নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা,
একবার ভালোবাসার জন্য হাত পেতে
আমি যে ভিখারি হয়ে গেছি,
আমিতো আজন্ম কাপুরুষ
তাইতো হাত পেতে থাকি,।
সিনেমার নায়কদের মত ভালোবাসা
ছিনিয়ে নিতে সাহস হয়না,
নায়করা যে জন্মায় নায়ক হয়ে,
আমার মত সাধারণ মানুষ
চাইলেই যে, নায়ক হতে পারে না।
মনোলীনা,
আজকাল মানুষের চোখের দৃষ্টি
আমার অসহ্য লাগে,
নিজের চোখের দৃষ্টিতেও করুনা থাকে
আমার নিজের অক্ষমতার জন্য,
আমার নিজের অশুদ্ধতার জন্য
তাইতো, এখন রাতের অভিমানী অন্ধকার
আমার প্রিয়, সবচেয়ে বেশি প্রিয়,
তখন, কারো চোখে চোখ রাখতে হয় না।
মনোলীনা,
তোমাকে দেখার পর শুদ্ধ হচ্ছি মনে মনে,
বেশি শুদ্ধতায় ও যে পাপ থাকে মনে,।
স্বপ্নে তাই, মাঝেমাঝে রুপকথা থেকে
উঠে আসা সাহসী চরিত্র হয়ে যাই,
তখন আমি সংবিধান বহির্ভূত
একটা আলিঙ্গন খুজতে থকি তোমার কাছে।
মনোলীনা,
আমার মত ভিখারি না পেতে পেতে
একদিন ঠিকই ডাকাত হয়ে যায়,
তখন শুধু আলিঙ্গনে তুষ্ট না থেকে
আমি তোমার কাছ থেকে
সংবিধান বহির্ভূত
একটি তপ্ত চুম্বন ছিনিয়ে নিবো।
---------------------------------
জি, এম, হারুন অর রশিদ
২৩/০৫/২০১৭
©somewhere in net ltd.