নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠
কথিত আছে মুর্খের সাথে স্বর্গে পর্যন্ত যেতে নেই। বা ধরুন আপনি বি এন পি করেন, আপনার দলের একজনের ব্রেন বাঁশের কেল্লা পেজ এর এডমিন এর মত যে কাশ্মির নিয়ে ইন্ডিয়া পাকিস্তান এর যুদ্ধের ছবি ৭১ এর যুদ্ধের বলে চালিয়ে দিয়ে পোস্ট দিয়েছেন। এখন বলেন এ বিএনপির বন্ধু নাকি শত্রু? বিএনপির ক্ষতি করল নাকি লাভ করল?
আবার ধরুন, আপনি একজন প্রেক্টিসিং মুসলিম, ব্লগে ইসলাম সম্পর্কে জানতে এসেছেন, এখন আপনি যদি দেখেন অহেতুক কেউ একজন মোল্লা লিখছে- নিউটন কোরান নিয়ে রিসার্স করে বিজ্ঞানী হয়েছেন। তাহলে ইসলাম হাস্যকর হল নাকি সম্মানি হল?
আবার ধরুন আপনি ইসলাম বা হিন্দু বা খ্রিস্টান ধর্ম ভাল বাসেন। কিন্তু মডারেট। অর্থাৎ গান নাছ সুদ ঘুষ ও উপভোগ করেন আবার নামাজও পড়েন এখন কোন মোল্লা যদি ঘোষণা দেয় এদের মেরে কেটে ফেল। অথচ কোরানে এদের মেরে কেটে ফেলা সংক্রান্ত একটি আয়াতও নেই, এমনকি হাদিস পর্যন্ত নেই তবে এই মোল্লারা ইসলামের শত্রু নাকি বন্ধু?
শেষে মনে করুন আপনি এমনিই একজন সাধারণ ধার্মিক,ধর্মের সৌন্দর্য গুলো আপনার অবিশ্বাসী বন্ধুর কাছে তুলে ধরেন।
এখন বলুন সর্বশেষ যে ব্যক্তি তাকে সমর্থন করা উচিৎ নাকি মোল্লাদের যারা যেখানে যায় সেখানটাই গোড়ামি করে যে ধর্মকে রিপ্রেজেন্ট করে সে ধর্মকে হাস্যকর বানাই তাদের সমর্থন করা উচিৎ।
(মুবাইল থেকে)
০১ লা জুন, ২০২২ রাত ৮:২৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ১০ জন মেধাহীন ধার্মিক বন্ধুর চেয়ে ১ জন মেধাবী অধার্মিক বন্ধু ভাল।
২| ০১ লা জুন, ২০২২ রাত ৮:১০
সোনাগাজী বলেছেন:
বিশ্বের অন্যদের তুলনায়, জাতি তো মোটামুটি মেধাহীনে পরিণত হচ্ছে; সবাই এ+ পাচ্ছে ফেইসবুকে।
০১ লা জুন, ২০২২ রাত ৮:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: ফেসবুকে অনেক ভালো ব্লগার লেখালেখি করে থাকেন।
৩| ০১ লা জুন, ২০২২ রাত ৯:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি মোটামুটি মেধাহীন, তবে আমার ধর্ম নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি নেই। আমি আমার মতো ধর্ম পালন করি যতটুকু পারি। অন্যের ধর্মপান করা বা না করা নিয়ে আমার মাথা ঘামাতে ইচ্ছে যাগে না।
০১ লা জুন, ২০২২ রাত ১০:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: বাদ দেন ব্রো। আল্লাহ সবাই কে হেফাজতে রাখুক।
আমি চিন্তাই আছি।
দেশে দুধের দাম বেশী।
যে যুগ আসছে দুধের টাকা জোগাড় করতে নিজেকে বিক্রি করে দিতে হবে।
মানবতা মূল্যবোধ সব বিক্রি করে দিতে হবে।
৪| ০১ লা জুন, ২০২২ রাত ৯:৪২
খাঁজা বাবা বলেছেন: কেউ একজন ধর্ম কর্ম পুরোপুরি পালন করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়ত আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু কেউ যদি বলে আমি গোঁড়া বা মৌলবাদী না, আমি মডারেট; সেটা ভুল। ইসলামে মৌলবাদী বা মডারেট, শিয়া বা সুন্নি বলে কিছু নেই। ইসলাম একটাই। ভাল মুসলিম হতে হলে আমাদের মূল বিষয়গুলি মানতে হবে মানে মৌলবাদি হতে হবে। আপনি যদি মনে করেন আমি একটু আধুনিক, মডারেট সব বিষয় আমার পালন করার প্রয়োজন নেই তবে আপনার ইমান দুর্বল হয়ে গেল। আপনি ইসলাম থেকে দূরে সরে গেলেন।
০১ লা জুন, ২০২২ রাত ১০:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: আমার দল করেনা বলে, সে মুসলিম হলেও তাকে মেরে ফেলব। এটাই চলছে এখন।
৫| ০১ লা জুন, ২০২২ রাত ১০:১১
সোনাগাজী বলেছেন:
খাঁজা বাবা বলেছেন, " কেউ একজন ধর্ম কর্ম পুরোপুরি পালন করতে পারে না, আল্লাহর কাছে ক্ষমা চাইলে হয়ত আল্লাহ তাকে মাফ করবেন। কিন্তু কেউ যদি বলে আমি গোঁড়া বা মৌলবাদী না, আমি মডারেট; সেটা ভুল। ইসলামে মৌলবাদী বা মডারেট, শিয়া বা সুন্নি বলে কিছু নেই। ইসলাম একটাই। "
-সময়ের সাথে কোন ধর্মের অনুসারীরা ১ সম্প্রদায় হয়ে থাকতে পারবে?
