নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু

I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.

গোলাম কিবরিয়া পিনু › বিস্তারিত পোস্টঃ

জলকন্যা

২৩ শে মে, ২০১৩ সকাল ১০:৫৫







জলকণা দিয়ে তৈরি হয়

টলটলে জল

জলের উচ্ছাস নিয়ে জলকন্যা

জলবিহারে এসেছে।





কাকচক্ষুর মত নির্মল জল

তৃষ্ণা মিটায়,

নাব্য ফিরে এস

নদীমাতৃক এ দেশে অববাহিকা আছে।





মেঘ নিয়ে এলো বাদল বাতাস

চারণভূমিতে তৈরি হয় জলকাদা

বীজকোষ দোষহীন

মূল হোক বিকশিত।





শুকিয়ে যাওয়া কূলে জলতরঙ্গ

উপকূলও নাচে

এ বৃষ্টিতে মরা নদী বাঁচে

সমুদ্র টের পায় শিহরণ।





মরুদ্বীপে পাথর--সেখানে মুষলধারা

আলো ভিজে গিয়ে ঝিলিমিলি

মরুর অনমনীয়তা-ঠেঁটাপনা-স্নায়ুবিকার কাটে

সুষমা ছড়ায়।





ঠাঠাপড়া রোদ্দুর

ছায়াশুন্য-রোদেপোড়া

বহুদিন পর

মেঘরস-বারিবিন্দু-ধারাসম্পাত

বর্ষণমুখর।





বৃক্ষরোপণের এইতো সময়

বর্ষাকাল এসেছে

বিরহপীড়িত খরা নেই মাটিতে

জলের অনুরাগে প্রবহমান নদী।





পুনরায় জলনালী থেকে আসা জলে

ভরেছে এ ডোবা

মৌসুমী মেঘের আনাগোনা

ভারী বৃষ্টিপাত।





নির্জন বনেও বৃষ্টিপাত ব্যাকুলতা সৃষ্টি করে

মালিন্য থাকেনা--জল ধুয়ে নেয়

ঈষৎ মেঘের চমকানো আলোয় দেখা যায়

সমুদ্রের জল।



১০

জলের ছোঁয়ায় জেগে ওঠ

জলের শীতলতায় দাহ থাকে না

আগুনের তাপ কমে যায়

এটাই জলের অহঙ্কার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৩০

বাবু পাগলা বলেছেন: :) :)

২| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.