![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিশ্বাস্য!!!
আজকে আপনাদের বলব প্রযুক্তিতে এগিয়ে থাকা ১ নং দেশ, আমেরিকার কথা। বলব প্রযুক্তিক আমেরিকার এক অপ্রযুক্তিক আদিম এক গোষ্টির কথা।
USA এর Pennsylvania এলাকার AMISH নামে এক গোষ্টি ১৬০০ সালে ইউরোপ থেকে USA তে আসে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে ওরা এখনো সেই ১৬০০ সালেই রয়ে গেছে। ১৬০০ সালের সেই life style ধরে রেখেছে। জানি বিশ্বাস হচ্ছেনা। তাহলে পড়ুন...
এই Amish গোষ্টি ইলেকট্রিসিটি, gas, গাড়ি, টিভি, কম্পিউটার আধুনিক দুনিয়ার কোনো কিছুই use করেনা। এমন কি বাইরের কারো সঙ্গে তেমন কথাও বলেনা। এখনো ঘোড়ার গাড়িতে চড়ে যাতায়াত করে। চাষবাসটাও সারে ঘোড়া দিয়েই। অন্য কারো বা নিজেদেরও কোনো ছবি তোলেনা।
New York থেকে Pennsylvania দুরত্ব ৩৫০ কিমি। কিন্তু পিছিয়ে আছে ৩৫০ বছরেরও বেশি সময় ধরে। যদিও আমি এটাকে পিছিয়ে থাকা বলবনা, কারণ সভ্যতা আমাদেরকে অস্থিরতা ছাড়া কিছুই দেয়নি। USA সরকার তাদের নিয়ে ঘাটাঘাটি করেনা। নিজেদের খাবার নিজেরাই তৈরী করে, নিজেদের ফসল নিজেরাই চাষ করে। কোনো কোনো Amish সরকারকে tax দেয়না।
ওরা সর্বোচ্চ ক্লাস eight পর্যন্ত পড়ে আর স্কুলগুলো সব একরুমের হয়। প্রশ্ন আসতে পারে ক্লাস eight পর্যন্ত কেন? আসলে স্কুলগুলো ক্লাস eight পর্যন্তই হয়। স্কুলের শিক্ষকরাও এই স্কুল থেকেই পাশ করে। তাই বুঝতেই পারছেন শিক্ষকদের প্রাতিষ্ঠানিক শিক্ষা কোন পর্যন্ত!!!
Amish পুরুষরা কালো hat পরে, বিয়ের পর থেকে ওরা দাড়ি রাখে কিন্তু গোফ রাখেনা।
বাচ্চা প্রসবের জন্য কেউ কেউ এখনো দায়ি use করে...
খবরটা দেখছিলাম এনটিভিতে. সঙ্গে সঙ্গে সার্চ দিলাম...পেলাম ইন্টারেস্টিং কিছু ঘটনা...ইন্টারনেটে সার্চ দিয়ে যা বুজলাম, কিছু কিছু Amish পরিবর্তন হচ্ছে কিন্তু বৃদ্ধ Amish রা এটা ভালো চোখে দেখছেনা...
Amish দের সম্পর্কে মজার কিছু তথ্য
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৭
Arefin বলেছেন: আসলেই মজার
২| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৩২
ম্যাভেরিক বলেছেন: এরা আরো পরে যুক্তরাষ্ট্রে যায়। এরা আসলে খ্রিস্টান চার্চের ছোট একটি দল, নিরহংকার, সহজ-সরল গ্রামীণ জীবনের মধ্য দিয়ে স্রষ্টার নৈকট্য লাভই যাদের জীবনের মূল উদ্দেশ্য।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৩
Arefin বলেছেন: ভুল হতে পারে, আসলে সার্চ করে যা পেলাম, তারই একটা সংকলন দেবার চেষ্টা করেছি...ধন্যবাদ পড়ার জন্য
৩| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৪
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: মজার
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:০০
Arefin বলেছেন: আসলেই মজার
৪| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৪
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: মজার
দুনিয়ায় একেক দেশের একেক জাতির একেক নিয়ম।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৫৯
Arefin বলেছেন: আসলেই আজব এই দুনিয়া....
