![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"১৩ দিনে মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাওয়া"-র প্রবক্তা জাফর ইকবাল স্যারের নবনির্মিত ফিল্টারের নাম "কিন্তু ফিল্টার"।
স্যার লিখেছেন:
// যতই দিন যাচ্ছে আমি ততই ‘কিন্তু’ শব্দটার উপর বিরক্ত হয়ে উঠছি। আমার মনে হয় আমাদের ভাষায় এই শব্দটা তৈরি হয়েছে প্রতারণা করার সুযোগ দেওয়ার জন্যে। সোজা ভাষায় বলা যায়, দুই নম্বরি কাজ করার জন্যে। //
http://opinion.bdnews24.com/bangla/archives/21932
অর্থাৎ স্যারের ফিল্টার অনুযায়ী, "কিন্তু" শব্দটি ব্যবহার হয় দুই নম্বরি কাজ করার জন্যে!
কিন্তু ওই ফিল্টার আবিষ্কারের সাথে সাথেই স্যারের নিজের কয়েকটি বাক্য "কিন্তু ফিল্টার"-এ আটকে যায়। স্যার লিখেছেন:
// আমার টেলিভিশন দেখার খুব একটা সুযোগ হয় না "কিন্তু" নভেম্বরের ৩ তারিখ রাত্রিবেলা আল-জাজিরায় বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের ওপর একটা অনুষ্ঠান দেখার সুযোগ হয়েছিল। //
// "কিন্তু" ইউরোপ আমেরিকার সে সব কিছু নিয়ে মাথাব্যথা নেই, তাদের একমাত্র মাথাব্যথা একাত্তরের কিছু নৃশংস খুনিদের বিচারের বেলায়? //
// টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় (ডলার হলে আরেকটু ভালো হয়), "কিন্তু" একাত্তরে নির্যাতিত মানুষের বুকের রক্ত পৃথিবীর কোনো অর্থ দিয়ে কেনা যায় না। //
// যারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সরকারের সদিচ্ছার উপর সন্দেহ প্রকাশ করেন তারা সবাই "কিন্তু" স্বীকার করতে বাধ্য হন জামাত বিএনপির জোট সরকারের আমলে তারা কেউ কল্পনা করেনি সত্যি সত্যি এই দেশের মাটিতে আমাদের জীবদ্দশায় তাদের বিচার শুরু হবে।//
// রাজনীতির জটিল হিসাব আমি বুঝি না, "কিন্তু" দেশের সাধারণ মানুষের হিসাব আমি খুব ভালো করে বুঝি। //
স্যারের নিজের আবিষ্কার অনুযায়ী, এসব বাক্যে স্যার নিজেই দুই নম্বরি কাজ করেছেন।
২| ০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
সরদার হারুন বলেছেন: স্যারের কথা ছাত্রতো বুঝবেই ।+++++++++++++++++++++++
৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩০
সকাল হাসান বলেছেন: স্যার তো স্যারই! কিছুই বলার নাই!
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮
মদন বলেছেন: