![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.
দাসপাড়া লালপুর থেকে দূরে নয়
সেখানেই করি বাস।
নাম আমার অনন্তদাস।
ভুলে যাই কোনটা অগ্রহায়ণ মাস!
এখানে নদীর পাড়ে -- মেঘনার পাড়ে
ডাঙ্গি তৈরি করি,
বাঁশ দিয়ে জাল দিয়ে পাঁচদিকে ঘেরাও
যে পানিতে মাছ ধরি --সেই পানিতেই
মাছ কেটে ধুই,
মাছগুলো শুকানোর তাড়নায় ডাঙ্গিতেই তুলি।
মেঘনার পাড়ে গড়ে ওঠে কত ডাঙ্গি
সেখানে নিজেরা নিজেদের ভাঙ্গি
তবুও আকাল
বাদলসন্ধ্যার মধ্যে পড়ে গিয়ে আরও তমসায়
পুঁজিপাঁটা সংগতি হারাতে হারাতে
মনে হয় আমিও ডাঙ্গিতে আজ উঠি !
দাসপাড়া মানে নিম্ন আয়
দাসপাড়া মানে বণিকেরা আসে যায়,
দাসপাড়া মানে চ্যাপা শুটকির গন্ধ
দাসপাড়া মানে পুঁটি মাছের আনন্দ,
দাসপাড়া মানে মাছ শুকানোর মাঠ
দাসপাড়া মানে আরো দূরে ফেরিঘাট,
দাসপাড়া মানে মহিলার শ্রম-ঘাম
দাসপাড়া মানে নেই বৈশাখে উদ্দাম,
দাসপাড়া মানে গ্রামীণ ব্যাংক-ব্রাক-আশা এবং প্রশিকা
দাসপাড়া মানে অন্যের সলতে নিয়ে জ্বালাই ঘরের শিখা।
তরঙ্গহীন যখন উপকূল -- তখন আমিও
দাসপাড়ায় হই সর্বশান্ত,
ঐশ্বর্য হারিয়ে মাছ থেকে আমিও রূপান্তরিত
সিধল শুঁটকিতে,
শুধু কি আওলা মাছ থাকে মটকায়?
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪১
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন।
২| ০৮ ই জুন, ২০১৩ দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: দাসপাড়া মানে হতাশার জীবন
দাসপাড়া মানে বঞ্চনার গান
দাসপাড়া যেন গ্রামবাংলার
চিরচেনারূপ কঠিন জীবন মান।
দারুণ লিখেছেন কবি ভাল লাগলো ।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন।
৩| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৯
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪২
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন।
৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩১
রৌহান খাঁন বলেছেন: অনেক ভাল কবিতা
৫| ০৯ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৩
গোলাম কিবরিয়া পিনু বলেছেন: অনেক ধন্যবাদ ! ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৯
~মাইনাচ~ বলেছেন: ভাল লাগা রইল