![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
আগুনে আঁচ লাগে আগুনে কাঁপে ওরা
আগুনে ভয়
আগুনে ক্ষয়
আগুনে পুড়ে সোনাতো হবে না
আগুনে লয়।
চুনকালি পড়া মুখে আজ
স্নো ও পাউডার
নাককাটা নাকে আজ প্লাস্টিক-সার্জারি
জিভকাটা জিভে সেলাই সুতোয়।
চেনা যায় না আগের মত
চলনে বলনে বোঝাতো যায়;
ছিল যে ওরা জল্লাদ
রক্তলোলুপ
পিশাচের প্রাণ নিয়ে ঘ্রাণ নিত রক্তের
পশমে পশমে হিংসাশ্রয়ী বর্বরতা।
বিনয় ও ক্ষমার সুযোগ নিয়ে ওরা
করুণা ও অহিংসার সুযোগ নিয়ে ওরা
কৃপাভিক্ষা ও উদারতার সুযোগ নিয়ে ওরা
শামিয়ানা টানিয়ে বাংলার মাঠে আজ
ত্রিপল বিছায়,
চামড়ায় এনামেল পেইন্ট মেখেছে
সুসচ্ছ-সুবেশ,
মাথায় দিয়েছে কিস্তি-টুপি
বিড়াল তপস্বী,
বগধার্মিকের বেশ
কেতাদুরস্ত ধোপদুরস্ত।
প্যাচালো-ঘোরালো
চতুরামি ও কপটবেশ
কলঙ্ক-কালিমা-কলুষতা
ঘষামাজা করলেও মুছবে না আর
কচলানো হলেও যাবে না।
ছলচাতুরিতে
আবার ওরা শিয়াল হয়ে আসে,
বুজরুকিতে
আবার ওরা অজগর হয়ে আসে,
কুমতলবে
আবার ওরা হিংস্র জানোয়ার হয়ে আসে,
কপটকান্নায়
আবার ওরা কুমির হয়ে আসে।
আমাদের চৈতন্য জেগে আছে বলে
ওরা এখনো ভয় পায়
আমাদের শরীরে প্রাণ জেগে আছে বলে
ওরা এখনো ভয় পায়।
হরণকারীরা
অপঘাতকেরা
নরঘাতকেরা
ডিমে তা দিতে পারছে না বলে
আলোর শিখাকে ভয় করে
আলো ঝলমলদিনকে ভয় করে।
ওরা রোদ্রহীন-আলোহীন অন্ধকূপের বাসিন্দা
হিমপাত থেকে তুষারপাত থেকে
ফসিল থেকে জীবাস্ম থেকে
ওদের উন্থান হবে না বলে
সূচীভেদ্য অন্ধকারে ভূত-পেতি হয়ে নাচে
তমসার বাঁকে বাঁকে ঝাঁকে ঝাঁকে করে বসবাস।
আলোর শিখা দেখে করছে ভয়
আলোর বাসিন্দা ওরাতো নয়।
©somewhere in net ltd.