নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
একদিন তুমি বলেছিলে-
“কবি, তোমাকে না পেলে আমি মরেই যাবো”
আমি খুব বড় কবি ভেবেছিলাম নিজেকে তখন।
আর একদিন তোমাকে বলেছিলাম,
“ আমি আর কখনোই কবিতা লিখতে পারবো না,
যদি তুমি মরে যাও।”
তার কিছুদিন পর থেকে ,
আমি প্রতিদিনই তোমার বাড়ীর উল্টোদিকে দাড়িয়ে থাকি,
শুধু দেখতে, তুমি বেঁচে আছো কিনা!
কবি ছাড়া দিব্যি বেঁচে আছো অ-কবি মানুষটাকে নিয়ে,
সুখেই আছো মনে হয়।
দোহাই মরে যেওনা,
তাহলে আমি আর কবিতা লিখতে পারবো না,
কবিতা’র কছম দিয়ে বলছি,
“ কবি’দের আর কেউ যেনো ভালেবেসে মরার কথা না বলে।”
——————————
রশিদ হারুন
৩১/১০/১৮
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
নীল আকাশ বলেছেন: ছেঁকা শব্দটা যেন কবিতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে...........
ভালোই লাগল কবিতাটা।
শুভ কামনা রইল!
©somewhere in net ltd.
১| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১২:০৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।