![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.......
এইটা কি হল। জিতলাম আমরা, আর ম্যান অব দ্যা ম্যাচ দিলশান। এইটা আমরা মানিনা। অনেকে হয়তো বলবেন এরকম নিয়ম আছে। কিন্তু সেটা যদি জয়ী দলে কোন ভাল ব্যক্তিগত পারফর্ম করা প্লেয়ার না থাকলে। আর কেউ না হোক রাজ্জাক পেতে পারতো। পুরোটাই দুর্নিতি।
তোরা তোদের দেশে নিয়ে যেয়ে খেলে জিততে না পেরে আর কি কি করবি? একবার লম্বা ঘাস। নিজেদের সময় সব খাইয়া শেষ কইরা ফালাইছিস। ওয়ানডেতে তো পুরা লাইট ই উধাও। লাইট দেয়ার মুরদ নাই তো রাতে খেলা দিস কেন। দ্বিতীয় দিনেও বৃষ্টি তোদের কপালেই। ওইদিন বৃষ্টি না হলে যে কি কি করতিস কে যানে। আজকে নিয়া গেছিস অজো পারাগায়ে হেলিকপ্টার নিয়া।
শেষ পর্যন্ত জিততে না পাইরা ম্যান অব দ্যা ম্যাচটাই গিলা ফালাইলি। যা এইটা তোদের দান করলাম। এইটা দিয়া তোরা তোদের জেনারেটর লাগা আর ঘাস কাটার মেশিন কিনিস। সবগুলা শালা ছোটলোক।
ডোন্ট ওরি। এক মাঘে শীত যায় না। তোরাও একদিন আমাদের দেশে খেলতে আসবি। কিন্তু আমরা তোদের মতো না। আমরা মাঠে খেলেই জবাব দিব। সেই দিনের অপেক্ষায় থাক।
এখানে পড়ুন
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
গিরিবাজ বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
মেহেদী হাসান মানিক বলেছেন: রাজ্জাক ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কারটা পেতে পারত।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪৩
গিরিবাজ বলেছেন: সহমত।
৩| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
মেটাল বলেছেন: নাহ ঠিকই ই আছে । দিলশান ডিসারভ করে । সেঞ্চুরি করা অনেক কষ্টের কাজ । নাসির ও তো পাইছিল , পাকিস্তান সিরিজে । বাংলাদেশ হারছিল , কিন্তু নাসিরের প্রথম সেঞ্চুরি ছিল ওই দিন ।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
গিরিবাজ বলেছেন: দিলশান ম্যান অব দ্যা সিরিজ ডিসারভ করে। ম্যান অব দ্যা ম্যাচ না।
পাকিস্তানের সাথে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান ছিল ৫৯ উমর আকমল এর সেখানে নাসির ১০০।
বোলিংএ উমর গুল করেছিল ৪-৩৬। আর নাসির তিন ওভারে উইকেট না পেলেও দিয়েছে মাত্র ৬ রান।
এর সাথে নাসিরের একটা ক্যাচ ও ছিল। তাহলে সেখানে নাসিরের সাথে প্রতিদ্বন্দিতা করার মত আর কেই বা ছিল।
আজকের প্রেক্ষাপটতো নিশ্চয়ই এক নয়। আজকে ব্যাট হাতে দিলশানকে টপকানোর মতো না থাকলেও বল হাতে তো ছিল।
৪| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: তাই বলে ম্যান অফ দি ম্যাচ ও সিরিজ দুটোই দিতে হবে নাকি??? এ অন্যায়, এটি একটি বিশেষ মহলের ষড়যন্ত্র!!! আমরা মানি না, মানবো না।।
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪২
গিরিবাজ বলেছেন: সহমত। তবে সবাই আরেকবার টের পেল। আমরা তো অনেকটাই আমাদের বি টিম নিয়ে নেমেছিলাম। তবুও পারলো না। ছলচাতুরী করে লাভ হলো কি??
৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০১
অগাস্টাস লিওনাইডাস বলেছেন: ৪ নং মন্তব্যে লেখকের জবাবের পরিপ্রেক্ষিতে বলছি এটা বাংলাদেশের বি টিম না, প্রথম ওয়ানডেতে বি টিম খেলছিলো,
এটাতে ছাহাধাত হোসেন খেলছে, আজকেরটা ছিলো সি(ছি) টিম
২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:১৫
গিরিবাজ বলেছেন: ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য...
৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:২৪
বাংলাদেশী দালাল বলেছেন: আজকেরটা ছিলো সি(ছি) টিম
৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২
গিরিবাজ বলেছেন:
৭| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
আমি অপার হয়ে বসে আছি বলেছেন: হাহাহাহাহাহাহাহা ...............লেখক ভাই আর অগাস্টাস ভাই ধন্যপাতা লন। একদম ঠিক, আমি আসলে উল্লেখ করতে ভুলে গেসিলাম।
৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩
গিরিবাজ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫১
বাহাদুর বাপ্পী বলেছেন: হু হা হা , ওওপেন চ্যালেন্স , তোরাও একদিন আমাদের দেশে খেলতে আসবি। কিন্তু আমরা তোদের মতো না। আমরা মাঠে খেলেই জবাব দিব। সেই দিনের অপেক্ষায় থাক।
পোস্ট পিল্লাচ