নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগন্তুক

মোহিদ নজরুল

নিজেকেই মাঝে মাঝে চিন্তে পারি না !! তোমাদের চিনবো কি করে ?

মোহিদ নজরুল › বিস্তারিত পোস্টঃ

এটা কি সত্যি প্রেম ?

২১ শে জুন, ২০১৮ রাত ১২:০৪

এটা কি সত্যি প্রেম ?

তাকে আমার অনেক ভাললেগে ছিল , অনেক অনেক সঙ্কোচতার মাঝে ঘুমিয়ে ছিল এই ভালোবাসা l অনেক বার সাহস করে সামনে গিয়ে বলতে গিয়ে চুপ হয়ে থাকার অনেক অভিজ্ঞতার অর্জন l গল্পের ছলে কাউকে বললেই বলতো বলে দে নাহলে একদিন ওর বিয়ের দাওয়াত তোর সাথে খেতে যেতে হবে l ওর বাচ্চা তোকে মামা ঢাকবে l বললে তো তোকে মেরে ফেলবে না l সবাই বলতো তোর মুখ থেকে যা শুনি মেয়েটা মনে হয় অনেক ভালো l তাকে যেন আরও ভালো লাগতে শুরু করে l একদিন সব লজ্জা ভুলে অনেক সাহস করে একটা চিঠি লিখে বলে দিলাম - তোকে আমার অনেক ভালো লাগে l তুই বলে সম্বোধন করতাম বলে অনেক হাসত l কিন্তু আমার যে তুই বলতে অনেক ভালো লাগতো l সবাই কে তো আর তুই বলতাম না l কেউ বলতো তুই বললে তো সে তোকে গ্রহণ করবে না l এক স্যার কে একদিন বললাম ভালোবাসা ব্যাপার টা আসলে কি ? স্যার বলল কাউকে সম্মান করার নাম ভালোবসা l সত্য ভালোবাসা আমি অনুভব করি তখন কারন তাকে আমি আসলেই অনেক সম্মান করি l কিন্তু আমার চিঠির কোন উত্তর আসে না l রাত বিড়াতে মোবাইল ছোটো ছোটো দু একটা খুদে বার্তা দিতাম l তার ও কোন উত্তর আস্ত না l এক সময় যারা তাকে অনেক ভালো বলতো তারই বলতে লাগল মেয়েটা কেমন , মেয়েটা ভালো না l না ও করবে না l আবার হা ও করবে না l তোকে ঘুরাবে - আমি প্রতিবাদ করতাম l যে স্যার একদিন বলল ভালোবাসা সম্মান সেই স্যার আবার বলল - ওই মেয়ে ডাকলে আপনি যাবেন না l আপনাকে ব্যবহার করবে প্রয়াজনে l তার পর আর মনে রাখবে না l যতো ভালো ভালো করেন আসলে ভালো না l সবার মধ্য একটা অন্ধর মহল থাকে হয়তো আপনার সামনে সেটা কখনো প্রকাশ পাবে না l কেউ বলে দুরে চলে যা - তোর শূন্যতা অনুভব করুক l কেউ বলে খুভ কাছে থাকো , আস্তে আস্তে ভালোবাসা বাড়বে l সব আয়োজন আমি পালন করছি l তার সামনে আমি কখনো নিজেকে অনেক বড় কিছু সাজাতাম না l তার সামনে আমি সেটাই প্রকাশ করতাম l কারন আমাকে দেখে কেউ - আমার অন্ত সত্তাটাকে ভালবাসুক l এক বৃদ্ধ বলেছিল বিয়ে করলে - তার মাকে দেখে মেয়েকে যাচাই করো আরও অনেক কিছু ,সব চেয়ে বড় কথা আমি তার মাজে সব কিছুই পাই l একটা মেয়েকে নিয়ে একটা ছেলে যতটুকু স্বপ্নও দেখতে পারে l কিছু সীমাবদ্ধতা , নিজের কিছু দুর্বলতা তাকে চাইতে আমাকে ভয় দেখায় l আমি ধরে নিচ্ছি সে অনেক খারাপ , দরে নিচ্ছি সে মনে করছে আমায় তার প্রয়োজনে l ধরে নিচ্ছি আমি তার কাছে গুরুক্তহীন , কিন্তু তার জন্য আমার মনের কোনে আছে একটুকরো শ্রদ্ধাবোধ , একটি স্বচ্ছ মনের ভালোবাসা , আর ভালোবাসার সম্মান - সে ভাবছে কি ? সে করছে কি ? আমার গুরুক্ত কতোটুকু ? এই সব প্রশ্নের উত্তর কখনোই খুঁজবো না l আমার মনে হয় খোজা উচিৎ না - কারন এই প্রশ্নের উত্তর খোজাই তাকে অসন্মান করা l আমি এই ভেবে নিজেকে ভাগ্যবান মনে করি - আমার ভালোবাসার মানুষ টা আমায় স্মরণ করে l লোকে যাই বলুক না কেন ! নিজের ভালোবাসা নিয়ে কনফুসিওন থাকতে চাই না l আমি নিজেকে জানি আমার মত করে - তাই আমার সংজ্ঞা ঠিক আমি l আপনার সংজ্ঞা আপনি - আর তার সংজ্ঞা টা তার কাছেই থাকুক l ভালোবাসা ব্যাপার টা আরও সুন্দর হোক - আরও সম্মানে মুখরিত হোক l হোক না তার মাঝে কিছু বোকামী , আমি বলতে চাচ্ছি - তাদের কে যারা - মানুষের কাছে ভালোবাসা ব্যাপারে বুদ্ধি চান মনে রাখবেন - আপনার মন যা বলে সেটাই ভালোবাসার সবচেয়ে বড় সংজ্ঞা l একটু শ্রধা নিয়ে - সেই কাজ গুলো করুন - মনে রাখবেন আপানার যেমন মন আছে - তারও আছে l (ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন , প্রথম লেখা গল্প )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.