নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যেমন ইচ্ছে লেখার খাতা

আমি আন্তরিক ভাবে দুঃখিত আপনাকে মানসিক ভাবে নির্যাতন করার জন্য। কারন আমার লেখা পড়ে আপনি বিরক্ত হতেই পারেন।। আরেকটু বিরক্ত হতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ওয়েবসাইট http://ishuvo.rocks থেকে

জিএম শুভ

আমার যেমন ইচ্ছে লেখার খাতা

জিএম শুভ › বিস্তারিত পোস্টঃ

ভাব ও আমের ভর্তার লোভ

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

এক ছোটো ভাই আমের ভর্তা এনে বলল, ভাই আমের ভর্তা খাবেন?



জিজ্ঞেস করলাম," আম পাইলা কই?"



ছোটো ভাইঃ ভাই চুরি করে আনছি।



আমিঃ (ভাব দেখিয়ে,বার দশেক জিহ্বার জল পেটে চালান দিয়ে) আমি চুরির আম খাই না।



ছোটো ভাইঃ ভাই টেস্ট করে দেখেন তেতুল,মরিচ,চিনি সব দেওয়া হইছে।



আমিঃ লোভ দেখাচ্ছ! আচ্ছা দেখি টেস্ট করে।



দশ মিনিট পর

:

:

:

ভর্তা আর আছে?



মূলকথাঃ কিছু কিছু ক্ষেত্রে এরকম ভাব দেখিয়ে লাভ নাই, পরে ঠিকই সবার সামনে ভাবের বারোটা বাজে আর না হয় জিবের জল পেটে চালান দেওয়া লাগে :P

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রুপম শাহরিয়ার বলেছেন: এই বছর তেমন আম খাওয়া হইতাছে না! :||

২১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৮

জিএম শুভ বলেছেন: আমারও না, কারন গাছে তেমন আম আসে নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.