নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সেলিব্রিটি কথন কে বেশী জনপ্রিয় পরিমণি নাকি নুসরাত ফারিয়া?

০৮ ই জুন, ২০২২ রাত ৮:২৩



পোস্টের শুরুতে মার অবস্থান সম্পর্কে একটু বলতে চাই। আমি একজন সরল লাইনের মানুষ। আমি আপনার সাথে কেমন ব্যবহার করবো তা নির্ভর করবে আপনার আচরণ এর উপর ।" My attitude is based on how you treat me". সম্মান দিলে সম্মান পাবেন। অবশ্যই সবাই সম্মান করতে জানেনা। বরং বিনয় ও ভদ্রতাকে দুর্বলতা মনে করে আহাম্মকের ভূমিকায় অবতীর্ণ হয়।

এবার আসি সেলেব্রিটি কথনে। আমাদের দেশে অনেক জনপ্রিয় সেলেব্রিটি আছেন। আমি শোবিজ সেলেব্রিটির কথা বলছি। তাদের মধ্যে অন্যতম হলো জয়া আহসান , নুসরাত ফারিয়া মাজহার এবং পরিমণি। দেশের মানুষ নিজের পছন্দ অনুসারে তাদের প্রিয় সেলেব্রিটিকে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ এর মাধ্যম গুলো পছন্দ করে অনুসরণ করেন।

কিন্তু দুঃখের বিষয় হলো কিছু কিছু সেলেব্রিটি অন্যের ফলোয়ার বেশী হলে হিংসা করে যা খুবই দুঃখজনক। ভাই বুঝবা কখন ? যে যত ভালো অভিনয়-মডেলিং- নাছ ইত্যাদি করে তার জনপ্রিয়তা অনেক বেশী। আমাকে যদি জিজ্ঞেস করা হয় নুসরাত ফারিয়া এবং পরিমণি থেকে আপনি কাকে বেশী পছন্দ করবেন? " আমার উত্তর হবে নুসরাত ফারিয়া মাজাহার"। কেন সেটা আমার নিজস্ব অধিকার। এই ব্যাপারে আমি কাউকে কৈফিয়ত কেন দিব? হয়তো বলবে নুসরাত ভারতে গিয়ে মুভি করে, ড্রেজাপ খুবই বিশ্রী। ভাই সে ভারতে মুভি করবে নাকি পাকিস্তানে মুভি করবে , লেংটা নাচবে নাকি হিজাব পড়বে তা তার ব্যক্তিগত ব্যাপার।আমি তার অভিনয় দেখে তার ভক্ত। এটা আমার নাগরিক অধিকার। সে যদি আইন ভঙ্গ করে সেটা সংশোধন করা সরকারের কাজ। আমার কাজ হচ্ছে তার মুভি বা অভিনয় দেখা।

দুই জনের মধ্যে ফলোয়ার এর বিবেচনায় বাংলাদেশে সবচেয়ে সেরা পরিমনি, সে বাংলাদেশের একমাত্র সেলেব্রিটি যাকে সর্বপ্রথম ১ কোটি মানুষ ফেসবুকে ফলো করেছে। গুণ ও মানে সেরা নুসরাত ফারিয়া মাজহার।ভারতের মতো একটা দেশে মুভি করে জনপ্রিয়তা অর্জন করা ৪ টি খানি কথা নয়। নাছে গানে অভিনয়ে উপস্থাপনায় পারদর্শী নুসরাত। পরিমণি কে উপস্থাপনা করতে দিলে কি ঘটবে সেটা পাঠকরাই ভালো জানেন। আমি পরি কে কোন ভাবেই ছোট করছিনা। তার সাথেও আমার খুবই ভালো সম্পর্ক। আসলে বুঝাতে চাচ্ছি যার কাজ তাকে মানায়।

