নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

ব্লগীয় হতাশা

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:২১


কিছু কিছু মানুষ কিছুই জানেনা। না বুঝেই অনেক কিছু করে।এদের ক্ষমা করে দিতে হয়। কিন্তু কিছু কিছু মানুষ আছে নির্মল বিনুদনের। এরা ব্লগের সম্পদ। এরা ব্লগবাসীদের নিয়মিত বিনুদন দিয়ে যাচ্ছে। কিন্তু কিছু লোক করছে শত্রুতামি। শত্রুতামি করতে গিয়ে কখন এরা আহাম্মক এর খাতায় নাম লিখিয়েছে এরা নিজেরাই জানে।

আসুন দেখে নেই কিভাবে আহাম্মকদের আচরণ আমাকে হতাশায় ভুগাচ্ছে।

১) পোস্ট দিবে। মন্তব্য কাউন্টার করতে না পারলে আশ্রয় নিবে গালি আর ব্যক্তি আক্রমণ এর।
২) নিজে ২/৪ জন ব্লগ বন্ধুর নিক থেকে মাঝে মাঝে কমেন্ট করবে। অন্য কেউ করলে বলবে হেতে অমুকের মাল্টি।
৩) নিজে পা চেটে অপরকে বলবে তুই চামচা।
৪) নিজে সিন্ডিকেট করে অপরকে বলবে তুই সিন্ডিকেট।
৫) নিজে নারী নিকে গিয়ে গিয়ে লোল ফেলবে আরেকজন করলে হিংসা করবে।
৬) নিজে মাল্টি হয়ে আরেককনকে বলবে তুই মাল্টি।
৭) সারাদিন ছাগুদের সাথে প্রেম ভালোবাসি করার পর বলবে আমি ছাগু নই। অথচ কেউ কপি পেস্ট কে ঘৃণা করে কপি পেস্ট কারীদের ঘৃণা না করলে ব্যক্তি আক্রমণ ও গালাগালি করে প্রমাণ করে দিবে এর উদ্দেশ্য কপি পেস্ট বন্ধ করা নয় বরং হিংসা ও টার্গেট।
৮) দেশে বিদেশে এত এত ঘটনা ঘটে সে গুলো নিয়ে না লিখে ২ দিন পর পর ক্যাচাল করবে ৪০০/৫০০ হিটের জন্য।
৯) আওয়ামিলীগ মনে করে সে নিজে ছাড়া সবাই দেশদ্রোহী, বিএনপি মনে করবে জামাতকে রক্ষা করাই তাদের একমাত্র রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য। জামাত মনে করবে ওরা ছাড়া বাকি সবাই নাস্তিক।
১০) কিছু কিছু নিরপেক্ষ ব্লগাররা যে সিন্ডিকেটে নারী আছে তারা জুলুম করলেও নারী পক্ষ নিবে।
১১) নিজে একজন নির্দিষ্ট ব্লগারের পোস্টে একাধিক মন্তব্য করবে অন্য কেউ অন্য একজনের পোস্টে করলে তাকে ব্লগ ছাড়া করার জন্য উঠে পড়ে লাগবে।


পরিশেষে বলি নিজের পশ্চাতদেশ ঢেকে আরেকজনের পেছনে লেগে মারা খাওয়া বন্ধ করেন। না হলে ব্লগে যে কজন আছেন তারাও আস্তে আস্তে হতাশ হয়ে ব্লগ ছেড়ে দিবে। আর যদি ব্লগকে ব্লগার শূন্য করা আপনাদের উদ্দেশ্য হয় তাহলে বলে দিন আমরা এমনেই চলে যাব। বের করতে হবেনা।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৩৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: বাহ, সুন্দর করে গুছিয়ে লিখেছেন।

আমাদের সবার (আমার-আপনার-সবার) মনে রাখা উচিৎ এই লাইন গুলিঃ "পরিশেষে বলি নিজের পশ্চাতদেশ ঢেকে আরেকজনের পেছনে লেগে মারা খাওয়া বন্ধ করেন। না হলে ব্লগে যে কজন আছেন তারাও আস্তে আস্তে হতাশ হয়ে ব্লগ ছেড়ে দিবে। আর যদি ব্লগকে ব্লগার শূন্য করা আপনাদের উদ্দেশ্য হয় তাহলে বলে দিন আমরা এমনেই চলে যাব। বের করতে হবেনা।"

০৪ ঠা জুন, ২০২২ দুপুর ২:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কার ছাত্র দেখতে হবে তো!!!

২| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:০২

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

এক শ্রেণীর স্বঘোষিত সেলিব্রেটি আছেন- যে বা যারা নিজের পোস্টে গড়ে ৪০ টা কমেন্টস পরা নিয়ে গর্ব করে। অথচ সেই আহম্মকের পোস্টে নিজেই কিম্বা তার সিন্ডিকেট সদস্য একাই ৭/৮ টা মন্তব্য করে!