০১ লা জুন, ২০২২ রাত ১০:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: হে দয়াময় আল্লাহ উনাদের হেদায়েত সহ জ্ঞান দান করুন। আমাদের ক্ষমা করুন।
৬| ০১ লা জুন, ২০২২ রাত ১১:০০
ডার্ক ম্যান বলেছেন: মেধাহীনদের জায়গা ডাস্টবিনে। এরা সাময়িক ক্ষতির কারণ হতে পারে। এরা সংখ্যায় বেশি তাই তাদের দলও ভারী।
শুয়োর দল বেধে শিকারে বের হয় কিন্তু সিংহ একাই থাকে।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে মানা করা হয়েছে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন, তিনিই আল্লাহর হুকুম বেশি মানবেন।
আপনি কেমন আছেন? একেবারে ভুলে গেলেন মনে হয়। মাঝে মধ্যে নিউজে প্রশাসনের লোকজনের সাথে আপনার ছবি দেখি। ভালো লাগে আবার হিংসাও হয়। মাঝেমধ্যে আমার মতো অধমরেও একটু সু্যোগ করে দিয়েন যাতে শক্তিমানদের সাথে সেলফি তুলে নিজেকে কিছুটা শক্তিশালী করতে পারি।
০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই অনেকদিন পর আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল। আমি ভাল। আপনি কেমন আছেন।
দেশের কয়েকজন মন্ত্রী আমাকে স্নেহ করেন। আমি অতি সাধারণ ভাই। লজ্জা দিবেন না।
৭| ০১ লা জুন, ২০২২ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: যারা নিজের স্বার্থে ধর্ম ব্যবহার করে তাদের আমি পছন্দ করি না।
০২ রা জুন, ২০২২ রাত ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: বেদাত আর কাট মোল্লারা কলংকৃত করসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সঃ এর প্রতিষ্ঠিত পবিত্র ধর্ম ইসলাম কে।
৮| ০১ লা জুন, ২০২২ রাত ১১:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,
রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।
(বংগমাতা) রবী ঠাকুর
০২ রা জুন, ২০২২ রাত ১২:০৩
মোহাম্মদ গোফরান বলেছেন: হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ইসলাম ধর্ম কে হাস্যকর করার অধিকার এদের কে দিয়েছে।
৯| ০২ রা জুন, ২০২২ রাত ৩:১০
গরল বলেছেন: মেধাহীনদের কিভাবে বুঝাবেন যে তারা মেধাহীন, তারা যদি মনে করে তারা মহাজ্ঞানী আপনি তাদের ভুল ভাঙাবেন কিভাবে?
০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: তাদের ভুল ভাঙতে যাওয়া আরো বেশি দুঃখজনক। দোয়া করার পরও হেদায়ত প্রাপ্ত না হলে বুঝতে হবে আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছেন।
১০| ০২ রা জুন, ২০২২ সকাল ৯:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভুল তথ্য উপস্থাপন করাটাই মারাক্তক অপরাধ।
০২ রা জুন, ২০২২ দুপুর ১২:২৮
মোহাম্মদ গোফরান বলেছেন: বিস্তারিত না জেনে অনুমান করে মন্তব্য করা ও বলা খুব দুঃখ জনক। মুল মানুষের সাথে সরাসরি কথা বলা দরকার। কোন ৩য় পক্ষ নয়। আমার সাথে একজনের ঝামেলা চললে সে আপনাকে সবসময় আমার সম্পর্কে ভুল তথ্যই দিবে। কারণ আমি যা পেয়েছি সে তা না পেয়ে শত্রুতামি ও করতে পারে। স্থান কাল পাত্রভেদ বাদ দিয়ে ভুল তথ্য সবসময় খারাপ।
@আপনি কি মশিউর মামা নাকি অন্য মশিউর আমি গুলিয়ে ফেলছি।
১১| ০২ রা জুন, ২০২২ সকাল ৯:৪২
জুল ভার্ন বলেছেন: মেধাহীনরা কখনো নিজেদের মূল্যায়ণ করতে পারেনা বরং নিজেদের ওভার রেটিং করে। আমাদের দেশের একজন পরিচিত মোল্লার একটা ভিডিও দেখেছিলাম, যেখানে তিনি বলেছেন- "আইজাক নিউটন ছিলেন মুসলমান, তার আসল নাম ইসহাক নিউটন। ইহুদী-খৃষ্টান চক্র একজন মুসলমানের ক্রেডিট কেড়ে নিতেই তাকে আইজ্যাক নিউটন বানিয়েছে"! ভাবা যায় কতো বড়ো স্টুপিড!
