নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক

মোহিদ নজরুল

নিজেকেই মাঝে মাঝে চিন্তে পারি না !! তোমাদের চিনবো কি করে ?

মোহিদ নজরুল › বিস্তারিত পোস্টঃ

নারী- পুরুষ

০৫ ই জুন, ২০১৮ দুপুর ২:১৮

বলতে পারো কিছুটা অহংকার নিয়ে বলছি
আর সত্য দিয়ে গড়া - একটুকরো সত্য কথা
তোমার স্বপ্নে যে থাকে সে কিন্তু আমি !
আমি হবোনা কেন ? সৃষ্টিকর্তার সৃষ্ট এক লীলা -
পুড়ো দেহ ফেরেস্তার হাতে বানানো - শুধু মুখো মণ্ডল
তাঁর নিখুঁত চিত্রকল্প ---
অন্ধকার মিথ্যে হবে ! তিনি শ্রেষ্ঠ কারিগর দিনের চেয়ে সত্য
তাই তুমি আমাকে ভাবতেই পারো !

ছেলে বেলার গল্পে - যে রাজপুত্রে গল্প তুমি শূনতে
যার কল্পনায় হারিয়ে - চুলে বেণি করা ভুলে যেতে -
কানে দুল নাকে ফুল আর খোঁপায় ফুলের মালা জড়াতে বালিকা
যার জন্য - সে কিন্তু আমি !!
গর্ভধারিণী বলে ছিল - সুন্দরের এক বিশ্বয়
তাই তো আমি ভাবতেই পারি - আমি সেই সুন্দর - যাকে তুমি খুঁজছ l

ভেবে দেখো - প্রকৃতির সব রঙ মেখে তুমি যার সামনে যাবে -
সে আমি অতি সাধারণ -
তুমি আমায় ভাবতেই পারো - না হলে সব রঙ ঘামে ভিজে যাবে
তুমিও সেই স্রস্টার সৃষ্টি , শুধু দুরুত্ত এতটুকু -
আমি প্রকাশ করি - তুমি যা তার চেয়ে একটু বেশি -
আর তুমি ভিতরে চেপে রাখা গল্প লিখো ---
৫-৬-২০১৮ ছবিটা কিস্তু ‍ নেট থেকে ‍সংগ্রহীত

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬

লাবণ্য ২ বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.