![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইচ্ছে করে খুব ভালোবেসে তোর মাঝে আমি দেই ডুব
তুই ছাড়া মরুভূমি হবে হৃদয় - জ্বলবে শিখার ধুপ
তুই ছাড়া আমি অমসৃণ সবুজের দুঃখ
তুই ছাড়া এমন মানব - হৃদয় হীন বক্ষ
ইচ্ছে করে খুব তোর হাত ধরে , এই রাজ পথে
বিলীন হয়ে যাই হাতে হাত রেখে এক সাথে
তুই ছাড়া অসম্পূর্ণতার দুঃখ বিরাজ করে
তুই ছাড়া বড্ড এলোমেলো নিজের তরে
ইচ্ছে করে খুব সব জীর্ণতা বেঙ্গে , ছুটে যাই
তোর মাঝে আমাকে হারিয়েছি - যদি একটু অধিকার পাই
তুই ছাড়া আমি ছন্দ ছাড়া পথিক -
তুই ছাড়া গোছানোর মাঝে অগোছালো ঠিক l
©somewhere in net ltd.