![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আচ্ছা ভালোবাসা কি ?
প্রশ্ন টা প্রতিদিন খুব করে ভাবাচ্ছে , আচ্ছা তাকে তো দেখা যায় না
সেকি ভূত - কুতকুতি দিয়ে যেমন হাসায় আবার চোখের জল নিয়ে আসে
আচ্ছা সে কি বুকের মাঝখানে থাকে - যেখানে হৃদয় থাকে - তাহলে
হৃদয় কি - নাকি মস্তিষ্ক তাকে পরিচালিত করে -
তাহলে ভালোবাসা কোথায় - মস্তিষ্ক নাকি বুকের মাঝখানে ?
বাতাসের মত সম্পূর্ণ ভাবনাটাকে বরফ কি ভাবে করে ?
সত্যি ভালোবাসা টা কি ?
আমি তো অগণিত ভার কারো না কারো প্রেমে পরেছি -
আরও যেন প্রতিদিনই পরি - আরও পরতে দেখি -
ছাব্বিশ বছরের সংসার ছেড়ে - বেগেছে ছাবের আলির বউ
নিয়ে গেছে সব সঞ্চয় - দিয়ে গেছে কেস -
পাশের বাসার প্রত্যেক দিন অফিসের ক্লান্তি ভোলার আগেই
ঝগড়ার ধারাবাহিক নাটকে - ভলিউম বাড়িয়ে দেই অপ্রীতিকর গানের
দেখাছি জিকু প্রেম করে বিয়ে কড়া বউকে নিয়ে অল্পতেই সুখে আছে
কিন্তু তার মাঝে আছে ভুলের অনুসুচনা - প্রাপ্তি আর অপ্রাপ্তির ছাপ -
চামড়ার ভাজের অবিজ্ঞতার মানুষ গুলো তো - রীতিমত বমি করছে
কান পড়া সোসাইটির দরজায় দরজায় - কিন্তু পালিয়ে যাওয়া মেয়েটা বড্ড সুখে
চাহিদার সব ঘাটতি লুকিয়ে হাসি এঁকেছে মুখে l
ভালোবাসা কি ? একটা প্রশ্ন বড়ই ভাবাছে !
এই ভালোবাসা কে পাওয়ার জন্য আমার ও অস্তিরতা জনম জন্মান্তরে
কতো সংসার চোখের সামনে - ভেঙ্গেছে ডিবোরস নামের সাক্ষরে l
প্রাণ দেওয়া ছেলেটা হঠাৎ - একদিন পালিয়ে গেলো -
টুনটুনির দেওয়া যন্ত্রণাতে - ছেলেটা একদিন ভাবল আর বিয়ে করবে না l
সেকি পিঠের মেরুদণ্ডের হার নাকি মস্তিষ্কের নিউরন -
নাকি মায়া নামক শব্দের - মোড়ানো কোন আবরণ l
নাকি চোখ হতে - যার শুরু - শেষটা শরীররে কোন মিশ্র ক্রিয়া
উত্তজিত শুক্রাণুর - নানান বিক্রিয়া আর বিষক্রিয়া
যা চোখ দিয়ে দেখা যায় না - যা অবস্থান নিনয় কড়া যায় না -
সে বুকে না মস্তিকের পিছনে -
নাকি ঝিনুকের কাছে লেখা সেই চিঠি - যার মধ্য লুকানো ছিল মায়া
পাওয়ার অস্তিরতা - বিক্রিয়া আর বিষক্রিয়া -
এখন তো আর দেখিনা - তবে ভালোবাসা কি ?
২৯-৭-২০১৮
©somewhere in net ltd.