নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মি. মোদী বললেন,
“মানুষের ভালোবাসার দাম একেবারে মূল্যহীন করে দাও।
সাথে বুকের সব অভিমান আর হাহাকার কেড়ে নাও।
শুধু তাদের বুকে ধরিয়ে দাও পাহাড় পরিনাম কষ্ট”।
মি. ট্রাম্প বললেন,
“মানুষের চোখের ছিড়ে ছিড়ে পড়া জল।
বিশ্বায়নের যুগে অর্থনৈতিক ভাবে একেবারে অচল।
কষ্ট শব্দটার অর্থ আমার বুকে একেবারে অস্পষ্ট”।
একজন কবি বললেন,
“রাত থেকে দিন- দিন থেকে রাত
বুকের ভিতরে অক্ষরের আগুনে পুড়ে পুড়ে যাই,
না ঘুমিয়ে ঘুমিয়ে বুকের ভিতর উড়ে শুধু একজীবনের ছাই”।
মোদী আর ট্রাম্প একসাথে যৌথ বিবৃতি দিলো,
“কবি’দের চেয়ে গাছের দাম বেশী।
তারচেয়ে বরং শীতের সময় কাঠের বদলে কবি’দের আগুনে পোড়ানো হোক”।
————————————————
রশিদ হারুন
২৫/০২/২০২০
২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্যালুট কবি !! ++
আপনার অসাধারণ কবিতার প্রেক্ষিতে কয়েক লাইন জুড়ে দিলাম।
--------------------------------------
ভীষণ কবিতা বিদ্বেষীরা কবিতা লিখতে বসবে একদিন
তবে এই শহরে একদিন কবিরা থাকবে না।
এই শহরে একদিন কিন্তু সত্যিই আর বৃষ্টি হবে না ।
গাছ কাটা শহরে শীতল বাতাস বইবে না , পানির স্তর নেমে যাবে
গভীর থেকে গভীরে।
একফোঁটা পানির জন্য হাহাকার হবে আর প্রলয় দেবে ডাক।
পুকুর বোঁজানো শপিং কমপ্লেক্সে ফাঁটল ধরবে
তাপের তীব্রতায় , কর্পোরেট আর বহুতল আবাস ভবন গুলো হেলে পড়বে একদিকে ।
কংক্রিটে নতুন চারার অংকুরোদগম
ঘটবে না কোন ভাবেই।
দু'হাত আকাশে তুলে প্রার্থনারত হবে মানুষ
কাঁদবে , অশ্রু ঝরাবে , বুভুক্ষের মত বুকে চাপড় মারবে
প্রচন্ড চিৎকারে মাতম তুলবে বাতাসে -
'' আমাকে জল দাও , আমাকে সিক্ত করো''।
এই শহরে একদিন সত্যিই আর কবিরা থাকবে না
থাকবে না স্বপ্ন , ছন্দ , কাব্য , কলা
জলাভাবে মরা কবিরা ছটফট করতে থাকবে
পুনর্জন্মের আশায় আর ভীষণ কবিতা বিদ্বেষীরা কবিতা
লিখতে বসবে একদিন।
কারণ কবিদের সমস্ত প্রার্থনা তো কবিতায় !
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৮
রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লেগেছে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসাধারণ ভাবনার শৈল্পিক রূপ দান করায় আপনাকে ধন্যবাদ কবি।
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮
নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলিতে চমৎকার
২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: শুধু স্যালুট জানাই