নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাম কিবরিয়া পিনু

গোলাম কিবরিয়া পিনু

I love poems গোলাম কিবরিয়া পিনু কবি প্রকাশিত গ্রন্থ ১. এখন সাইরেন বাজানোর সময় (কবিতা), ১৯৮৪ ২. খাজনা দিলাম রক্তপাতে (ছড়া), ১৯৮৬ ৩. সোনামুখ স্বাধীনতা (কবিতা), ১৯৮৯ ৪. পোট্রেট কবিতা (কবিতা), ১৯৯০ ৫. ঝুমঝুমি (ছড়া), ১৯৯৪ ৬. সূর্য পুড়ে গেল (কবিতা), ১৯৯৫ ৭. জামাতের মসজিদ টার্গেট ও বাউরী বাতাস (প্রবন্ধ), ১৯৯৫ ৮. কে কাকে পৌঁছে দেবে দিনাজপুরে (কবিতা), ১৯৯৭ ৯. এক কান থেকে পাঁচকান (ছড়া), ১৯৯৮ ১০. দৌলতননেছা খাতুন (প্রবন্ধ), ১৯৯৯ ১১. আমরা জোংরাখোটা (কবিতা), ২০০১ ১২. সুধাসমুদ্র (কবিতা), ২০০৮ ১৩. আমি আমার পতাকাবাহী (কবিতা), ২০০৯ ১৪. মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা, ২০১০ ১৫. বাংলা কথাসাহিত্য : নির্বাচিত মুসলিম নারী লেখক ও অন্যান্য প্রসঙ্গ (গবেষণা), ২০১০ শিক্ষাগত যোগ্যতা : স্নাতক সম্মান (বাংলা ভাষা ও সাহিত্য) এবং স্নাতকোত্তর; পিএইচ.ডি.

গোলাম কিবরিয়া পিনু › বিস্তারিত পোস্টঃ

বর্ষার কবিতা

১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬





ঘূর্ণিজল

___________



দুকূলভাঙা প্লাবনে

বানভাসি হয়ে কোনখানে আসি?

পাঁকের ভেতর পড়ে গিয়ে কাদামাখা হয়ে

এবারও কি চারণভূমির খোঁজ পাবো না?

ঘোর বর্ষণেরকালে অঝোরধারায় কেঁদে কেঁদে

দুঃখক্লিষ্ট হয়ে বন্যাপীড়িত হয়ে

আবারও ঘূর্ণিজলে খড়কুটো হয়ে ভেসে যাবো?



রাঙামেঘ

____________



রাঙামেঘ আজ রাঙিয়ে তুলেছে

রজনীজলের দেখা হবে

স্থলজাত-ধুলোমাখা থাকা যাবে না এখন

কাঁকুরে মাটিও ভিজে যাবে

অগ্নিদগ্ধ জীবাশ্মও আজ প্রাণ ফিরে পাবে

জল ভেঙে ভেঙে যাওয়ার বর্ষণমুখর সাহসটুকু

হাঁটু ভেঙে পড়বে না!



মরুময়

_______



মরুময় থেকে মধুময় হওয়ার জলোচ্ছ্বাস

আজ কোনখানে নিয়ে যাবে?

হিমগিরি এলাকায় আজ বৃষ্টিপাত

নিজের প্রান্তর ছেড়ে কোনখানে যাই?

সে-কি অকূলপাথার!

নদীখাত থেকে কোন সমুদ্রহৃদয় টেনে নেয়?



জলের হৃদয়

____________

অবশেষে মেঘজমা হলো

অতঃপর আকাশভাঙা বৃষ্টি

বালুচর ডুবে গেল!

আমি কাদামাখা হয়ে ঘরে ফিরি

বালুকাবেলার চেয়ে

মজাপুকুরের চেয়ে

জলপ্রবাহ কি ভালো নয়?

জলের হৃদয় জাগে আর এক হৃদয়ের মাঝে

তরঙ্গতাড়ন সাঁঝে!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সোহাগ সকাল বলেছেন: রাঙামেঘ বেশি সুন্দর!

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আমারও রাঙামেঘ ভালো লেগেছে।

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:১৩

অপর্ণা মম্ময় বলেছেন: একটা আক্ষেপ চারটা কবিতাতেই ! সুন্দর !

এবারও কি চারণভূমির খোঁজ পাবো না?

--- মুগ্ধতা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.