নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

তোমারই ইশারায় চলে এই শহর

০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:১৮


এই শহরে
আমার যৌবনে কখনো সবুজ রঙের বসন্ত দেখিনি,
একটিও টলটলে জলে ভরা পুকুর ছিলোনা আমার,
আমি একটা নিজস্ব আস্ত সাদা মেঘলা আকাশের মালিক হতে পারিনি এই শহরে,
আমার ব্যক্তিগত পোষ মানানো একটিও কাক, চড়ুই আর কুকুর ছিলোনা,
মিছিলে সঙ্গ দেওয়ার একজন বন্ধুও পাইনি,
এই শহরে আমার কোনো খবর ছিলোনা কখনোই।

তোমারই খবরের আশায়
পথে বিপথে যৌবনকাল ছুঁড়ে দিয়েছিলাম,
তোমার ইশারার ‌অপেক্ষায়
রাজপথের সব ট্রাফিক সিগন্যালের লালবাতির নীচে একযুগ ঠায় দাঁড়িয়েছিলাম এই শহরে।

এই শহরের সব চায়ের দোকানে তখন
প্রতিটি চুমুকেই ছিলো তোমার‌ তপ্ত বিরহ,
প্রতিটি বৃষ্টির ফোঁটায় ছিলো তোমার জন্য ভেজা বিষাদ;
সব রাস্তার মোড়ে মোড়ে ছিলো তোমার বিশাল ছায়া।
এই শহর ছিলো তখন সম্পূর্ন তোমারই শাসনাধীন।

আধাযুগ ধরে এই শহরের ছেড়ে তাই
আমি আত্মগোপনে ছিলাম-
তোমার উদ্ধত বিলাশী অহং এ আমারই বুকের সহ্যহীন বেদনা বোধে,
কখনো মরা নদীর চরে আটকানো কোন ফেরির গোপন কুটিরে;
অথবা দিনের সূর্যাস্তের শেষ নিস্তেজ আলোতে,
পিপাসায় কাতর কোন পুরুষ বৃক্ষের হলুদ পাতায়,
কাঁটাবনের দোকানে খাঁচায় সাজানো
প্রতিটি ঘুঘুর স্বপ্নহীন যৌবনে।

পড়তি বেলায় অন্ততঃ একবার বেঁচে থাকার আশায়
তাইতো আধাযুগ পর তোমার‌ই শহরে
ফিরে এসে দেখি
তোমারই শাসনে
তোমারই ইশারায়
আমার একজীবনের সেই একই চৈত্রকাল চলছে এখনো পুরো শহর জুড়ে
আর একই লাল ট্রাফিক বাতি বিরতিহীন জ্বলে সারাক্ষণ শহরের পথে পথে।

তাইতো গভীর রাতে আবারো তোমার শহর ছেড়ে
এক ভালোবাসাহীন একরোখা বিপ্লবীর মতো আত্মগোপনে যেতে যেতে
রাজপথের সব দেয়ালে দেয়ালে লিখে দিলাম
“ আমাদের একজীবন যেনো না যায় ভালোবাসাহীন,
তোমার এই উদ্ধত অহং এর পতন হোক,
ভালোবাসা দীর্ঘজীবী হোক”।
———————————-
র শি দ হা রু ন
০৫/০২/২০২১

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



ভালোবাসা তো দীর্ঘজীবি হচ্ছে, আপনার বেলায় সাগর শুকাচ্ছে!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

এম ডি মুসা বলেছেন: দুঃখ অনেক জন মিশ্রিত রোগ, খুঁজলে অনেকর মাঝে পাওয়া যায়। তবু ভালো ইতিকথা
কবিতা ভালো লাগলো , শুভেচ্ছা

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: কবিতা ভালো লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: খুবই ভালো লাগলো...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: ভালো লাগলো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.