নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

মরার আগে যে ছিনামা দেখেননাই বইলা আপনার আফসোস হওয়া উচিতঃ

০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:১৮

[সবাইকে কাঁদালেন শামীম ওসমান]



সংসদ সদস্য শামীম ওসমান তাঁর ভাই নাসিম ওসমানের মৃত্যু নিয়ে বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর বক্তব্যে জাতীয় সংসদে শোকের ছায়া নেমে আসে। এ সময় শামীম ওসমানের সঙ্গে অধিবেশনে উপস্থিত বেশিরভাগ সংসদ সদস্য কেঁদে ফেলেন। মঙ্গলবার বিকেলে বাজেট অধিবেশনের শুরুতে শামীম ওসমান তাঁর ভাই সদ্য প্রয়াত এমপি নাসিম ওসমানের মৃত্যু নিয়ে সংসদে এ বক্তব্য দেন।



শামীম ওসমান তাঁর বক্তব্যে বলেন, 'আমার এই ভাইয়ের টাকা-পয়সার কোনো লোভ ছিল না। তিনি বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। দেশকে ভালোবাসতেন। দেশের সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখতেন। বড়ই ভালো মানুষ ছিলেন তিনি।'



এ সময় তিনি বলেন, 'আমার ভাই একদিন আমাকে ডেকে বললেন, শামীম শোনো, এই দেখো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে একটি কুরআন শরিফ উপহার দিয়েছেন। এ সময় তাঁকে অনেক উৎফুল্ল ও হাসিখুশি দেখাচ্ছিল।' তাঁর এ বক্তব্য শুনে সংসদে শোকের ছায়া নেমে আসে। অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী গালে হাত দিয়ে বসেছিলেন। তাঁকে অত্যন্ত বিমর্ষ ও শোকাহত দেখাচ্ছিল।



কার্টেসি: Shahan Reza

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৩০

ঢাকাবাসী বলেছেন: মাননীয় প্র.মন্ত্রী ওসমান পরিবারের দেখভাল করবেন!

২| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৪২

খালা মনি বলেছেন: শামিম ওসমান একজন দ্বীনদার ব্যক্তি। বাংলাদেশে যদি কোন সৎব্যাক্তি থাকে তাহলে একমাত্র শামিম ওসমানই আছে। পি এম ;)

৩| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৪৫

একজন ঘূণপোকা বলেছেন: :(( :(( :(( :(( :((

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:০২

কুকরা বলেছেন: :(( :(( :(( :(( :((

৪| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ৯:৫৬

আরজু পনি বলেছেন:

সিনেমা পোস্ট ভেবে খুব আগ্রহ নিয়ে এসেছিলাম /:)

০৪ ঠা জুন, ২০১৪ রাত ১০:০২

কুকরা বলেছেন: B-)

৫| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:২৭

মাইরালা বলেছেন: পুরাই তাজ্জব হয়ে গেল।

শামিম ওসমানের কান্না দেখে তো পুরাই ফিদা হয়ে গেলাম।
:#) :#) :#) :#)

হারামজাদায় যখন অন্য মানুষের গলা কাটে তখন এই সব চ্যাটের বালের অনুভুতি কোথায় থাকে?

তকি হত্যার সময় কি মাথায় ছিল না সেও মানুষ, তারও কষ্ট হয়।

সারাদিন গুণ্ডামি ভণ্ডামি করে মিডিয়ার সামনে একটু কান্নাকাটি!!!

তোরাই বাংলাদেশের আসল রাজনীতিবিদ।
/:) /:) /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.