নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আমার সিনিয়র আপু মায়শা আপু ও নরওয়েন এম্বাসেডর সিডসেল ব্লেকেন ।

২৮ শে মে, ২০২২ রাত ৯:২৪


নরওয়ে ডিপ্লোমেট সিডসেল ব্লেকেন এর নাম অনেকেই জানেন। অনেকেই চিনেন উনাকে।আমার খুব প্রিয় একজন মানুষ। চট্টগ্রামে একবার কিছু প্রোগ্রামে এটেন্ড করতে এলে কোম্পানির তরফ থেকে উনাকে রেসপেকটিভ সিকিউর হসপিটালিটি এনসিউর করার দায়িত্ব পড়ে আমার উপর। চট্টগ্রামের লোকজন এমনিতেই অতিথিপরায়ণ তার উপর একজন এম্বাসেডর। যার কারণে ওয়েল অরগানাইজড ছিল সবকিছু।সেটিসফেকটেবল হস-পিটালিটি নিশ্চিত করার পর, সেটিফেকশান লেভেল মার্কিং করার সময় বলেছিলেন চিটাগাং ইজ দ্যা সিটি অফ বিউটি এন্ড হসপিটালিটি। মিটিং ও সেমিনার এটেন্ড করার পর ঘণ্টা দুয়েক চট্টগ্রাম শহর ঘুরে দেখানোর ও সন্ধ্যায় চট্টগ্রাম শিল্পকলায় নরওয়ের আর্থিক সহযোগিতায় একটা মঞ্চ নাটক উপভোগ করার সুযোগ হয়। কিছু আলাপচারীতা হয়।৬৩ বছর বয়সী ভদ্রমহিলা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। কিছু নারীর কর্মকান্ড দেখে আজ উনার কথা খুব মনে পড়ছে। যখন একজন নারীরঙ্প্রকিছু আচরণ তার প্রতি আমার সম্মানটাই নষ্ট করে দিচ্ছিল তখন এই নারীটির মুখ খুব বেশি মনে পড়ছে। ব্লেকেন মাম এর একটা কথা এখনো কানে বাজে-
" সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারীদের মধ্যে একজন, যে সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে হাসে যে, কেউ কল্পনা পর্যন্ত করতে পারবেনা গতরাতে সারারাত সে কেঁদেছিল"

আমাদের সাথে এক আপু পড়ালেখা করতেন। আমার ৫ বছরের সিনিয়র। খুব সম্মান করতাম। কোন সিনিয়র আপুর উপর ক্রাশ খাওয়া ঠিক নয় ,নাহলে ক্রাশই খাইতাম। আচার আচরণ ছিল শিশুসুলভ। কেউ বুঝতে পারবেনা তিনি আমার সিনিয়র। আজ আপুটার সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেল। কারণ আপু দেখতে অনেক সুন্দর ক্লাসি কিন্তু অপরের সুখ দেখতে পারেনা। কোন কারণ ছাড়াই মানুষের সাথে ঝগড়া করে। আবার কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়। কি কারণে ঝগড়া করে আবার কিভাবে ঠিক হয় আমি জানিনা। আপু ভার্সিটি যাওয়ার সময় সাঁটল ট্রেনে ঝগড়া করেননি এরকম কোন দিন নেই। আপুটা মেয়েদের খুব দেখতে-পারতেন, স্নেহ করতেন, ছেলেদেরও করতেন। কিন্তু কিছু কিছু ছেলেদের কেও জেলাস করতেন। ছেলেদের কেন জেলাস করতেন এই গোলক ধাঁধার রহস্য আজ অবধি আমি আবিষ্কার করতে পারিনি।

