নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

জেনিফার লোপেজ ও আমাদের পদ্মা সেতু।

১৫ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৫




ফেসবুকে দেখলাম গ্রামীণ আমেরিকার ব্রান্ড এম্বাসেডর হয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী জেনিফার লোপেজ। গ্রামীণ নাম দেখেই মোল্লা ব্যতীত সকলেই বুঝে গেসেন এর প্রতিষ্ঠাতা আমাদের ডক্টর ইউনুছ। চাইটগাইয়া ভাষায় আরার ইনুছ। ব্রান্ড এম্বাসেডর হওয়ায় লোপেজ খুবই পুলকিত ও উচ্ছ্বাসিত এমনটাই লিখেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে। গ্রামীণ আমেরিকা হচ্ছে নিউইয়র্ক ভিত্তিক একটি অলাভজনক ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস ২০০৮-এ এটি প্রতিষ্ঠা করেন। গ্রামীণ আমেরিকা পরিচালনা করেন এ্যভন এর সাবেক চেয়ারম্যান এবং সিইও আন্দ্রেয়া জুং। প্রতিষ্ঠানটি ঋণদান, সঞ্চয় পদ্ধতি, আর্থিক শিক্ষা এবং মার্কিন যুক্তরাষ্টের দরিদ্র নারীদের ক্ষুদ্রঋণ প্রধান করে আত্মকর্মসংস্থানের সৃষ্টি করে। অবশ্যই ঋণ গুলো ক্ষুদ্র ব্যবসায় গঠনে ব্যবহার করতে হয়।গ্রামীণ আমেরিকা থেকে প্রাপ্ত ঋণের অর্থ আয়-বর্ধক ব্যবসা শুরু কিংবা ব্যবসার বৃদ্ধিতে ব্যবহার করতে হয়। সাধারণ ব্যবসাগুলোর মধ্যে রয়েছে খাবারের দোকান, ফুলের ঝুড়ি, দর্জি,গহনা, কারুশিল্প এবং সেলুন অন্যতম।


জেনিফার লুফেজ এর মতো একজন বিশ্ববিখ্যাত সেলেব্রিটি একজন বাঙালীর প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকার ব্রান্ড এম্বাসেডর হওয়া দেশের জন্য যেমন অনেক বড় সম্মানের ঠিক তেমনি পদ্মা সেতুও আমাদের অহংকার।

অভিযোগ উঠেছিল হিলারিকে দিয়ে পদ্মা-সেতুর টাকা আটকে দিয়েছিল ডঃ ইউনুছ !! তাঁর এতো ক্ষমতা !! ঘটনা যদি সত্য হয় তবে তাহা খুবই দুঃখজনক। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছিলেনপদ্মা সেতু, আমি মনে এটা আমাদের ভেতরে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে, টেকনোলজির প্রতি দেশের মানুষের জ্ঞান হয়েছে। ভবিষ্যতে আরও উন্নত কাজ করতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশ যে নিজেরা পারে এই ধারণাটা, এটাই বাংলাদেশের মর্যাদা সারা বিশ্বে উজ্জ্বল করেছে। ড. ইউনুস একটা এমডি পদের লোভে হিলারি ক্লিনটনকে দিয়ে এই পদ্মা সেতুর টাকা বন্ধ করিয়েছিলেন। তারা ভেবেছিলেন যে আমরা এখানে তাদের শর্ত মেনে নেবো। কিন্তু আমি শেখ মুজিবের মেয়ে, অন্যায়ের কাছে মাথানত করিনি, করবো না। এই দেশকে এই দেশের মানুষকে ভালোবাসি। দেশের মানুষের মাথা হেট হোক এই কাজ কোনো দিন করবো না।

ডঃ ইউনুছ এর উচিত প্রধানমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনা। যদিও তিনি দেশকে যা সম্মান এনে দেয়ার এনে দিয়েছেন। কিভাবে তা নতুন করে বলার কিছু নেই। এরপরও উনার অবস্থান থেকে উনার দেশের জন্য সেরাটা দিতে হবে।

একটা অন্য প্রসঙ্গে কথা বলি । আমাদের বাংলাদেশ পৃথিবীর ৪র্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ফলে আমাদের কিছু কিছু মা বাবা নিয়ত করে তাদের সন্তানদের মাদ্রাসায় দিবে। কিন্তু আমাদের দেশে শিশুদের মাদ্রাসায় পাঠানোর পরিবেশ কি আছ!! সমস্ত ভালো ও প্রকৃত আলেমদের প্রতি সম্মান রেখে বলছি কোরানে একটা আয়াতও কি দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে ছেলেদের মাদ্রাসায় পাঠাও। কখনোই না। বলা হয়েছে আলেম বানাও। দুঃখের বিষয় হল আলেম বলতে আমাদের হুজুরগণ আমাদের শিখিয়েছেন যারা মাদ্রাসা থেকে আলিম কামিল ইত্যাদি পাশ করে তাদের আলেম বলা হয়। অথচ আরবি গ্রামার অনুযায়ী তারাই হলেন আলেম যারা প্রকৃত জ্ঞানী।প্রকৃত জ্ঞানী বলতে কি শুধু মাদ্রাসা থেকে যারা পাশ করে তারা ? প্রশ্নই তো আসেনা। আলেম শব্দের অর্থ যদি জ্ঞানী হয় তবে আজকের দিনের সব বিজ্ঞানীরা শ্রেষ্ঠ আলেম। কুরানেই নাকি বলা আছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে যাও। আমাদের দরকার মুসলিম বিজ্ঞানী, মুসলিম খেলোয়াড় ইত্যাদি যারা মুসলিম বিশ্বকে পৃথিবীতে রিপ্রেজেন্ট করবেন।

