নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

অপৌরূষ

০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৮


জীবনের এই পড়তি বেলায়
অষ্পষ্টতার দোষ লেগেছে আমার বুকে-চোখে।

অনেক কাল ধরে সময়-অসময়ে বুকে ভেসে বেড়াতো,
-একটি সাইকেল,
-এবড়ো থেবড়ো ধান ক্ষেতের দীর্ঘ আইল,
-একজন অস্থির কিশোর,
-মধ্য বিকেলে চিঠির অপেক্ষায় ঝাঁকড়া মাথার ছাতিম গাছের নিচে দাঁডিয়ে থাকা
এক সদ্য কিশোরী।

এখন এই পড়তি বেলায় সব অস্পষ্ট হতে হতে
সেই কিশোরী হয়ে যায় এক বিষন্ন রঙ পোড়া ডাকবাক্স,
কিশোরটিও সে‌ই ডাকবাক্সের মধ্যে দিন দিন
ক্রমশ অস্পষ্ট হচ্ছে নিঃঝুম ডুবসাঁতারে।

তাইতো পড়তি বেলায় আমার এ‌ই বুকের পাতা
উপন্যাসের মত টেবিলে সাঁজিয়ে পড়তে বসলেই
লেখা গুলো জলের মতো গড়িয়ে পড়া শুরু করে।
আবার সেই জল ধরার জন্যই দু’চোখ পেতে বসে থাকি সেই টেবিলেরই নিচে।
বুকের সেই জল চোখে ধরতেই সব অস্পষ্ট হতে শুরু করে।

জীবনের এই অস্পষ্টত দূর করতে এখন জ্বেলে দেই তীব্র আলো বুকের ভিতরে,
পেয়ে যাই সেই কিশোরীর প্রতারিত হওয়া স্পষ্ট দু’টি বিবশ চোখ।
ছাতিম ফুলের পাগলা গন্ধ তখনো লেগে আছে সেই দুই চোখে।

রাতের পর রাত এখন অঘুমে কাটে
সে‌ই বিবশ দু’টি চোখে চোখ বুলাতে বুলাতে,
সেখানে শুধু স্পষ্ট খুঁজে পাই আমার
—অপৌরূষত্ব আর অন্ধ অহং।
————————————
র শি দ হা রু ন
০৯/১০/২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:১০

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা। ভাষা সুন্দর।

০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর +

০৯ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: ভালোথাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

১০ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৭

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: আপনিও ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.