মানুষের একটা স্বভাব জাত বৈশিষ্ট্য হলো সে যাকে ভালোবাসে সে তাকে কোন কারণ ছাড়াই ভালোবাসে। মস্তিষ্কে যে সেটাপ হয়ে যাবে তাকে সরানোর ক্ষমতা পৃথিবীর কারো নেই। ডঃ জাফল ইকবাল স্যারকে এদেশের জামাতরা দেখতে পারেনা, কারণ উনি জামাতকে প্রচণ্ড ঘৃণা করেন, এইজন্য কি আমি স্যারকে সম্মান করবোনা। বুঝিনা মানুষ কেন সরল ভাবে সব কিছু চিন্তা করতে পারেনা। যে যেভাবে থাকে সে সেভাবে সুখে থাকনা। কে কার কার সাথে শোইলো, খাইলো , ঘুরলো , এই গুলা নিয়ে পড়ে না থাকলেই কি নয়?

যাই হোক দেশের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের দুই তারকা কে খুবই পছন্দ করেন। কিছুদিন আগে যখন দেশে নরেন্দ্র মোদী আসছিলেন তখন শোবিজ থেকে যে কজনকে তার সাথে সাক্ষাত করা হয়েছি তাদের মধ্যে ছিলেন হলে জয়া এবং নুসরাত। নুসরাত আমার খুবই প্রিয় বন্ধু। আমার ম্যাগাজিনে গত বছর কাভার মডেল ছিল নুসরাত ফারিয়া। যে যেভাবে যেখান থেকে বাংলা এবং বাংলাদেশকে বিভিন্ন দেশে রিপ্রেজেন্ট করে তাদের আমি সম্মান করি ভালোবাসি। সে ফেসবুকে শত বিপদে পড়লেও আমি তার পাশে থাকবো। তার পোস্টে যখন অসভ্য বর্বর মূর্খ মৌলবাদীরা অকথ্য ভাষায় গালাগালি করে তখন আমি যতটুকু পারি তাকে সাপোর্ট দেই। এই কারণে হয়তো মোল্লারা আমার ফেসবুক আইডি রিপোর্ট করে যে কোন মুহূর্তে ডিজেবল করে দিবে। কিন্তু তাতে আমার কিছু যায় আসেনা। মানুষের মতো আচরণ করেছি এতেই আমি সন্তুষ্ট।আমি মনে করি পরিমণি এবং নুসরাত ফারিয়া মাজহার দুইজনই দেশের সম্পদ। যে যার যার অবস্থান থেকে দেশ কে সমৃদ্ধ করুক। কেউ কাউকে হিংসা না করুক। দেশ ও দেশের মানুষের ভালো হোক।

ছবিতেঃ নুসরাত ফারিয়া, ক্লথিং ব্রান্ডঃ রিথব। মেক আপ জুয়েলারি স্টাইলিং ফটোগ্রাফ আমার ফার্ম।

মন্তব্য ৩৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:২৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পরিমনিকে এখন সবাই চেনে সো সেই এখন সেলিব্রিটি। এটা আমার মতামত।

০৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি সবার পছন্দকে সম্মান করি। ধন্যবাদ।

২| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



আপনার এড ফার্ম আছে? কেমন চলছে, কি কি কাজ করেন?

০৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৫

মোহাম্মদ গোফরান বলেছেন: জ্বি। করোনার পর একটু খারাপ। ফ্যাশন শো অরগানাজাই করি, ফ্যাশান ফিল্ম বানাই। ফ্যাশন ফটূশ্যুট করি। একটা ফ্যাশান ম্যাগাজিন বের করি।

৩| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৪

অধীতি বলেছেন: পরীর তুলনায় নুসরাতকে এগিয়ে রাখবো ব্যক্তিত্বের জন্য।

০৮ ই জুন, ২০২২ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আমি সবার পছন্দকে সম্মান করি।

