| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিএম হারুন -অর -রশিদ
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
ঘর থেকে বের হবার মুখে দরজার পাশেই একটা জুতার সেল্ফ।
সেখানে পনেরো বছরের পুরোনো বাটার একজোড়া কালো জুতা এখনো চকচক করে।
মা প্রতিদিন সকালে বাবার অফিসের জুতা ধুলো পরিষ্কার করে এখনো কালো রঙের পালিশে ঝকঝকে রাখেন-
যেন বাবা একটু পরই অফিসে যাবেন!!
মা বোধহয় ভুলে গেছেন,
-মৃত মানুষ কখনো অফিসে যায়না,
তাদের অফিসে বসার কোনো জায়গাও নেই,
তারা শুধু থাকে আপনজনেরই বুকে।
জুতার পালিশের রঙ ফুরিয়ে গেলেই
আমি বাটার দোকান থেকে আবারও কিনে এনে রেখে দেই মার জন্য।
আমার অফিসে যাবার সময় মা প্রায়ই বাবার জুতা জোড়া এগিয়ে দিয়ে বলেন-
“দেখতো তোর পায়ে এখন হয় কিনা?”
আমি মাকে বুঝাতেই পারিনা আমার পা আর বড় হবেনা,
আমি যতই বড় হইনা কেনো
-আমার পা বাবার পায়ের সমান কখনোই হবেনা!
———————————————
রশিদ হারুন
২৮/০৪/২০২০
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৬
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
২|
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯
বিদ্রোহী পুরুষ বলেছেন: এরকম ভাল লেখা খুব কমই পাওয়া যায়।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৩|
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:১২
আমি সাজিদ বলেছেন: শব্দ নিয়ে কি অদ্ভুত খেলায় বাক্যে বাক্যে জুড়ে দিচ্ছেন স্নেহ, আবেগ আর ভালোবাসা। মুগ্ধতা জানিয়ে গেলাম কবি।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৪|
২১ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:০৮
রাজীব নুর বলেছেন: একদম বাস্তব কবিতা।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৫|
২১ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: মৃত মানুষ স্মৃতিতে হৃদয়ে কতটুকু জায়গা নিতে পারে বাবা মারা যাওয়া পর বুঝতে পারছি। বাবা যেন সবসময় আমার সাথেই থাকেন ।
২১ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫৪
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৬|
২১ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৮
শায়মা বলেছেন: কি সুন্দর একটা কবিতা লিখলে ভাইয়া! ![]()
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:০৯
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
৭|
২২ শে নভেম্বর, ২০২৩ ভোর ৬:০৫
মিরোরডডল বলেছেন:
তারা শুধু থাকে আপনজনেরই বুকে।
আমার পা বাবার পায়ের সমান কখনোই হবেনা!
নতুন করে কিছু বলার নেই।
রশিদের লেখা মানেই গভীর অনুভূতি!
২৩ শে নভেম্বর, ২০২৩ রাত ৩:১০
জিএম হারুন -অর -রশিদ বলেছেন: ধন্যবাদ
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯
দিগন্তপথ বলেছেন: মন ছুঁয়ে গেলো ভাই! শুভকামনা।