেয়। সম্পর্কের মধ্যে মিশে থাকা গভীর গোপন আর অবচেতনের ভুল পাঠে মিথ্যে আর সত্যির মধ্যে কে মহৎ তা বোঝা মুশকিল হয়ে পড়ে।

সত্য সবাই ধারণ করতে পারে না,তুমিও পারো নি
মিথ্যে "মিথ্যেবাদী" হয়েই একদিন হারাব "তোমার সত্য সময় থেকে"


ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪২

ডট কম ০০৯ বলেছেন: আপনার এমন মন্তব্য পড়ে বেশ ভাল লাগল।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মিথ্যে "মিথ্যেবাদী" হয়েই একদিন হারাব "তোমার সত্য সময় থেকে"

ভাল থেকো সেই সময়,
সত্যবাদী অন্য কোন পুরুষ যেন রাঙায় তোমার মিথ্যে সময়।


সত্য মিথ্যের মিশেলে ভুল হয়ে যায় সত্য। মিথ্যে নিয়ে বেঁচে থাকায় অভ্যস্ত আমরা সত্যকে পেয়েও অপ্রাপ্তির সুর তুলি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

ডট কম ০০৯ বলেছেন: অপ্রাপ্তি সমগ্রজীবনভর ই থাকবে। ধন্যবাদ দিশেহারা রাজপুত্র আপনার সুন্দর মন্তব্যের জন্য।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

তা, অনেক দিন পর !! কেমন আছেন?

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

ডট কম ০০৯ বলেছেন: হুম্ম অনেকদিন পর কথা সত্য। আমি ভাল আছি সুমন ভাই আপনি ভাল আছেন তো।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৯

রক্তিম দিগন্ত বলেছেন: সত্য মিথ্যার যুদ্ধ!

কবিতার বিষয় তো দারুণ! :)
+

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

ডট কম ০০৯ বলেছেন: ধন্যবাদ রক্তিম দিগন্ত। ভাল থাকুন সকল সময়।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


ভ্রাতা আছেন কিরাম ?

কবিতা ভালা হইছে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১১

ডট কম ০০৯ বলেছেন: ভ্রাতা ভাল আছি। আপনারে ফেসবুকে দেখি না কেন?

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ডিএক্টিভ করা ভ্রাতা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮

ডট কম ০০৯ বলেছেন: নতুন রুপে আসেন!! সমস্যা কী।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



এভাবে ভাবিনি। তবে ভেবে দেখার মতই একটা কথা বলেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

ডট কম ০০৯ বলেছেন: ভাবনা শেষ করে জানায়েন।

৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫১

আলোরিকা বলেছেন: ' সত্য সবাই ধারণ করতে পারে না,তুমিও পারো নি
মিথ্যে "মিথ্যেবাদী" হয়েই একদিন হারাব "তোমার সত্য সময় থেকে" ' - কি চমৎকার বিভ্রম !

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

ডট কম ০০৯ বলেছেন: আমরা সবাই বিভ্রমের মাঝে বেঁচে আছি!!

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: মামা বলিতে মানা
এভাবে ভুলিতে পারে কেহ
ছিলনা জানা

কবিতাইয়
ভাল লাগা সব সময়

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

ডট কম ০০৯ বলেছেন: আমি না হয় গিয়াছি ভুলে,তুমি বন্ধু আছ কোন কালে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.