৪| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
উভয়েই সেলিব্রেটি!
কাউকে নিয়েই নেতিবাঁচক
ধারণা পোষণ করিনা। সবাই
উজ্জলতার সাক্ষর রাখুক নিজ
নিজ ভূবনে। উভয়ের জন্য
শুভকামনা।

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ নূরু ভাই মানুষের মতো মন্তব্য করার জন্য। মানুষের মন্তব্যে প্রকাশিত হয় কে বস্তি আর কে মানুষ।

৫| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৫৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি পরিমনি আর নুসরাত ফারিয়া - দুজনেরই ফ্যান।

তাঁদের ড্রেস-আপ চুজিং সেটের সাথে মানিয়ে যায়।

তবে, নাচ আর অভিনয়ে পরিমনি অনেক পরিণত।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সত্যপথিক শাইয়্যান ব্রাদার। আমি সবার পছন্দকে ও মতামতকে সম্মান করি।

৬| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এই দুইজন সম্পর্কে নুন্যতমো কিছুই আমার জানা নাই।
বোটক্লাব কাণ্ডের পরে পরীমণির কথা শুনেছি।
দুইজনের কারো কোনো অভিনয় দেখি নাই। দেখে থাকলেও জানা নেই।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: নুসরাত ফারিয়ার গান ও নাছ গুলো দেখুন ইউটুবে। ভালো লাগবে। দেশের কদর না করলে তো দেশ পিছিয়ে পড়বে।

৭| ০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পরিমনির স্বপ্নজাল দেখেছিলাম। ভালো লেগেছিল। নুসরাত ফারিহার কোন মুভি দেখা হয়নি। সবদিক থেকে পরিমনিকে অনেক এগিয়ে রাখবো।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: দুইজনেরটাই দেখুন। দেখে জাজ করুন। শুধু একজনের টা দেখে সেরা নির্বাচন করবেন করবেন কিভাবে?

ধন্যবাদ আমি সবার মতামত ও পছন্দকে সম্মান করি।

৮| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: আমার তো দুইজনকেই ভালো লাগে।

০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজনকে ভালোবাসি আরেকজনকে সম্মান করি। কারে ভোট দেই ?

৯| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি মন্তব্য করলে সেটা হত ৬ নং মন্তব্যের মত

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কি মন্তব্য করবেন তা তো কারো অজানা থাকার কথা নয়। আমি পরি কে ভালো বাসি নুসরাত কে সম্মান করি। আমি চাই দুজনই দেশটাকে সমৃদ্ধ করুক। দিনশেষে দেশের ভালো হোক। আমি মানবতার পক্ষে ।

১০| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

দাগমুক্ত সেলিব্রেটি আছে দেশে?

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: কখনোই না। দাগ থাকবে। মুশকিল হলো নিজের দাগটা কেউ দেখতে চায়না।

১১| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নুসরাত ফারিহার চেহারা এবং গানটান দেখেছি। সেই বিবেচনা থেকেই বলছি।

০৮ ই জুন, ২০২২ রাত ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: তাহলে ভারত পরীকে একটা মুভিতেও নিলনা কেন ? রূপ দিয়ে নয় গুণ দিয়ে বিবেচনা করুন।
বলুন তো কে সেরা ? স্টিভ জবস নাকি আমাদের দরবেশ বাবা ?

১২| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:২৯

শূন্য সারমর্ম বলেছেন:

বিউটি উইথ ব্রেইন "লিস্ট করলে আপনি কাকে রাখবেন?

০৮ ই জুন, ২০২২ রাত ১১:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: দ্যা সুপার ক্লাস নুসরাত ফারিয়া মাজহার ।

১৩| ০৮ ই জুন, ২০২২ রাত ১১:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বিপদে ফেললেন দেখছি!
আমি পরিমনির ফ্যান না। ভারতে নুসরাত ফারিহা অভিনয় করছে বলে সে বিশেষ গুনের অধিকারী আর যে যায়নি তার গুন কম সেটা মানতে পারছি না। বর্তমান সময়ে মেহজাবিন অনেক ভালো করছে। সেও কিন্তু ভারতে চান্স পায়নি। মিথিলা পেয়েছে।
বরং আমিই একটা প্রশ্ন রাখি?
সাকিব না মুস্তাফিজ। কে সেরা?

