নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক

মোহিদ নজরুল

নিজেকেই মাঝে মাঝে চিন্তে পারি না !! তোমাদের চিনবো কি করে ?

মোহিদ নজরুল › বিস্তারিত পোস্টঃ

তোমার আর আমার কি এমন সম্পর্ক

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:০২

তোমার আর আমার কি এমন সম্পর্ক ,
যার জন্য আমি প্রতিদিন ছটফট করি ,
ছটফট করে , এই ভদ্র সমাজ আর পাকা চুলের বুরিমা কিংবা
যেন আর একবার যুদ্ধ বাঁধবে - অসামাজিকতার সাথে l

কি এমন সম্পর্ক , যে প্রতিদিন অফিসের বাস্ততা শেষে
সব গল্প তোমাকেই আমার বলতে হবে -
তোমার একটু অভিমানে আমার অস্থির হতে হবে -
আমি ভুল করে একটু দেরি করে - ফেইসবুকে পাসওয়ার্ড দিলে
তুমি আকগাদি রাগ করে বলে বসবে - আমি ভুলে গেছি - তোমায় l

কি এমন সম্পর্ক , তোমার সাথে -
তোমাকে ভাবলেই আমার কবিতা আসে -
তোমাকে ভাবলেই - সকাল থেকে রাত হয়ে যায়
আর অভিরাম বর্ষণ ঘটে এক অস্থিরতার - কিছুটা শূন্যতার l

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.