নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি আর ফিরে তাকাবোনা,
অন্ততঃ আজ আমি পিছনে ফিরে তাকাবোই না,
আমার কবিতার দোহাই,
বিদায়ের সময় মনোলীনা যেনো আজ আমাকে পিছনে না ডাকে।
আমার চোখ দুটো
মনোলীনার অজান্তে তারই চোখে
-আজ নিশ্চিন্তে রোদ পোহাচ্ছিল,
আর আত্মহারা হয়ে ইচ্ছেমতো গড়াগড়ি দিচ্ছিল।
আমি পিছন ফিরে তাকালেই যদি
-চোখ দুটো ভুল করে আবার ফিরতে চায় আমার কাছে!
অন্ততঃ তারা একদিন মনোলীনার চোখে মাখামাখি হোক।
——————————
রশিদ হারুন
১৩/০৬/২০২০
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩৯
নেওয়াজ আলি বলেছেন: সৃজনশীল লেখা।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:১৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২
রাজীব নুর বলেছেন: পিছনে ফিরে তাকাতে হয় না। তাহলে পেছনেই পরে যেতে হয়।
১৫ ই জুন, ২০২০ রাত ১০:৫৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: জ্বি ,
ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:১৮
বিজন রয় বলেছেন: মন খুশি হলে অনেক কিছুই মধুর লাগে।
ভুলটাকে লাগে শুদ্ধ।
+++++