৫| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৩৯
বৈকুন্ঠ বলেছেন: আমিশগো এই নিরামিশা জীবনযাপন আসলেই আজব
ওরা বাংলাদেশে আইসা পরলেই পারে। এইখানে আধুনিকতা বা বিদ্যুৎ-গ্যাস জোর কৈরা বর্জন করার কোন দরকারই ওদের পরবোনা। বিনিময়ে আম্রিকান সরকার কিছু উচ্চাভিলাষি আর রংগীন স্বপ্নে বিভোর পোলাপান বাংলাদেশ থেইকা ইম্পোর্ট করতে পারে যারা কামলা হিসাবে ভালো সার্ভিস দিতে পারবো
০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৫৯
Arefin বলেছেন: দারুন বলেছেন
৬| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:৫২
মুরাদ-ইচছামানুষ বলেছেন: নতুন তথ্য জানলাম।ধইন্যা।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৪
Arefin বলেছেন: আপনাকেও ধইন্যা কষ্ট করে পড়ার জন্য
৭| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:১০
আবদুলার বলেছেন: বিষন ভাল লাগলো
৮| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:১৫
রাইসুল জুহালা বলেছেন: আমি কাছ থেকেই দেখেছি তাদের। খুবই অদ্ভুত একটা জাতি। ট্যাক্স যেমন দেয় না, সরকারের কোন সুবিধাও নেয় না। আমি তাদের জীবনযাপনের স্টাইলকে গ্রহন করতে পারব না কারন তথাকথিত সভ্যতায় অভ্যস্থ হয়ে গেছি। কিন্তু এই স্টাইলটা আমার খুবই পছন্দ।
ভাল লাগল আপনার লেখা।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩০
Arefin বলেছেন: এই স্টাইলটা আমারও খুব পছন্দ। সভ্যতা আসলে অস্থিরতা ছাড়া আমাদেরকে কিছুই দেয়নি
৯| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:১৬
বাতাসের রূপকথা বলেছেন: শুধু পেনসিলভানিয়াতে আছে এটা ঠিক নয়, এরা ওহাইয়োতেও আছে। Harrison Ford এর একটা সুন্দর রোমান্টিক ছবি আছে এই আমিশদের ঘিরে। নামটা মনে পড়ছে না এই মুহুর্তে।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:২৭
Arefin বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। মুভিটার নাম: Witness
http://www.imdb.com/title/tt0090329/
১০| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৩৮
জাহাঁপনা। বলেছেন: eita to ajke nTV te dekhaise.. Copy paste mere dilen?
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৪৭
Arefin বলেছেন: আপনি বোধহয় পুরো পোস্টটা পড়েননি। এনটিভির কথা আমি বলেছি। যাই হোক যতটুকু পড়েছেন তার জন্য ধন্যবাদ
১১| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৪১
মানবী বলেছেন: প্রায় দু তিন বছর আগে [link|আমিশ সম্পর্কে লেখা একটি পোস্ট।|]
তাঁদের সম্পর্কে আপনার আগ্রহ দেখে শেয়ার করতে ইচ্ছে হলো।
আমিশদের সাদামাটা জীবন অত্যন্ত প্রশংসনীয়, তবে সমাজের আর সকল শ্রেনীর মতো এদের মাঝেও কলুষতা প্রবেশ করছে, যদিও তা ধীরে... কয়েক সপ্তাহ পূর্বে পেডোফাইলিয়ার অভিযোগে একজন আমিশ তরুনকে গ্রেফ্তার করা হয়। যদিও অপরাধ সংঘটিত হবার আগেই ধরা পড়ে, কারন নিতান্ত বোকার মতো সকল ইনফরমেশন প্রকাশ করে সে শিকারের সন্ধানে গিয়েছিলো।
আমিশদের আভাস শুধু মাত্রই পেনসিলভিনিয়া আর ওহাইও তে সীমাবদ্ধ নয়, আরো কিছু স্টেটে তাঁরা বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে আছেন।
