নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

জিএম হারুন -অর -রশিদ › বিস্তারিত পোস্টঃ

জীবনের একমাত্র ছোট শোক

২৪ শে অক্টোবর, ২০২৩ রাত ৩:২৭


আমার বুকে গানিতিক ভুলে ভরা,
আমার মাথায় আইনস্টাইন
আর নিউটনের তত্ব ‌অলস হয়ে ঘুমায়।
আমার জীবনের ব্যাকরণে কোন বর্তমান কাল নেই
সবই না দেখা এক ভবিষ্যৎ কাল।
বস্তুত এই সকল অক্ষমতার জন্য
জীবন আমাকে ষ্টুপিড ভাবতেই পারে।
তবে চরম প্রতিক্রিয়াহীন মানুষের মতো আমার জীবনে কোন বড় কোন শোক নেই
যার জন্য আমাকে হাহাকার করে মরতে হবে।
শুধুমাত্র বৃষ্টির জল দেখলেই
আমিও কেনো যে কাঁদতে বসে পড়ি
তা আজও বুঝলাম না!

আমার সেই জলভেজা চোখে
শহরের সবই কেমন যেনো বিষাদের মিছিল মনে হয়,
-ঘরবাড়ী, রাস্তাঘাট,
বারান্দায় চোখ বন্ধ করে বসে থাকা চড়ুই পাখিটা,
হঠাৎ ছিড়ে যাওয় কাগজের ঘুড়িটা,
ধমকা এক ঝড়ো ভেজা বাতাসে ছাতা হারিয়ে উদাসীন কোন বালক বালিকা;
শহরের সবই যেনো কাঁদতে বসেছে আমার আসন্ন বিদায়ে!

একজন ষ্টুপিড মানুষের জন্য
চারিদিকে এতো দুঃখী স্বজনের মিছিল কার ভাগ্যে জুটবে?

তাই আমার স্টুপিড জীবনের একমাত্র ছোট শোক
-বৃষ্টির দিনেই যেনো আমার মরণ হয়।
——————————-
র শি দ হা রু ন
কাব্যগ্রন্থ- আমি একদিন সমুদ্রের জল হয়ে যাবো
১১/০১/২০২১

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২৩ রাত ১:২৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

২৬ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৫৪

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৪৬

Muksedul rehman বলেছেন: বেশ সুন্দর

০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩০

জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.