নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

একদিন বিষাদে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২


ধরো একদিন,
তুমি আমায় অনেকবার ফোন করলে
অথচ একবার’ও কেউ
হ্যালো’ই বললো না,
যদি দেখ ম্যাসেন্জার ও Unseen,
তবে ভেবে নিয়ো
আমি আজ বিষাদে ডুবেছি।

আমার বিষাদের গল্প
কোনো মানুষ’কে বলিনি,
শুধু বাতাস’কে বলেছি,
মানুষ জানলে অনেক কথাই হতো,
কার দোষে বিষাদে ডুবেছি
তাকে গালমন্দ করতো,
বাতাস জানলে
নিজেরাই শুধু ফিস ফিস করবে।

অনেক’তো হলো
মানুষ মানুষ খেলা
এবার আকাশ হয়ে দেখি,
মানুষের মতো
আকাশের বুকেও বিষাদ ঘুমা’য় কি না?
——————————-
রশিদ হারুন
০৯/০৬/২০১৮

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

এ.এস বাশার বলেছেন: অসাধারন লিখেছেন হারুন ভাই.....,
কবিতয়ি ভালো লাগা জানবেন....

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।ভালো থাকবেন সুস্হ থাকুন

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন, সুস্হ থাকুন

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

স্রাঞ্জি সে বলেছেন:

বিষাদ দূর হোক।

কবিতায় আরো সুন্দর শব্দ প্রয়োগ করতে পারতেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আমি কবিতা’য় আভিজাত্য ,অতিসৌন্দর্য্য ,কঠিন আর দূরবোধ্য শব্দগুলোকে নিজের মনে করিনি কখনো। আমি যখন কবিতা লিখি তখন সাধারন, কম জ্ঞানী মানুষের জন্যই লিখি ,আসলে আমি কবিতা’কে ‘মধ্যবিত্ত’ করে লিখতে ভালোবাসি। আমার পরিচিত সবাই যে মধ্যবিত্ত।

প্রিয় কবি ‘সুবোধ সরকার’ এর ভাষায় যদি বলি, “আমি একটা জেদ নিয়ে বেঁচে আছি যে কবিতার শরীর থকে সব গয়নাগাটি খুলে ফেলবো।”

আমিও তাই কবিতা’কে একেবারে সাধারন মানুষের ঘরের করে ফেলবো , কোনো মেকাপ রাখবোনা, আসল রুপেই দেখাবো সবাই’কে।

আর একজনও যদি আমার কবিতা পড়ে মনে মনে অন্তর থেকে বলে. “ এই কবিতাটা আমার জন্যই লেখা” অথাবা “আমার মনের কথাই লিখেছে” সেই দিন বুঝবো আমার বোকা আবেগ আর অভিমান আমাকে ভালোবেসে আমার সাথেই আছে।
তাই আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলি-
“আরেকটা জীবন যদি পেতাম
আমি নির্ঘাত কবি হতাম,
আমার অন্য কিছুতেই
এখন আর মন ভরে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.