নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মর্মান্তিক

মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.....

গিরিবাজ

মর্মান্তিক এবং ভয়াবহ কিছু করার প্রত্যাশায় আছি.......

গিরিবাজ › বিস্তারিত পোস্টঃ

:D:D:D শ্রীলঙ্কা টি-টুয়েন্টি স্কোয়াড :D:D:D

২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৫

একটু আগে যেটা দেখলাম তাতে শ্রীলঙ্কাকে করুনা করা ছাড়া আমাদের কিছুই করার নেই। গত ২৭ তারিখ শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টির জন্য যে দল ঘোষনা করেছিল তা বোধহয় শ্রীলঙ্কার আজকের ম্যাচের পর আরেকবার ভেবে দেখা দরকার।



আজকের ম্যাচটা ওয়ানডে হলেও এতে কিন্তু টি-টুয়েন্টির অনেকটাই পূর্বাভাস ছিল। যদিও আমরা ৩১ তারিখ আমাদের বেস্ট টি-টুয়েন্টি প্লেয়ারদের ছাড়াই নামবো, তবুও আমাদের এই ইনজুরি বিপর্যস্ত টিমযে কোন অংশে কম নয় তা কিন্তু দুই সিরিজেই দুর্দান্তভাবে প্রমান করেছে।



তাই বাংলাদেশকে অবহেলার চোখে দেখে যদি সাঙ্গাকারা, দিলশান, কুলাসেকারা, জয়াবর্ধনেকে ছাড়া ৩১ তারিখ মাঠে নামে, তা হবে শ্রীলঙ্কা দলের জন্য ইতিহাসের সবচেয়ে বড় বোকামী। তারা সম্ভবত এই ম্যাচে পাঁচজন খেলোয়াড়ের একসাথে অভিসেক করবে। জানিনা তারা কি প্রমান করতে চাচ্ছে।



শ্রীলঙ্কা টি-টুয়েন্টি স্কোয়াড:



কুশাল পেরেরা

লাহেরু থিরিমান্নে

দিলশান মুনাবেরা

দানিশ চান্দিমাল (অধি: + উই:)

এঞ্জেলো ম্যাথুস

জীভান মেন্ডিস

কিথরুয়ানা ভিতেনজ

এঞ্জেলো পেরেরা

লাসিথ মালিঙ্গা (সহ: অধি:)

সচিত্রা সেনানাইকা

সামিন্দা এরাঙ্গা

চাতুরাঙ্গা ডি সিলভা

সেহান জয়সুরিয়া

রমিথ রামবুকওয়ালা

ইশান জয়ারত্নে

তিশারা পেরেরা



নামের উচ্চারন এত কঠিন। ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।



এখানে পড়ুন

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৫৪

আশিক মাসুম বলেছেন: চান্দিমাল (অধি: + উই:





:-P :P =p~

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৩

গিরিবাজ বলেছেন: :-P :P =p~ :-P :P =p~ :-P :P =p~

সহমত

:-P :P =p~:-P :P =p~:-P :P =p~

২| ২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪২

তুহিন সরকার বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

গিরিবাজ বলেছেন: বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভকামনা রইল।

৩| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৯

রিমন রনবীর বলেছেন: চান্দিয়ান আবার কে? :P

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৩

গিরিবাজ বলেছেন: ওনার নাকি ১৪ ম্যাচে, ১২ ইনিংসে ১৪.৮৩ গড়ে মোট ১৭৮ রানের ক্যারিয়ার। উনি শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দলের নাকি বর্তমান অধিনায়ক।

ওরে বাবা হেসে মরে যাই...

=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~

৪| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৯

মুহাম্মদ ফয়সল বলেছেন: প্রথমে হারাতে হবে, তারপর তাদের সমালোচনা! তার আগ পর্যন্ত নিজেদের দলের আলোচনা নিয়েই ব্যস্ত থাকি, কি বলেন?

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

গিরিবাজ বলেছেন: ভাই এর পরও যদি আমরা জিততে না পারি তবে এর চেয়ে বড় জোকস আর হয় না।

=p~=p~=p~=p~=p~=p~

৫| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৭

লিঙ্কনহুসাইন বলেছেন: বুজ্ঝি টি ২০টিতে শ্রীলংকা ডবল ধোলাই খাইবো ;) ;) ;)

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩২

গিরিবাজ বলেছেন: ডবল ধোলাই না হইলেও জিততে না পারলে আমাদের ইজ্জত মাটির নিচে পুইত্যা ফালাইবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.