![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ সাগর মহাসাগর দাবিয়ে বেড়ানো রুজভেল্টের প্রায় ১০০নাবিক এবং পাইলোটরা করোনায় আক্রান্ত, যেই জাহাজে ৯০টি যুদ্ধ বিমান এবং ৮০টি হেলিকপ্টার ৪০০০নৌবাহিনীর সদস্য আছে, এখন জাহাজটা অবস্থান করছে প্রশান্ত মহাসাগরের, পেন্টাগনে বারবার চিঠি দিচ্ছে তাদের উদ্ধার করার জন্য, তেমন কোন সাড়া পাচ্ছে না, এই জাহাজ দিয়েই তারা একের পর হামলা চালিয়ে ছিল ইরাকে এবং লক্ষ লক্ষ অসহয় নারী পুরুষ শিশু তারা হত্যা করে, আজ তারা বড়ই অসহয় তাদের চিৎকারে আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে, কেউ সাড়া দিচ্ছে না।
২| ০২ রা এপ্রিল, ২০২০ রাত ১:৫৯
নেওয়াজ আলি বলেছেন: মরণের স্বাধীনতা চাই।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিয়তির কি নির্মম পরিহাস !!
সৃষ্টিকর্তা রক্ষা করো তোমার
বান্দাদের। যারা তোমার কাছে
পানাহ চায়।