| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইবার ডাঃ ডেভিলস ডুম
আমি ভাল না, তাই খারাপ কিছু দেখে অবাক হই না!! আমি খারাপ, তাই সমাজ খারাপ।
আমার এক মুক্তিযোদ্ধা চাচা ছিলেন, উনি বলতেন,
"জয় বাংলা , গুয়ের গামলা"
আমি শুধু ব্লগ পড়ি কারন লেখার যোগ্যতা আমার নাই, দুই এক সময় লগইন করি নিতান্তই কোন মন্তব্য করার জন্য অথবা প্রিয়তে নেবার জন্য।
গত কয়েক দিন ধরেই নিয়মিত খবরা খবর রাখছিলাম দেশের । কি অদ্ভুদ এক গনতন্ত্রের দেখা পেলাম আমরা। যাই হক আমার ঐ চাচার কথায় আসি। খুবি অপছন্দ করতাম ঐ চাচাকে তাঁর এই কথাটার জন্য।
করন তখন পাঠ্য বইয়ে মতিউর রহমানের কাহিনি পড়ে আমার মুক্তিযোদ্ধা হবার শখ। আমি তখনো জানতাম না যে উনিও মুক্তিযোদ্ধা।
উনার কথার প্রতিবাদ করে লাভ হত না। উনি উনার কথাতেই অটল। এখন অস্ট্রেলিয়াতে থাকেন। উনি বলতেন আওয়ামীলিগ হল চোর বাটপার আর মিথ্যাবাদির দল। উনি অবশ্য জীবনে কখনো ঐ দল করেন নাই।
উনি বলতেন এই দল চোরা বালিতে ফেলবে বাংলাদেশ কে। উনি বলতেন আওয়ামীলিগ হল ভারতের দালাল, শেখ মুজিবো নাকি তাই ছিলেন। দেশটাকে স্বাধীন করার চেয়ে পূর্ব পাকিস্তানকে ভারতের ক্ষপ্পরে ফেলাই নাকি ছিল তাঁর উদ্দেশ্য। তাঁর এই কথা গুলোর জন্য ঘৃনা করতাম তাকে। কিন্তু আজ তো মনে হচ্ছে উনিই ঠিক ছিলেন।
উনি বলতেন মুক্তিযুদ্ধে যাওয়া নাকি ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। আর দেশের অর্ধেকের বেশী সো-কল্ড মুক্তিযোদ্ধা নাকি শুধুই সার্টিফিকেট ধারি।
আজ বড় হবার পর একজন মুক্তিযোদ্ধার হাহাকরের ব্যাপারটা কিছু হলেও বুঝতে পারছি। মনে হচ্ছে এই দেশের ইতিহাস কোন এক সময় আবার লিখতে হবে। যা জানি তার সব ই ভুল জানি।
হাসিনা স্বৈরাচারী প্রমানিত নাহলেও ভারত যেভাবে প্রকাশ্য ভাবে আওয়ামীলিগের পক্ষ নিয়েছে তাতে হাসিনা প্রমানিত ভাবেই ভারতের দালালে পরিনত হয়েছেন। এই ব্যাপারটা আর বি এন পি জামাতের অপপ্রচার বলা যাবে না।
আমার ঐ চাচার ধারনা ছিল এই দেশে হিন্দুয়ানি কালচার এর বিস্তৃতি পাবে। আসলেই তাই পাচ্ছে। শুধু তাই না, কোন হিন্দু চোর ডাকাত মারা গেলেও বলা হচ্ছে , সংখ্যালঘু নির্জাতন, আর যেখানেই হিন্দু পুলিশ আফিসার পদে আছেন সেখানেই অনায়েসে মারা যাচ্ছে মুসলমান। মুন্নি সাহার বা নবনিতার মত বেশ্যা রাই এক দিন এই কথা গুলা বিক্রি করবে বলে বিশ্বাস।
যাই হোক
জয় বাংলা , গুয়ের গামলা না হলেও
জয় বাংলা, ভারতের দালাল আমরা।
ভালোই , কিন্তু ভারত কিংবা আমেরিকা যতই চাক, সিভিল ওয়ার হবে না এই দেশে, মানুষ আর বোকা নাই, জয় কিংবা তারেককে বসানোর জন্য কেউ যুদ্ধ করবেনা এই বাংলাদেশে। মানুষ বড়ই স্বার্থ পর আর বুদ্ধিমান এখন। যারাই স্বৈরাচারী হবে মানুষ তাদের ধ্বংশ করে দেবে বলেই আমার বিশ্বাস।
সমাজতন্ত্রের জয় হোক
ইসলামের জয় হোক
খেটে খাওয়া মানুষের জয় হোক ।
পূর্ব বাংলা পন্থিরা নিপাত যাক
পূর্ব পাকিস্তান পন্থিরা নিপাত যাক
বাংলাদেশের জয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: ভাই কিছু কয়েন না, ভয়ে আছি , কখন ক্রস ফায়ারে দিয়ে দেয় পরিবারতো টেরই পাইবো না।
২|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
মুদ্দাকির বলেছেন: আপনি ব্যান!!! এবং আপনি ক্রশ ফায়ার !!! আপনি শ্যাষ
আপনার পোষ্টে লাইক দিলে নেয় না
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন:
৩|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
মদন বলেছেন: Cross fire coming soon ![]()
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: মদন ভাই ভুল কিছু কি লিখসি ??