পোস্টটির জন্য ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৪৯
Arefin বলেছেন: পোস্টের লিংকটা পেলামনা। আরেকবার দিলে উপকৃত হতাম
১২| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৫১
মানবী বলেছেন: প্রায় দু তিন বছর আগে Click This Link target='_blank' >আমিশ সম্পর্কে লেখা একটি পোস্ট।
তাঁদের সম্পর্কে আপনার আগ্রহ দেখে শেয়ার করতে ইচ্ছে হলো।
আমিশদের সাদামাটা জীবন অত্যন্ত প্রশংসনীয়, তবে সমাজের আর সকল শ্রেনীর মতো এদের মাঝেও কলুষতা প্রবেশ করছে, যদিও তা ধীরে... কয়েক সপ্তাহ পূর্বে পেডোফাইলিয়ার অভিযোগে একজন আমিশ তরুনকে গ্রেফ্তার করা হয়। যদিও অপরাধ সংঘটিত হবার আগেই ধরা পড়ে, কারন নিতান্ত বোকার মতো সকল ইনফরমেশন প্রকাশ করে সে শিকারের সন্ধানে গিয়েছিলো।
আমিশদের আভাস শুধু মাত্রই পেনসিলভিনিয়া আর ওহাইও তে সীমাবদ্ধ নয়, আরো কিছু স্টেটে তাঁরা বিচ্ছিন্ন ভাবে ছড়িয়ে আছেন।
পোস্টটির জন্য ধন্যবাদ।
১৩| ০৬ ই আগস্ট, ২০১১ রাত ৩:৫৩
মানবী বলেছেন: লিংকটি আসছেনা কেনো বুঝতে পারছিনা!!!
০৬ ই আগস্ট, ২০১১ ভোর ৪:৩৬
Arefin বলেছেন: ধন্যবাদ
১৪| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৪২
হাসান তারেক বলেছেন: একেবারে নতুন কিছু জানলাম । সাংঘাতিক সুন্দর লাগলো।
অনেক ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:০০
Arefin বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
১৫| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ৮:০৭
বাংলাকে ভালবাসি বলেছেন: অসাধারণ।
Witness মুভিটি ডাউনলোডের জন্য টরেন্ট লিন্ক কি আছে?
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:০২
Arefin বলেছেন: খোজ পেলে জানিয়ে দিব...
১৬| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৩৯
লাল চাঁন বলেছেন: কাল এনটিভিতে দেখলাম এর আগে বিবিসিতে দেখেছিলাম, সত্যি ইন্টেরেস্টিং এদের জীবনধারা!
১৭| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৪৪
শোভন এক্স বলেছেন: বাংলাদেশ সরকার ওদের দেখে মনে হয় অনুপ্রানিত হয়েছে । আমাদেরকেও বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলো দেয়া বন্ধ করে দিচ্ছে। যানজটে ফেলে ঘোড়া কেনার জন্য উৎসাহিত করছে। বাজারে পন্যের যা দাম, কিছুদিন পর নিজে চাষ করে খাওয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। ইন্টারনেট যা স্লো, ও ইউজ করাও যা না করাও তা
। আমরাই হচ্ছি নব্য Amish গোষ্টি।
০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:৫৯
Arefin বলেছেন: হা হা হা দারুন বলেছেন
১৮| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ১:২২
মিঠাপুর বলেছেন: মানে আজব আর কি!!
১৯| ০৬ ই আগস্ট, ২০১১ দুপুর ২:১৬
ইন্জিনিয়ার রুমান বলেছেন: নতুন তথ্য জানলাম।
২০| ১১ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৩০
সৈয়দা আমিনা ফারহিন বলেছেন: খোদ মার্কিন মুলুকে এমন জনগোষ্ঠি আছে জেনে অবাকই লাগল। ব্যাপারটা বেশ মজারই ...!!
২১| ২০ শে জুন, ২০১২ রাত ১১:২০
ঘুমন্ত আমি বলেছেন: সুন্দর পোষ্ট
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১১ রাত ২:২৭
শুকনা মরিচ বলেছেন: খুবই ইন্টারেস্টিং !!!