নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

নিন্ম মধ্যবিত্তের ভয়

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৯


আমার সব হারিয়ে যায়
আমার সুখ হারিয়ে যায়,
আকাশ হারিয়ে যায়,
বন্ধু হারিয়ে যায়,
স্বপ্ন হারিয়ে যায়,
আত্মবিশ্বাস হারিয়ে যায় প্রতিদিন,
শুধু আমার ভয়গুলো হারায় না
জন্মের পর থেকেই ভয়গুলো অদৃশ্য শিকলে
আমাকে জড়িয়েছে সারা শরীরে,মনে
তাই আমার সব হারায় ভয় হারায় না।

ছোটবেলায় মনের ভিতরে
ছেলেধরা’র ভয় ডুকিয়েছিলো “মা”
তারপর অনেকদিন অচেনা মানুষ দেখলেই ভয় লাগতো,
এই বুঝি ব্যাগে ভরে আমাকে নিয়ে যাবে,
স্কুলে গেলে ভয়ে থাকতাম
আজ যদি টিফিন না দেয়
তাহলে আজও পানি খেয়ে থাকতে হবে।

কিশোর বেলা ঈদ আসলেই ভয়ে থাকতাম
পুরোনো কাপড়ই আয়রন করে পরতে হয় কিনা,
বাবা হয়তো বলবে,
"এ মাসের বেতন বোনাস এখনো পাইনি"।
খেতে বসলে ভয়ে থাকতাম
“বেশী খেয়ে ফেলিনিতো
মা’র খাবার আছেতো”।

খুব ভয়ে ছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবো কিনা.
ভর্তি হওয়ার পর হোষ্টলের খরচের ভয়,
হঠাৎ করে টিউশনি চলে যাবার ভয়
ভয় আর ভয় চারদিকে
শুধু আমাকেই ভয় দেখায় ।

যুবক বয়সে প্রেমে প্রত্যাখানের ভয়ে
পচ্ছন্দের কাউকে বলাই হলো না,
“ভালোবাসি”।

পাশের পর সরকারী চাকুরী না পাওয়ার ভয় ,
ছোট ব্যাবসা করবো ,
পুজিঁ যোগার করার ভয় ,
পুজিঁ হারানোর ভয়,
ছোটকাজ করলে মানুষ কি বলবে ,এই ভয়,
যৌতুকের জন্য বড় বোনের বিয়ে না হওয়ার ভয়
ছোট বোনের ঠিকমতো বাসায় না ফিরার ভয়
বাড়ীভাড়া সময় মতো দিতে না পারার ভয়,
“বয়স চলে যাচ্ছে চাকুরী , বিয়ে কিছু হচ্ছে না”
লোকজনের কান কথার ভয়,
আপনজন হারিয়ে যাচ্ছে এই ভয়
সব কিছুতেই পাপ পূন্যের ভয়
হঠাৎ অসুখে পরলে চিকিৎসার ভয়.
ফোন আসলেই খারাপ খবরের ভয়
মাসের শেষে পকেটে টাকা না থাকার ভয়।

আমার সব হারিয়ে যায়
শুধু আমার ভয়গুলো হারায় না।
-------------------------------
রশিদ হারুন
০৪/০৫/২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:১৫

করুণাধারা বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভালো লাগলো। শব্দগুলো চোখের সামনে ছবি এঁকে যাচ্ছিল।

০৪ ঠা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:১৯

সিসৃক্ষু বলেছেন: ভালো লিখেছেন! এত ভয়ের কথা শুনে আমার বুকের মধ্যেই একটু ঢিপ ঢিপ করছে। কবিতার প্রত্যেকটা ভয়ের পরিস্থিতিই যেন আমি অনুভব করলাম। কী এক দুরবস্থা এই ভয় নিয়ে চলা!

৩| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৩৫

সিসৃক্ষু বলেছেন: কবি বা লেখকের কাছে তার লেখার বেশি প্রশংসা করা হয়তো ঠিক না। তাতে তার লেখার উন্নতি হয়তো থেমেও যেতে পারে। তবুও এটা না বলে পারছি না,
আত্মবিশ্বাস হারিয়ে যায় প্রতিদিন; কথাটা এমন ভাবে লেগেছে না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.