৪|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০০
সাধারণ মুসলমান বলেছেন: ক্লাশ লেখা ৷ কিছু মানুষ সত্যিই অদ্ভূত, সত্য কথা লিখে ফেলে ৷
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: আসলেই অদ্ভুদ । সত্য না লিখা পারলাম না !!!!!
৫|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: আপনার চাচা কি আসলেই মুক্তিযোদ্ধা ছিলেন? প্রকৃত মুক্তিযোদ্ধা হলে কখনো বলতেন না, উনার মুক্তিযুদ্ধে যাওয়া ভুল ছিলো॥
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৯
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: দারুন যুক্তি দেখাইসেন , ভাই আপনিতো মানুষ না মহামানব , আপনি মহামানবও না আপনি আওয়ামীলীগ
আপনি আমার লেখাই বুঝেন নাই!!! আমিও এক সময় এই ব্যাপার নিয়া কনফিউজড ছিলাম
কিন্তু এখন আর নাই , আসলেই এখন আর নাই , কেউ আগে বুঝে কেউ পড়ে বুঝে , উনি অনেক আগেই বুঝেছেন, আমার মত রা এখন বুঝতেছে আর আপনার মতরা পড়ে বুঝবে
৬|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: লেখক নির্ঘাৎ রাজাকার সাথে আপনার চাচাও।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: আর বইলেন না , আমরা এখন পুরা রাজাকারের গুষ্টি , কয়েক দিন আগেও আমাদের পরিবারে মুক্তি যোদ্ধা ছিল
৭|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
চোরাবালি- বলেছেন: হাসিনা প্রমানিত ভাবেই ভারতের দালালে পরিনত হয়েছেন। এই ব্যাপারটা আর বি এন পি জামাতের অপপ্রচার বলা যাবে না।
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: তাই তো নাকি ???
৮|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২
নেটিজেন বলেছেন: গনতন্ত্রের জারজ (মানস) কন্যা শেখ হাসিনা দেশকে এক অসাধারন নির্বাচন উপহার দিয়েছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: নির্বাচন কি হাসিনা উপহার দিয়েছেন নাকি ভারত ??
৯|
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬
নবীউল করিম বলেছেন: আমার এক জন নানা( আম্মার চাচা) ছিলেন গেরিলা ফাইটার। ৭১’এ যুদ্ধ শেষের দিকে উনি উনার দুই বন্ধু সহ তিন ট্রাক গোলা- বারুদ, এস এল আর, এস এম জি, ইত্যাদি উনাদের জমির প্রায় ১৫ ফুট মাটির নীচে লুকিয়ে রেখেছিলেন!
শেষ রক্ষা কোরতে পারেন নাই। কি ভাবে যেন জানা জানি হয়ে গিয়েছিলো!
লুকিয়ে রেখেছিলো তার কারন জিজ্ঞেস করলে বলতো যুদ্ধ শেষ হয় নাই! যুদ্ধ আর একটা আছে, এই কথা উনি সব সময়ই অত্যন্ত বিশ্বাসের সাথে বলে!