০৮ ই জুন, ২০২২ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি শুধু ভারতে অভিনয় করেছে সে জন্য তাকে সেরা বলেছি শুধু তা নয়। ভারতে অভিনয় করা নুসরাতের অনেক গুনের মধ্যে একটি । আপনি বলেছেন আপনি নুসরাতের চেহেরা আর গান দিয়ে তাকে জাজ করছেন। আসলে জাজ করা উচিৎ কে মানবিক আর কে মানবিক না তা দিয়ে। মেহজাবিন চান্স পায়নি ঠিকনা, চান্স নিতে চায়নি। পরি অনেক চেষ্টা করছে ভারতীয় মুভিতে মেইন এক্ট্রেস হতে। পারেনি। আপনি খব নিয়ে পিওর জাজমেন্টে গেলে আমার বক্তব্যে সত্যতা খুঁজে পাবেন।

সাকিব না মুস্তাফিজ। কে সেরা?
--- যে যখন ভালো খেলে দেশকে জিতায় সে সেরা। দুইজনই দেশের অহংকার । দুইজনই ভালো খেলে দেশকে সমৃদ্ধ করুক।

১৪| ০৯ ই জুন, ২০২২ রাত ১২:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সাকিব না মুস্তাফিজ। কে সেরা?
--- যে যখন ভালো খেলে দেশকে জিতায় সে সেরা। দুইজনই দেশের অহংকার । দুইজনই ভালো খেলে দেশকে সমৃদ্ধ করুক।
------ কিন্তু একজন তো আইপিএলে চান্সই পাইনি।

ভাই আমি তো আর সেলিব্রেটি/মিডিয়ার সাথে মিশিনি। কে মানবিক কে অমানবিক সেটাও জানিনা। পোষ্টের শিরোনামে দুজনার মধ্যে কে জনপ্রিয় সেটা জানতে চাওয়া হয়েছে।
কে বেশি মানবিক এই প্রশ্ন থাকলে উত্তর দিতাম না।

নুসরাত ফারিহার সব ছবিই সম্ভবত নাচাগানার ( দুঃখিত ভুল হতে পারে) । একটা ছবির নাম সাজেস্ট করুন।
আমি দেখবো। তাহলে অভিনয় বিষয়ে কিছুটা ধারণা পাবো।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: নুসরাত ফারিয়া বেস্ট মুভিস লিখে ইউটুবে সার্চ দিন। ধন্যবাদ। দুইজনই দেশের চলচ্চিত্র শিল্পকে নিজ নিজ অবস্থান থেকে সমৃদ্ধ করুক।

১৫| ০৯ ই জুন, ২০২২ ভোর ৬:৪১

ইমরোজ৭৫ বলেছেন: মিডিয়া পরিমনির খবর বিক্রি করে।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ। দেশের মানুষ পরি কে ভালোবাসে। পরীর উচিত নিজের ইমেজ নষ্ট না করা। পরি অনেক ফালতু বিতর্কে জড়িয়ে গেসেন। এতে উনার ক্লাসি ভক্তের পরিমাণ শূন্যের কাটায় নেমে আসছে।

১৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: গুণে নুসরাত ফারিয়া আর সৌন্দর্যে পরীমনি।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ। আমি সবার মতামত ও পছন্দকে সম্মান করি।

১৭| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: আমি পরি কে ভালো বাসি নুসরাত কে সম্মান করি।

@ স্বপ্নবাজ সৌরভ, লেখক পরীকে ভালোবাসে এর উপর আর কথা চলেনা!
যে যাকে ভালোবাসে সে অন্ধ হলেও তার কাছে সুনয়না!
তার চক্ষু দিয়ে দেখুন তা হলে আর অন্ধকে কানা মনে হবেনা!

