নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

সবাই বুঝতে শুরু করলো ভাষণে জাদু আছে ..............

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৩

তৃতীয় বিশ্বের একটি দেশের প্রেসিডেন্ট ভাষণ দিতে উঠলেন !

অধিবেশনের কেউই তেমন তাই পাত্তা দিচ্ছেনা ।



একটু একটু করে মনোযোগ দিতেই সবাই মোহাবিষ্ট হয়ে গেলো যেন !



সবাই বুঝতে শুরু করলো ভাষণে জাদু আছে !



বলিষ্ঠ বস্তুনিষ্ঠ শব্দচয়নে একটি পূর্ণাঙ্গ স্বল্পভাষী ভাষনেই ফুটে উঠছে প্রেসিডেন্টের তীব্র দেশপ্রেম ও দূরদৃষ্টি !



সভায় উপস্থিত সৌদি বাদশাহ একটু বেশীই আপ্লুত সেই ভাষনে !



যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে আসছিল সেই শুরু থেকেই, যারা বাংলাদেশটা ভারতের করদরাজ্যে পরিনত হবে ভেবে হতাশ হয়েছিল, যারা পাকিস্তান ভাগ হয়ে জন্ম নেয়া রাষ্ট্রকে দুর্ভিক্ষেও সাহায্য করেনি সেই সৌদি আরব ! সেই সৌদি বাদশাহ ই ডাকলেন রাস্ট্রপতিকে ! জানতে চাইলেন তাঁর রাষ্ট্রের উন্নয়নের জন্য কত টাকা সাহায্য চাই !



কিন্তু রাষ্ট্রপতি গরীব দেশের হতে পারেন তবু ভিক্ষা গ্রহনে ছিলো বিরাট আপত্তি !



রাষ্ট্রপতি জানেন তাঁর জনগন পরিশ্রমী ! তারাই পরিশ্রম ও মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ঠ !

তার জন্য চাই পর্যাপ্ত কর্মসংস্থান ! রাষ্ট্রপতি তাই সাহায্য না নিয়ে চাইলেন সৌদি আরব ও আরবদেশসমূহে তার জনগনের কর্মসংস্থানের সুযোগ !



সৌদি বাদশাহ যেন একটা প্রচন্ড ধাক্কা খেলেন !



বুঝতে পারলেন এ যেই সেই রাষ্ট্রপতি নন,ইনিই সত্যিকারের দেশপ্রমিক বুদ্ধিমান রাষ্ট্রপতি !



সেই থেকে শুরু বাংলাদেশের জনগনের মধ্যপ্রাচ্য গমন ৷



শুরু দেশে পাঠানো বিপুল রেমিটেন্স,দেশের উন্নয়নযাত্রা !



বিনিময়ে প্রেসিডেন্ট বন্ধুত্ব কিংবা কৃতজ্ঞতাস্বরুপ সৌদি আরবকে দিলেন ৫০০ নিম গাছ যার ছায়ায় ক্লান্ত হাজীরা আজো বিশ্রাম নেয় !



নাম 'জিয়া গাছ' !



ধ্রুব মহাকাল

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

ভুলনা আমায় বলেছেন: আমাদের দেশের ভালো মানুষ গুলা খুব তারাতাড়ি চক্রান্তের শিকার হয়ে যায় ।জানিনা কেন এমন হয় ।

২| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

নহে মিথ্যা বলেছেন: সেদিন সাহায্য নিলে আজ হয়ত এত রেমিডেন্স আসত না...
আসলে এটা কিন্তু বিশাল একটা কাজ করেছিল জিয়া... :)

অবশ্য কিছু প্রজাতির লোক তা কোন দিন স্বীকার করবে না... =p~ =p~ =p~

৩| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

রেজওয়ান26 বলেছেন: শহীদ জিয়া বাংলাদেশের জন্য যা করে গেছেন তা এক কথায় অবিষ্মরনীয় ।

৪| ০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

ম্যাংগো পিপল বলেছেন: ভুলনা আমায় বলেছেন: আমাদের দেশের ভালো মানুষ গুলা খুব তারাতাড়ি চক্রান্তের শিকার হয়ে যায় ।জানিনা কেন এমন হয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.