তখন বুঝি নাই, উনি কখনোই বুঝান নাই! আস্তে আস্তে দিন গিয়েছে আর বুঝেছি।
এখন আমিও বিশ্বাস করি বাঙ্গালীর যুদ্ধ আর একটা আছে; এবং ওটাই আসল যুদ্ধ, প্রকৃত স্বাধীনতার যুদ্ধ.........
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: নারে ভাই বাঙ্গালির আর যুদ্ধো নাই !!! যা হবে মাস পিপল এর মধ্যে নাই !! তবে একটা কিছু একটা সময় সব স্বৈরাচারেরই হয় !! একটা কিছুর অপেক্ষায় থাকবে জনগন ............
১০|
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশের জয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ
৭০% এর কম ভোট কাষ্ট হলে সে নির্বাচন অবৈধ। আরপিও বা ষংবিধানে না থাকলে যোগ করতে হবে। এক হাসিনার ইচ্ছা যোগ করতে গিয়ে যদি শত শত মানুষ জীবন দিতে হয়, লক্ষ কোটি টাকার ক্ষতি জাতিকে স্বীখার করতে হয়- তবে দেশের স্বার্থে এইটাও যোগ করতে হবে।
নইলে কে জানে কবে কোন গুপ্ত গুষ্টি ৭% ভোট নিয়ে ক্ষমতা দখল করে নেবে কে জানে???? তখনও সংবিধানের দোহাই দিয়েতো তাদেরও কিছু বলা যাবেনা - তাই না!!!!
এই প্রহসনের নির্বাচন দেশের ৯৫% ভোটার প্রত্যাখ্যান করেছে।
এখানে যারা মিথ্যা বলবে, যারা সমর্থন করবে তারা সকলেই এ যুগের মীরজাফর বলে জিহ্নিত হবে।
সত্য বলুন। দেশকে বাঁচান। নিজের আত্মাকে অমরত্ব দান করুন।
মানুষের ঘৃনা থেকে বাঁচুন।
০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: সহমত
১১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৮
ঘাষফুল বলেছেন: আপনার সাহস তো কম না
কি লিখেছেন এগুলা...... :#>
০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: ভয় পাচ্ছি,
, কিন্তু আমি কি মিথ্যা বলেছি ???
১২|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: i am still alive
১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন:
১৩|
১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এই প্রহসনের নির্বাচন দেশের ৯৫% ভোটার প্রত্যাখ্যান করেছে।
এখানে যারা মিথ্যা বলবে, যারা সমর্থন করবে তারা সকলেই এ যুগের মীরজাফর বলে জিহ্নিত হবে।
সত্য বলুন। দেশকে বাঁচান। নিজের আত্মাকে অমরত্ব দান করুন।
মানুষের ঘৃনা থেকে বাঁচুন।
ভাবছিলাম মীর জাফর আলী খার সুন্দর নামটা কর্মদোষে গালিতে পরিণত হয়েছে- উনার নাম কবে না জানি- তেমনি হয়.. ওমা এখনই মানুষ বলা শুরু করেছে! সেদিন বাসে- কন্ডাক্টার ডাইরেক্ট ভাড়া নিয়ে লোকালের মতো চালাচ্ছিল বলে তর্কের মাঝে এক যাত্রী বলে উঠল তুইতো দেখি পুরা হাসিনা- যা খুশী তাই শুরু করছোস!!!!!!!
বাসের সকল যাত্রী হেসে উঠল!!
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: i am still alive
আপনার দীর্ঘায়ু কামনা করছি
১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: "তুই দেখি পুরা হাসিনা যা খুশি তাই শুরু করছোস"
![]()
আরে ভাই মানুষ কি আর বোকা নাকি , দুইদিন আগে আর দুই দিন পড়ে সবাই সব কিছু বুঝবে !!!! just a matter of time
দেখেন না শেখ মুজিব আর সর্ব জনের গ্রহন যোগ্য নাই তাঁরই ৃত কর্মের জন্য !!!! সে হয়ত কোন দিনো ভাবে নাই এই দেশের মানুষ তাঁর পরিবারের লোক জন কে অপছন্দ করবে!!!!!!!!! just a matter of time
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
মুদ্দাকির বলেছেন:
অসাধারন সাহসী পোষ্ট +++++++++++++++++++++++++