নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির জল

১৩ ই আগস্ট, ২০২৩ সকাল ৮:১০


আমার মাথার উপর অদৃশ্য সূর্য দিনরাত জ্বলছে তো জ্বলছে,
তীব্র রোদে আমার
মুখ পুড়ে,
বুক পুড়ে;
অথচ চারিদিকে সব হাসিখুশি মুখ ঘুরে বেড়ায়
আর আমার জীবন পুড়ে না দেখা এক তাপে।

দিনরাত আমার মনে পড়ে থাকে তীব্র বৃষ্টির জলে!
কে যেনো বৃষ্টির সেই জলে ভিজতে ভিজতে বাড়ি ফিরে হাসি মুখে?
এক কাপ ধোঁয়া ভেসে বেড়ানো গরম চা খাবার টেবিলে ঢাকা থাকে মানুষটির জন্য,
বৃষ্টি ভেজা এই মানুষটি কে?
কে ঢেকে রাখে এই গরম চা?

সারাদিন আমি শুধু শহরের পথে পথে ঘুরি
আর সুখি মানুষ দেখি,
অদৃশ্য তাপে আমার শরীর মন শুধু পুড়ে আর পুড়ে।

বৃষ্টির জলের আশায় শহরময় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে
গভীর রাতে নিসঃঙ্গ এক ঘরে ফিরে দেখি
-আমার জীবন কে যেনো ঢেকে রেখেছে খাবার টেবিলে এক কাঁচের চায়ের কাপে!
সেই কাপ থেকে গরম চায়ের মতো বাতাসে ভেসে বেড়ায়
-ধোঁয়া উঠা আমার পোড়া বুক।
—————————
র শি দ হা রু ন
১২/০৮/২০২৩
মন্ট্রিয়ালI

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.