যাই হোক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হলো আমার সম্মানের একজন বড়ভাই এর লেখার কলম টা উনি ভেঙ্গে ফেলসেন। আপুকে কি করে বুঝাই? কারো কাছ থেকে তার প্রিয় জিনিস কেড়ে নিতে নেই। মানুষের চোখের পানির অভিশাপ থেকে কারো নিস্তার নেই। এমন কাউকে আমি আর কখনো সম্মান করবোনা বা ভালোবাসবনা যে অন্যের বাক স্বাধিনতা কেড়ে নেই। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয় বিশ্ববিদ্যালয়েই সমাধান করা উচিত। সাময়িক জয় লাভ করার জন্য বহিরাগত দের আনা হলে ক্যম্পাস থেকে কখনো বিশৃঙ্খলা যাবেনা। আমি আপুকে চিনি। ২ দিন যেতে না যেতেই যার লেখার কলম কেড়ে নিয়েছে উনার জন্য তার প্রাণ কাঁদবে। কিন্তু আমি আর কথা বলবনা উনার সাথে এই অভ্যাসটা বাদ না দেয়া পর্যন্ত। ক্যাম্পাসে লীগ থাকবে , দল থাকবে, জাসদ থাকবে, বাসদ থাকবে। শুধু একদল থাকলে কোন মজা নেই।



১ম ছবিতে ছোটবোন মডেল মায়শা ফেসবুক থেকে। ও ২য় ছবিতে সিডসেল ব্লেকেন।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২২ রাত ১০:০০

সোনাগাজী বলেছেন:



ইউনিভার্সিটিতে নয়, ছাত্রলীগ, ছাত্রদল, জাসদ, মাসদ, শিবিরের যায়গা আফগানিস্তানে হওয়া উচিত।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমাদের ভার্সীটি গুলোর কালচার আলাদা।

২| ২৮ শে মে, ২০২২ রাত ১০:১০

সোনাগাজী বলেছেন:



ছাত্রদের দলগুলো জাতির অতীত নষ্ট করে দিয়েছে, বর্তমানে ওরা ভয়ংকর মাফিয়া, জাতিকে ওরা আফগানিস্তানে পরিণত করবে।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সুবাহানা তা আলার চেয়ে বড় কোন শক্তি নে। দিন শেষে সর্বশক্তিমানের ইচ্ছাই কার্যকর। তিনি অবিচার করেন না।

৩| ২৮ শে মে, ২০২২ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ভাইসাহেব ক্রাশ খাওয়া মানে কি? প্রেমে পরা?

২৮ শে মে, ২০২২ রাত ১০:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: না এক প্রকার ভাল লাগা।

৪| ২৮ শে মে, ২০২২ রাত ১০:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম ছবিটা দেখে মনে হচ্ছে মেয়েটার মাথা ব্যথা করছে তাই মাথা ধরে রেখেছে।

দ্বিতীয় ছবি দেখে বোঝার উপায় নেই যে ঐ ভদ্রমহিলার বয়স ৬৩ বছর।

২৮ শে মে, ২০২২ রাত ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বেশী ঝগড়া করতে করতে মাথা ধরে গেসে।
চারপাশে কি হচ্ছে আমাদের বুঝার উপায় নেই। সহজ সরল মানুষরা সব সহজ ভাবে চিন্তা করে জটিলরা জটিল ভাবে।

৫| ২৮ শে মে, ২০২২ রাত ১১:০২

মরুভূমির জলদস্যু বলেছেন: স্মৃতি কথা ভালো হয়েছে।

২৮ শে মে, ২০২২ রাত ১১:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মরুভূমির জলদস্যু ভাই ।

৬| ২৮ শে মে, ২০২২ রাত ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার প্রফেশনটা কি?

২৮ শে মে, ২০২২ রাত ১১:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্যক্তিগত বিষয়ে ব্লগে আলাপ না করি।

৭| ২৯ শে মে, ২০২২ রাত ১২:১৭

অর্ক বলেছেন: ভালো লাগলো।

শেষে আপনার সিনিয়র আপুর ঘটনাটি তেমন বুঝলাম না। কলম ভাঙলেন কেন? কি ধরনের কলম? এজন্য ভালো শক্তির দরকার। রাজনৈতিক অস্থিরতা?

