নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুকরা

একজন সতর্ক কুকরা।

কুকরা › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়া থেকে ভুলে ভরা কুরআন বাংলাদেশে ছড়ানো হচ্ছে......

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৫১

ইন্ডিয়া থেকে ভুলে ভরা কুরআন বাংলাদেশে ছড়ানো হচ্ছে......

মুসলমানদের বিভ্রান্ত করার জন্য অভিশপ্ত ইন্ডিয়ানদের আরো একটি ষড়যন্ত্র ! পবিত্র কুরআনে ভুলে ভরপুর কপি সমপ্রতি সিলেটে উদ্ধার করা হয়েছে। কুদরত উল্লাহ মার্কেটস’ করিমিয়া লাইব্রেরি থেকে ক্রয়কৃত এবং নিউ এমদাদিয়া প্রকাশনী ৩৭,বাংলাবাজার, ঢাকা-১১০০ কর্তৃক পরিবেশিত ’ছহীহ নূরানী কোরআন শরীফ’এর মধ্যে বিভিন্ন জায়গায় ভূল ছাপা হয়েছে !! পবিত্র কোরআন শরীফের কভারের উপর ‘কলিকাতার ছাপা’ শব্দটি লিখিত ঢাকার একটি প্রকাশনী কর্তৃক প্রকাশিত কোরআন শরীফের পৃষ্টা নং ২৯৪ এর পরে ২৯৫ নং থাকার কথা থাকলেও সেখানে ভূল ছাপা হয়েছে।যেমন সূরা কাহাফ এর ২১ নং আয়াতের পরে ২২ নং আয়াত থাকার
কথা থাকলেও সেখানে ২৯ আয়াত শুরুহয়েছে। এখানে ৭ টি আয়াত নেই !!
এছাড়াও ২৩ নং পাড়ায় সুরা ইয়াসীনের জায়গায় অন্য একটি সুরার নাম
লেখা হয়েছে। সুরা ইয়াসিনের ৫৭ নং আয়াতের পরে সালামুন ক্বাওলাম
মিররাব্বির রাহীম’ এর মধ্যে আলাম আ’হাদ’ শব্দটি ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলে আয়াতের অর্থই বিকৃত হয়ে যায়। হাজি কুদরত উল্লাহ মার্কেটস’
করিমিয়া লাইব্রেরীসহ একাধিক দোকান থেকে সংগৃহিত ঢাকার নিউ
এমদাদিয়া প্রকাশনীর ১ ও ১৭ নং সাইজের কোরআন শরীফের একাধিক কপির মধ্যে এমন ভুল পরিলক্ষিত হয়েছে!! সকল মুসলমান বন্ধুর উচিৎ দ্রুত এই নিউজটি সবার কাছে পৌঁছে দেওয়া আল্লাহ্ সকল প্রকার ষড়যন্ত্র
থেকে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল- কোরানকে নিরাপদে রাখুন... আমীন !


copy by ‪#‎আবিগ্রী‬

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৬

দুখাই রাজ বলেছেন: খুবই আতঙ্কজনক বিষয় দেখা যাচ্ছে !
শুভ সকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.