নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

প্রেমের কবিতাটিতে বানান ভুল ছিলো

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৪

পরিচিত শহরটা দিনেদিন কেমন অচেনা হয়ে যাচ্ছে,
বন্ধু মানুষগুলোকেও অ-বন্ধু মনে হয় আজকাল,
যে পুর্নিমার চাঁদ বুকে নিলে বুকে আরাম পেতাম,
সেই চাঁদের আলোতেই এখন বুক ঝলসে যায় রাত হলেই,
ঘুমকাতুর অপবাদ নিয়ে বড় হয়েছি সারাজীবন,
অথচ সেই আমিই এখন মুঠো মুঠো ঘুমের ঔষুধেও নিদ্রাহীন।

স্বপ্নেও চুম্বন করেছি যতোবার
ওষ্ঠ পুড়ে ছাই হয়েছে ততোবার,
যখনই কল্পনায় তার নাভির দেয়ালে
মাকড়সার মতো বিছানা পেতেছি,
পিছলে পড়েছি মাটিতে নির্মম ভাবে।

কবি বলেছিলেন,
প্রেমে পড়ে যে জ্বলবে না, পুড়বে না,
অ-ঘুমে কাটাবে না সে প্রেমেই পড়েনি।
আমার তাই মনে হয়,
বোধহয় আমি প্রেমে পড়েছিলাম কোন এক নারীর।

অথচ আমার বলাই হলো না তাকে,
আমার এই জ্বলে যাওয়া, পুড়ে যাওয়া
আর নিদ্রাহীনতার কবিতা।

বলা হলো না,
বলা হলো না তাকে-
আজকাল রাঁধতে গেলেই আমার ভাত পুড়ে যায় অহরহ,
আচ্ছা বলে ফেলাতো কি এতোই কঠিন?
পাখির না হয় কথা বলা কঠিন
মানুষতো আর পাখি না,
সমুদ্র ভেংগে গেলো বুকে
তবুও মুখে শব্দ আসেনি।

তারপর তাকে লিখতে গিয়েও
‘প্রিয়’ বানান ভুল করে ‘প্রীয়’ লিখেছিলাম,
‘ভালোবাসি’ লিখতে গিয়ে ‘ভালবাসি’ লিখেছিলাম,
আমার আর কি দোষ,
যার রাঁধতে গেলেই ভাত পুড়ে
তারতো বানান ভুল হবেই।

আমার প্রথম প্রেমের কবিতায় দু’টি বানান ভুল ছিলো।
—————————
০২/১২/১৮
রশিদ হারুন




মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৫

৪৫ বলেছেন: ক্ষত ঢেকে রাখুন। ক্ষতিটা বুঝবে।
কবিকে ভুল দুটো বানানে সেও তো খুঁজবে।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

রাজীব নুর বলেছেন: বানান ভুল যাওয়া খুব দোষের কিছু না।
আর যদি দোষ ধরতেই হয় তাহলে প্রুফ যে দেখেছে তার দোষ।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১

আলমগীর কাইজার বলেছেন: আমার প্রথম প্রেমের কবিতায় দু’টি বানান ভুল ছিলো।

বেশ ভালো লাগলো। সুন্দর ভাব।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪

নজসু বলেছেন:


প্রেমের আগুনে যে জ্বলে পুড়ে যায়, তর প্রেমই সোনার মতো খাঁটি হয়।
আপনার কবিতায় কবির কথাটা অত্যন্ত সত্য।

কবিতায় ভালো লাগা।

০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.