০৯ ই জুন, ২০২২ রাত ৮:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: স্বপ্নবাজ বুদ্ধিমান । ব্রেন আছে। ভালো লিখে। ভদ্র। না জেনে কারো সম্পর্কে ধারণা করেনা। হক হালাল বিবেচনা করে সঠিক মতামত প্রদান করেন।


আমাকে নিয়মিত অট্ট হাসিতে ফেলসে ছাগুরা। এদের লেখা লেখির প্রধান বিষয়বস্তু হয়ে গেসি আমি। এরা দিনে ৫ বেলা আমার নামে তসবি তালিম পড়ে। কি বলে কি লিখে এরা নিজেরাই জানেনা। নিজেকে সেলেব্রিটি ফীল হচ্ছে।

১৮| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: স্বপ্নবাজ বুদ্ধিমান । ব্রেন আছে। ভালো লিখে। ভদ্র। না জেনে কারো সম্পর্কে ধারণা করেনা। হক হালাল বিবেচনা করে সঠিক মতামত প্রদান করেন।

তা হলে কথা সত্য?
বাসায় জানে?
মিষ্টির উপর দিয়ে যাবে নাকি
ঝোল ঝালও হবে?

০৯ ই জুন, ২০২২ রাত ১০:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সব হবে। সবুর। সবুরে মেওয়া ফলে।

১৯| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৪০

অর্ক বলেছেন: দুজনের কাওকেই সেভাবে চিনি না। ক’মাস আগে বিশেষ এক দুর্ঘটনার সময় পরিমণিকে মোটের ওপর অল্প জানার সুযোগ হয়েছে। কিন্তু নুসরাত ফারিয়ার চেহারা কেমন, সেটাও জানি না! পোস্টের ছবিটি দেখছি। ইউটিউবে হয়তো কখনও দেখবো। ব্রাজিলিয়ান সুপারমডেল গিসেলা বান্ডচেনকে দারুণ ভালো লাগতো। ওরকম জিরো সাইজের টাইট ফিগার দেশের মডেলদের তেমন দেখা যায় না! জগতটা আসলে ভীষণ ইদুর দৌড়ের।

ভালো থাকবেন। শুভেচ্ছা থাকলো।

১০ ই জুন, ২০২২ বিকাল ৩:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ অর্ক ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আসলে বাংলাদেশে গিসেলা বান্ডচেন এর মতো মডেল কখনো জন্ম নিবেন না। একজন বিবি রাসেল বাংলাদেশে ২য় বার উঠে আসেনি। কারণটা খুবই হতাশার। এদেশে প্রকৃত ট্যালেন্টদের মূল্য নেই। বিচানায় না গেলে এদেশে মডেল হওয়া যায়না। এদেশে যারা মডেল বানয় তাদের অধিকাংশই গে। কোয়ালিটি লাগে না। নিশ্চয় বুঝতে পারছেন কি মিন করছি। এদেশের প্রডিউসারদের পক্ষে গিসেলা বান্ডচেন এর মতো মডেল বানানো অসম্ভব। এরা এদের সাথে যারা বিচানায় যায় তাদের শত দোষ ত্রুটি মোটেও দেখেনা। উলটো তাদের সাথে যারা বিচানায় যায়না তাদের ইন্ডাস্ট্রি থেকে বের করার জন্য উঠে পড়ে লাগে। দেশে কয়েকজন আন্তর্জাতিক মানের মডেল আছেন। ছাগুরা তাদের রাতে দিনে গালাগালি করে। বাংলাদেশে প্রচুর মৌলবাদী পি কে রয়েছে। এরা চায়না ফ্যাশন ইন্ডাস্ট্রি সমৃদ্ধ হোক।

দেশে আসলে কর্তারা এক চোখা ।


আপনিও ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.