মিলিটারীদের একটা থিউরী আছে- যার নাম "কৌশলগত পশ্চাদপসরণ"। যুদ্ধের ময়দানে এই থিউরী তখনই প্রয়োগ করা হয় যখন সামনে অনিবার্য পরাজয়। আমার ব্যক্তিগত ধারণা, ব্লগ কতৃপক্ষ এখন সেই পরাজয় এড়াতেই "কৌশলগত পশ্চাদপসরণ" করতে চায়। অর্থাৎ ব্লগ কতৃপক্ষ ব্লগ চালনা নিয়ে দোমনায় আছেন।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেক সেলিব্রিটি ব্লগারের পোস্টে একজন ব্লগার একাধিক মন্তব্য করে থাকেন। আপনি শুধু একজন কে দেখলেন!!! জুলভার্ন ভাই আমাকে প্লিজ আর হতাশ করবেন না। আপনার সম্পর্কে আমার ধারণা অনেক উঁচু। একজনই ২০/৩০ টা মন্তব্য করার কারণে অন্য সেলিব্রিটি দের গড় মন্তব্য কত হবে তা হিসেব করার সবিনয়ে নিবেদন জানাই। কার কথা বলছেন আমার জানা নেই। তবে আমি মনে করি উনি কত মন্তব্য পেয়েছে তা দিয়ে উনাকে মূল্যায়ন না করে কত মন্তব্য করেছেন তা দিয়ে মূল্যায়ন করা হোক। ব্লগে মন্তব্যকারীদের মূল্যায়ন বেশি হওয়া উচিৎ মনে করি। কারণ মন্তব্য না পাওয়াই অনেকে হতাশায় লেখা বন্ধ করে দিতে পারেন।

৩| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: দেশে ব্লগের অস্তিত্ব অনেক আগেই সংকটের মুখে চলে গেছে। এখন ফেসবুক আর টিকটকের যুগ। তবুও সামু টিকে আছে, থাকুক এটাই চাইবো।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা সামুকে ব্লগকে ভালো বাসে তাদের আমি ভালোবাসি। ব্লগ মাতা আর ব্লগ সঞ্চালক আমার কাছে খুবই সম্মানের। আমি সামু সহ তাদের শ্রদ্ধা করি।

৪| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:৩২

সোনাগাজী বলেছেন:




আমাদর ব্লগিং মোটামুটি এ'রকমই ছিলো, আপনি চট্টগ্রামের মানুষের জীবন নিয়ে লিখুন।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৩:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি হতাশ হয়ে যাচ্ছি। চট্টগ্রাম থেকেই দেয়া হয় মুক্তিযুদ্ধের ঘোষণা। বাংলাদেশ সৃষ্টির জন্য চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম।

৫| ০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৪:৩৪

মোস্তফা সোহেল বলেছেন: মানুষ তার সহজাত প্রবৃত্তি কোথাও লুকাতে পারে না।না ব্যক্তি জীবনে না ভার্চুয়াল লাইফে।
ব্লগে যারা অহেতুক ক্যাচাল বাধায় আমি মনে করি তাদের ব্যান করে দেওয়াই ভাল।

০৪ ঠা জুন, ২০২২ বিকাল ৪:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার লেভেল জয়া আহসান। কোন বস্তি নয়।আমি সেলিব্রিটি চিনতে ভুল করিনা। ফেসবুকে আমার ফ্রেন্ডলিস্টে যারা আছেন তারা দেখেছেন আমি কোন লেভেলের লোকজনের সাথে উঠা বসা করি।

নির্দিষ্ট বিষয়ে অভিমত দেয়া ব্লগিয় অধিকার। যুক্তিতর্ক করার জ্ঞানের অভাবে গালাগালি যারা করে ওদের জন্ম পাকি বীর্যে অথবা নিষিদ্ধ পল্লীতে। এরা ব্লগে থাকলে ব্লগ টিকটকে পরিণত হবে। এরা জন্ম পরিচয় হীন জারজ।

৬| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: কার ছাত্র দেখতে হবে তো!!!

জ্বী, খুব করে বুঝতে পারছি। আফসোস, আপনি যদি বুঝতেন আমি কি বলছি। আপনার শিক্ষক ও মানুষের কথা বুঝেন না! ;)

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম বুঝলাম!!

ছাগলের মাংস খুব টেস্ট কিন্ত ম্যা ম্যা ডাক খুবই বিশ্রী।আসলে আমি সবার সাথে তর্ক করিনা।

৭| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরের মন্তব্যের স্কীন শট সুত্র ফেসবুক মেসেঞ্জার। লিখতে ভুলি গেসিলাম। :((

৮| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৮

শূন্য সারমর্ম বলেছেন:

ব্লগ মানুষকে হতাশামুক্ত করেনি কখনো?

