নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

পড়তি বয়স

০৯ ই মে, ২০২৩ দুপুর ১২:১২


বয়স কালে মানুষ ধীরে ধীরে নিজের চেহারাও ভুলেতে থাকে।
টানের বয়সে মানুষ নিজেকে দেখতে আয়নায় তাকালেও আয়নাও কেঁপে উঠে জলের মতো
নিজেকেই সবচেয়ে বেশি অপরিচিত মনে হয়।


পড়তি বয়সে তাই আমার চেহারা দেখতে
মন খারাপ করে
আমিও পূর্ণিমার চাঁদের মতো তাকিয়ে থাকি কোন এক পুকুরে।
নিজের চেহারা বাদে শুধু হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো ভেসে উঠে সেই পুকুর জলে!
আর আমার সময় ডুবতে থাকে সেই জলে আমারই মন খারাপ করা জীবনটাকে নিয়ে।


আজকাল পড়তি বয়সে ডুবতে ডুবতে জল থেকে মুখ বের করে
নিঃসঙ্গ পূর্ণিমার চাঁদকে শুনিয়ে শুনিয়ে বলি,
ভালোইতো এই জীবন
তবুওতো মানব জীবন।
———————
র শি দ হা রু ন
০৯/০৫/২০২৩

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:১৩

রানার ব্লগ বলেছেন: বয়সের চাপে হারিয়ে যাওয়া জীবনটাকে খুঁজতে গিয়ে
দেখি অসংখ্য জীবনের হাতছানি ।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৯ ই মে, ২০২৩ দুপুর ১:২৩

কিরকুট বলেছেন: রানার ব্লগ @ ওহে বালক কবিতা কাহাকে বলে দেখে যাও ।

আহা ! ভাই মনের ভেতর ছোট্ট কুঁয়ায় ছোট্ট একটা ঢিল ছুড়ে গেলেন ।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৩৯

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৩| ০৯ ই মে, ২০২৩ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৪| ০৯ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৫

শাওন আহমাদ বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৫| ০৯ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭

আমি সাজিদ বলেছেন: কতো বয়স হলে তাকে পড়তি বয়স বলে?

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই মে, ২০২৩ রাত ৮:২২

সুনীল সমুদ্র বলেছেন: পড়তি বয়সের বেদনা বিষণ্ণতার ছোঁয়া .... এই কবিতায় ।
ভালো হয়েছে।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪১

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই মে, ২০২৩ রাত ১১:৪৯

স্মৃতিভুক বলেছেন: বিষন্ন এবং নিঃসঙ্গ এক মানুষের উপলব্ধি/স্বগতোক্তি। সবচেয়ে ভালো লেগেছে এই লাইন দু'টি :

“নিজের চেহারা বাদে শুধু হারিয়ে যাওয়া প্রিয় মুখগুলো ভাসে উঠে সেই পুকুর জলে!
আর আমার সময় ডুবতে থাকে সেই জলে আমারই মন খারাপ করা জীবনটাকে নিয়ে।“

খুব ভালো লেখেন আপনি, হারুন। বিষন্ন-নৈর্ব্যক্তিক একটা এক্সপ্রেশন আছে আপনার কবিতাগুলিতে , হয়তো এজন্য আরো বেশি ভালো লাগে আমার কাছে।

ধন্যবাদ আপনাকে।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

৮| ১০ ই মে, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: বাহ খুব সুন্দর।

১৫ ই মে, ২০২৩ বিকাল ৪:৪২

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.