০২ রা জুন, ২০২২ দুপুর ১২:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: ৪/৫ জন যাদের মেধাহীন বলে,জ্ঞানী তারা নয়, ২ লক্ষ যাদের মেধাবী বলে, জ্ঞানী তারা হয়।
১২| ০২ রা জুন, ২০২২ দুপুর ১:২১
রানার ব্লগ বলেছেন: আপনি কোরান আবার পড়ুন কি আছে কি নাই এটা সম্পর্কে আরো জানুন!!!
আর মোল্লা বলতে যাদের বুঝিয়েছেন এরা গর্ধভ প্রজাতির !! এদের নিজেদের জ্ঞ্যানের অবস্থা সিমিত এরা জাতিকেও নিজের অবস্থায় নিতে চায় । কোন এক বিক্ষাত ব্যাক্তি (হজরত আলী) বলেছেন তুমি মুর্খের সাথে তর্কে যেও না সে তোমাকে তার পর্যায় নামিয়ে দেবে।
০২ রা জুন, ২০২২ দুপুর ১:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: ৪/৫ জন মূর্খ কাঠমোল্লা মিলে একজন জ্ঞানীর উপর জুলুম করছে। বহুত আগে থেকে ইহা মোল্লাদের স্বভাব। অন্যায় দেখলে চুপ থাকতে পারিনা। এটা আমার স্বভাব। এ কারণে অনেকে আমাকে ভুল বুঝে থাকেন। যাকে সম্মান করি তার বিপদে বসে থাকতে পারিনা।
ইসলামে আছে রাসুল সঃ কেয়ামতের দিন নির্যাতিত এর হয়ে সাক্ষী দিবেন যদিও সে অমুসলিম ও হয়।
এত অসাধারণ একজন নবী সঃ এর দ্বীন কে এ কাঠমোল্লারা অপমান করছে।
১৩| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:০৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: যাদের কথা বলেছেন ওরা বাটপার। মেধাহীন আর বাটপারের মধ্যে পার্থক্য আছে।
০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি স্যার।
পতিতারা বাধ্যতামূলক মাধবী হয় যা সম্মান জনক।
মেধাহীন কোটি টাকা থাকলেও অপরের খাবারে ভাগ বসায় যা ঘৃণ্য।
০৩ রা জুন, ২০২২ রাত ৩:৪৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ওরা বাটপার সাথে বেয়াদব ও। একটা কিছু লিখতে জানেনা,খালি ক্যাচাল করে, একটা মন্তব্য কাউন্টার করতে পারেনা,না পেরে গালি দেয়, নিজে ফেক হয়ে আরেকজনরে ফেক বলে, এটাই চলছে।
১৪| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:৪৯
[email protected] বলেছেন:
ইওটুবের লিংকে নাটক দেখে গল্পের লিংকে গল্প পরেন
আপ্নে বুদ্ধিমান মানুষ
নাটক গল্প কে কার কপি বুজলে বুজপাতা
story
০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:৩৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইউটুব ভিডিও কিভাবে আপলোড করেন ?
১৫| ০৩ রা জুন, ২০২২ রাত ১১:৫৮
[email protected] বলেছেন:
ইওটুবের লিংকে নাটক দেখে গল্পের লিংকে গল্প পরেন
আপ্নে বুদ্ধিমান মানুষ
নাটক গল্প কে কার কপি বুজলে বুজপাতা
গল্পঃ নওরিনের বিপদ
০৪ ঠা জুন, ২০২২ রাত ১২:০২
মোহাম্মদ গোফরান বলেছেন: এই আমি কি দেখিলাম !!!!! এই জন্য মনে হয় ইদানিং ক্যাচাল পোস্ট দেয়া অব্যাহত রাখছেন।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
সভ্যতাকেও পেছনে টেনে রাখতে পারে মেধাহীনরা।