নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক

মোহিদ নজরুল

নিজেকেই মাঝে মাঝে চিন্তে পারি না !! তোমাদের চিনবো কি করে ?

মোহিদ নজরুল › বিস্তারিত পোস্টঃ

তুমি -আর-তোমার-শহর-থেকে

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৪:০৪

এই শহরের ল্যাম্ব পোষ্টের নিচে , হারিয়েছে সব
সময় সভ্যতা , আর বিচ্ছিন্ন হয়েছে হৃদয়
নিবে যাওয়া ল্যাম্ব পোষ্টের নিচে - অন্ধকার আর যন্ত্রণা
দাফন হয়ে গেছে - স্বপ্নের সব টুকু স্বপ্ন -
তাই তোমাদের এই শহরে দিয়েছি ছুটির দরখাস্ত
পালিয়ে যাবো - স্বপ্নহীন কোন বালুর ভূমিতে l

এই যান্ত্রিক শহরে - ঝঞ্ঝাট আর পাথরের বসবাস
লোভ - লালসা আর কিংকর্তব্যবিমুর হওয়ার গল্প
স্বার্থের প্রয়োজনে - দেহ ত্যাগ করেছে নিজ আত্মার -
ভাল মানুষের সন্ধানের কেউ স্বপ্ন নিয়ে অপেক্ষা করে না
মানব মস্তিষ্কে - জম্মেছে ছারপোকা - শুধু রক্তের নেশা
বাস্ত নগরী হতে - আমি নিজেকে দিলাম নির্বাসন l

তোমার কিংবা তোমাদের চোখের অলি গলিতে -
ল্যাম্ব পোস্ট আছে - ভিতরে বাতি নেই -
মানুষ আছে মনসত্ত নেই -
ঝিনুকের খোলস আছে , ভিতরে মুক্তা নেই -
এই শহরের মধ্য শুধু দালানের প্রাচীর -
দুলাবালির শহর ছেড়ে , অনেক দুরে যাবার জন্য অস্থির l

৪-৬-২০১৮

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আবু আফিয়া বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ আপনাকে

২| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নতুন ধর‌নের আ‌মেজ আ‌ছে। সুন্দরতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.