শুভকামনা থাকলো।

২৯ শে মে, ২০২২ রাত ১২:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কাজী নজরুল ইসলাম শুধু কবিতা লিখেছেন এই কারণে জেলে গেসেন।বড় ভাইটার ফেসবুক আইডি রিপোর্ট করে ডি এক্টিভ করে দিতে চেয়েছিলেন আপু ও উনার সাগরেদরা । কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ শুধু আই ডি রেস্ট্রিকটেড করে দিয়েছেন। পরবর্তীতে আই ডি ডিজেবল করে দিবে মার্ক জুকারবার্গ ভাইয়া।

৮| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৩৮

শেরজা তপন বলেছেন: বড় আপুর বিষয়টা আমিও বিশেষ বুঝিনি! :(

সিসডেল ব্লেকেনের প্রতি শ্রদ্ধা!

২৯ শে মে, ২০২২ সকাল ১০:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু বুঝেন না মৌলবাদীদের সাথে উঠা বসা উনাকে যারা মন থেকে সম্মান করে ও ভালোবাসে তাদের কষ্ট দেয়।

৯| ২৯ শে মে, ২০২২ সকাল ৮:৪৬

জুন বলেছেন: নরওয়ের ডিপ্লোমেট < সিনিয়র আপুর প্রতি ক্রাশ < কলম ভাংগা < ক্যাম্পাসের পলিটিক্স < জাকারবার্গ ভাইয়া আইডি বন্ধ করা। এসব দেখি মহা গোলকধাঁধা গোফরান!! আমি কিছুই বুঝলাম্না /:)

২৯ শে মে, ২০২২ সকাল ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি নিজেই গোলকধাঁধার মধ্যে পড়ে গেলাম।

১০| ২৯ শে মে, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: ভালো লাগলো। শুভ কামনা।

২৯ শে মে, ২০২২ সকাল ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

১১| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৪

রানার ব্লগ বলেছেন: ভাই একটা অনুরোধ করি বাংলার ভেতরে ইংরেজী শব্দ বাংলা অক্ষরে লিখলে দেখতে বাজে লাগে আপনি এক কাজ করতে পারেন হয় শব্দ গুলার বাংলা অর্থ লিখুন আর যদি বাংলা অর্থ না জানা থাকে তবে শব্দগুলা ইংরেজীতেই লিখুন !! এখানে মোটামুটি সবাই ভালো ইংরেজী পড়তে পারে। মনে খারাপ করবেন না । আমি আপনার মঙ্গল কামনা করি !!!

২৯ শে মে, ২০২২ সকাল ১১:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই আমি লিখতে পারিনা। আমার সম্মানিত উস্তাদ চাঁদগাজী ভাই থেকে লেখালেখি শিখছি। এর আগে আমি জীবনে ১ মাসে এতো পোষ্ট দেইনি। সময় দিন। ঠিক হয়ে যাবে।
কিন্তু বড়লোক করলে লীলা খেলা আমি করলে দোষ নাকি?

১২| ২৯ শে মে, ২০২২ সকাল ১১:৪১

রানার ব্লগ বলেছেন: কিন্তু বড়লোক করলে লীলা খেলা আমি করলে দোষ নাকি?

বড়লোক প্যান্ট খুলে হাটলে আপনি ও প্যান্ট খুলে হাটবেন? এইটা কেমন কথা ??

২৯ শে মে, ২০২২ দুপুর ১২:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথমেই তো বললাম লিখতে পারিনা। উস্তাদের কাছে শিখছি।

১৩| ৩০ শে মে, ২০২২ রাত ২:০৭

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: সুন্দর লিখেছেন।ভাল লাগলো।

৩০ শে মে, ২০২২ রাত ২:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.