নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

গৃহত্যাগী কাক ও একজন বালকের মৃত্যু

২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৪


একজন বালকের মরণ হয়েছিল হঠাৎ করেই একটি জানালার পর্দায়।
একজন বালিকা যখন কাচের জানালায় কাপড়ের পর্দা টেনে দিচ্ছিল,
-ঠিক তখনই জানালার উল্টোদিকের ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কিশোরটির মৃত্যু হলো।

দুপুর বিকেল গড়িয়ে রাতের বেলাও যখন বালকটি ফিরল না,
মহল্লার সবাই তাকে খুঁজতে এসে দেখে
সেই জানালার কাচেই তার উৎসুক প্রতিবিম্ব ঝুলে আছে তখনও,
-যদি কাপড়ের পর্দা একটু নড়ে,
আর বালিকাকে যদি একবার দেখা যায়।

অথচ বালকটি কোথাও নেই!
যেনো দিব্যি বাতাসে মিলিয়ে গেছে।
ল্যাম্পপোস্টের নিচে তখনো মাটিতে পড়েছিল আনাড়ি হাতে মাত্র আগুন ধরানো সিগারেট এর আধাপোড়া টুকরা-
সেখান থেকে কিছুক্ষণ পরপর কিছুটা ‌অস্পষ্ট ধোঁয়া বাতাসে উড়ছিল।
একটি বিমর্ষ হাসি আহত অবস্হায় মাটিতে দাপড়াচ্ছিল টেঁটাবিদ্ধ মাছের মতো।
একটি তাজা জীবন্ত প্রেমের চিঠি তখনও বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছিল ধুলোবালিতে শুয়ে শুয়ে।

বালকটিকে খুঁজে না পেয়ে মহল্লার সবাই একসময় মনগড়া গল্পের জন্ম দিতে দিতে যার যার বাড়ি ফিরে গেল মন খারাপ করে।

গভীর রাতে একজোড়া গৃহত্যাগী কাক ল্যাম্পপোস্টের তাঁরের উপর বসে আশ্চর্য হয়ে দেখল
-ল্যাম্পপোস্ট থেকে জানালা বরাবর আশাহত একটি ছায়া তখনও বুক ফাটিয়ে চিৎকার করে মৃত কিশোরটির বেঁচে উঠার অপেক্ষায় কাঁদছিলো।
——————————————
রশিদ হারুন
২৫/০৭/২০২০

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৯

বিএম বরকতউল্লাহ বলেছেন: অসাধারণ কবিতাটি আমার মনে নতুন চিন্তার জন্ম দিয়ে গেল।
ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৩

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

২| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর এবং দারুন আবেগময়।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

৩| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৪

ৎঁৎঁৎঁ বলেছেন: ভালো লেগেছে লেখা। ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

৪| ২৫ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ I +

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল

৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০১

পুলক ঢালী বলেছেন: বাব্বা ! দারুন ট্যালেন্টেড উপস্থাপনা।

-ল্যাম্পপোষ্ট থেকে জানালা বরাবর আশাহত একটি ছায়া তখনও বুক ফাটিয়ে চিৎকার করে মৃত কিশোরটির বেচেঁ ওঠার অপেক্ষায় কাঁদছিলো।

আমি কবিতা বুঝিনা দুর্বোধ্য মনে হয়, কিশোরটি বেঁচে উঠবে কোন ভরসায় যদিনা কিশোরীটি জানালায় না আসে, কিশোরটির অস্তিত্ত্ব টের না পেয়ে থাকে ?
যদি এমন হতো জানালা থেকে ল্যাম্পপোষ্ট বরাবর আশাহত একটি ছায়া (কিশোরী) তখনও বুক ফাটিয়ে চিৎকার করে মৃত কিশোরটির বেচেঁ ওঠার অপেক্ষায় কাঁদছিলো। তাহলে আমি ঠিক বুঝতে পারতাম। :D

ভাল থাকুন জিএম হারুন -অর -রশিদ ভাই।

৬| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:১৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
শুভকামনা রইল
আপনিও ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.