০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: তা তো জানিনা। তবে এখন হতাশ করছে। ব্লগের মতো একটা জায়গায় কিভাবে হিংসা বিদ্বেষ ব্যক্তি আক্রমণ করে সাইবার ক্রাইম করে তা বুঝে উঠতে পারছিনা।

৯| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি আপনার মত ব্লগিং করুন। ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমার মতই তো ব্লগিং করছি। ব্লগের কোন নিয়ম অমান্য করছি না। আমি আপনার পোস্টে কয়টা মন্তব্য করবো তা কি সিন্ডিকেট নির্ধারণ করে দিবে?"" তাদের কথা না মানলে গালি দিবে?

১০| ০৪ ঠা জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

খাঁজা বাবা বলেছেন: এমন মারামারি টাইপ পোষ্ট দেখলে আমার মত যারা মাঝে মাঝে ব্লগে উকি ঝুকি মারে তারা হতাশায় পড়বে। :(

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা কি গালাগালি করে সাইবার ক্রাইম করার জায়গা?

১১| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:০৪

এস এম মামুন অর রশীদ বলেছেন: বড় হতাশার সত্যি যদি ব্লগ জয়ার পারিষদবর্গের মর্তবা উপলব্ধি করতে না পারে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই মন্তব্য ভুলে করে ফেলছেন নাকি? হঠাৎ এই দিকে?
কি খাবেন চা না কফি?
আপনাদের পোস্টে আমি গেলে গালি খাইতাম আমি দিবনা।
ব্লগবাসী সব বুঝে।



১২| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৩৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: ভুল করে আসব কেন? আপনার লেখার ও আচরণের কারণে মানুষ আপনাকে সম্মান করবে, জয়ার লেভেল বা কারও শিষ্যত্বের জন্য নয়। সামুতে তো প্রায় জীবনের একটা বড় অংশ কাটালাম, তার আলোকে পরামর্শ আর কি।

০৪ ঠা জুন, ২০২২ রাত ৮:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: Thank You
You are right।

১৩| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৪৫

শার্দূল ২২ বলেছেন: পোস্টের বিষয় বস্তু ভালো ছিলো, কিন্তু উপস্থাপনায় অভদ্রতা ছিলো,

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।
কোন কোন জায়গায় অভদ্রতা ছিল?
আহাম্মকরা ভদ্রতা আর বিনয়কে দুর্বলতা মনে করে গালাগালি করে যে!
কি করার আছে আপনিই বলে দিন।

১৪| ০৪ ঠা জুন, ২০২২ রাত ৯:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগে শত্রুতা করা আহাম্মকের পরিচয় বহন করে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা কি শত্রুতামি করার জায়গা? আগামীকাল নীল আকাশ ভাই এর সাথে শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই এর দেখা হলে একজন আরেকজন কফি অন্তত খাওয়াবেন।

আর গালি দিয়ে কি কেউ বড় হয়?

১৫| ০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগলের গায়ে বাঘের চামড়া৷ মুরিয়ে
তাকে বাঘ সাজিয়ে বাঘের সামনে
পাঠালে সে ভ্যা করে সে যে বাঘ নয়চ
ছাগল তার প্রমান দিবে।

০৪ ঠা জুন, ২০২২ রাত ১০:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: কে শ্রেষ্ঠ তা নির্ধারণ করবেন সামুর ২/৩ লাখ ব্লগারের অভিমত। ৭/৮ জন নয়।

১৬| ০৫ ই জুন, ২০২২ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: জানেন না বোবার কোনো শত্রু নাই?

০৫ ই জুন, ২০২২ রাত ২:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: বোবা থাকব কেন? আমি কি লিখতে জানিনা?

১৭| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫২

রাজীব নুর বলেছেন: আমার মধ্যে হতাশা বাসা বাধতে দেই না।

০৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগু আড় উ কার ছায়া অবলম্বন?

১৮| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি ব্যাপার!
সাড়া শব্দ
নাই কেনো?
সব ভালো তো?

০৭ ই জুন, ২০২২ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ঠিক আছি।

১৯| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন লেখা নাই,
আপনার ও খান সাবের
আমার ফুটবলে আসেন নাই।
তাই চিন্তিত

০৭ ই জুন, ২০২২ রাত ১২:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: নেংটারা কাপড় খুলে গালি দিচ্ছে বিভিন্ন পোস্টে কাভা ওগুলো দেখেননা। আমাদের পান থেকে চুন কষলেই মগজহীন বলেন। উনি এতো বড় ভাষণ দিলেন। ব্যক্তি আক্রমণ আর গালাগালি নিয়ে ১ টা শব্দ উচ্চারণ করলেন না।হতাশা বেড়ে যাচ্ছে। ব্লগ ছেড়ে দিতে হবে ভাবছি।

২০| ০৭ ই জুন, ২০২২ রাত ১২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কুকুরেত কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তাই বলে কি কুকুর কামড়ানো
মানুষের শোভা পায়?

০৭ ই জুন, ২০২২ রাত ১২:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ২ মাস হল ব্লগে নিয়মিত।এর আগে আসতাম না। ব্লগে না আসলে আমার কোন ক্ষতি হবেনা। কিন্তু কুকুর ভদ্র মানুষ ধরে কামড়াবে এ কেমন নীতিমালা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.