ছবি ও তথ্য সূত্র - গুগল ও উইকি

মন্তব্য ৪৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২২ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনা বিশ্ব ব্যাংক সম্পর্কে সঠিক কথা বলেননি; ইনস্পেকশান ফার্ম ল্যাভলীন থেকে ঘুষ নেয়ার কারণে বিশ্ব ব্যাংক ঋণ দেয়নি।

১৫ ই জুন, ২০২২ রাত ৯:৩৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ডঃ ইউনুস নিজের দেশের ক্ষতি করবেন বলে আমিও মনে করিনা কিন্তু প্রধানমন্ত্রী এই তথ্য কই পাইলেন?

২| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:০৮

সোনাগাজী বলেছেন:



বিশ্ব ব্যাংকে এি ধরণের কোন কথা হিলারী বলতে যাবে না। শেখ হাসিনা গোজামিল দিয়েছিলেন।

১৫ ই জুন, ২০২২ রাত ১০:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই হিলারি এতোটা ক্লাসলেসের মতো কাজ করবেনা।এসব তার ব্যক্তিত্বের সাথে যায়ই না।

৩| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলেম হলো ইলম বা জ্ঞান আছে।
মাদ্রাসায় পড়লেও জ্ঞান অজ'ন হয়,
স্কুল,কলেজে পড়লেও জ্ঞান অজ'ন
হয়। এক এক বিষয়ে জ্ঞান; যার যেটা
ভালো লাগবে সে সে লাইনে জ্ঞান অজ'ন
করবে সমস্যা কোথায়?

কার দোষ ছিলো, কে কূটনীতি
করেছে সেটা এখন, পদ্মা সেতু
এখন আমাদের গব' এ নিয়ে আর
কথা চালা চালির দরকার কি?

১৫ ই জুন, ২০২২ রাত ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ছাগুরা পদ্মা সেতু নিয়ে ফেবুতে ট্রোল করছে। ছাগু = মগজহীন।

৪| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:২১

সোনাগাজী বলেছেন:


@নূর মোহাম্মদ নূরু,
আপনি বলেছেন, " ... পদ্মা সেতু এখন আমাদের গব' এ নিয়ে আর কথা চালা চালির দরকার কি? "

-পদ্মাসেতুর উদ্বোধনে ঢাকা শহরের ৪/৫ লাখ ঝিগণ অবশ্যই গর্ব অনুভব করবে; কিন্তু বাংলাদেশে ওদেরকে কিছুই দেয়নি; ইহা আপনি বুঝতে পারেন?

১৫ ই জুন, ২০২২ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: @নূরু ভাই।

৫| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলে


সোনাগাজী সাব বলেছেনঃ -পদ্মাসেতুর উদ্বোধনে ঢাকা শহরের ৪/৫ লাখ ঝিগণ অবশ্যই গর্ব অনুভব করবে; কিন্তু বাংলাদেশে ওদেরকে কিছুই দেয়নি; ইহা আপনি বুঝতে পারেন?

যখন এই ঝিগন কম সময়ে কম খরচে প্রমত্তা পদ্মা পাড়ি দেবে তখন তারা লাভের ষোল আনা উসুল করবে, তাদের বংশ পরম্পরায় যুগের পর যুগ তখন তাদের গর্ব হবে বাংলাদেশে জন্মেছে বলে।

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: পদ্মা সেতুর গুরুত্ব নিয়ে জাদিদ ভাই একটা সুন্দর পোস্ট দিয়েছেন। ফেবুতে। পড়বেন।

৬| ১৫ ই জুন, ২০২২ রাত ১০:৫০

সোনাগাজী বলেছেন:




@নূর মোহাম্মদ নূরু ,

সাংবাদিকতার সাথে বাস, ট্রেনে ভিটামিন বিক্রয়ের ব্যবসাও চালিয়ে যাচ্ছেন নাকি?

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: নুরু ভাই আবার গোসসা করবেন।

৭| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ সোনাগাজী, এক পেশার আয় দিয়ে আর জীবন ধারণ সম্ভব নয়!
বাজারে আজ যে পণ্যের দাম দেখবেন কাল ওই দামে
তা কিনতে গেলে লোকে আপনাকে পাগল ভেবে
ঠেংগানি দিবে!

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাবছি একটা অনলাইন পোর্টাল চালু করব। আপনি ব্যুরো চীপ।

৮| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটা কিশোরী গভ' ধারণের পর
১০ মাসে ছেলে হোক মেয়ে হোক
কিছু একটা জন্ম দেতে পারে। কিন্তু
যারা ৬ বছর ১০মাসেও একটা
ব্যাঙের বাচ্চাও প্রসব করতে অক্ষম
তাদের মুখে কি লম্বা লম্বা কথা মানায়?

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এই মন্তব্য কি ভুলে করে ফেলসেন?

৯| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:২১

শূন্য সারমর্ম বলেছেন:

ইউনুস ও হাসিনার দ্বন্দ্ব আসলে কোথায়?

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অনেকেই বলেন নোবেল নিয়ে।

১০| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:৩৪

নূর আলম হিরণ বলেছেন: প্রধানমন্ত্রী হিলারি সম্পর্কে যে কথাটি বলেন এটা আমার কাছে পুরোপুরি সঠিক মনে হয় না। হিলারি এই ধরনের কাজ করতে একশবার ভাববে কারন এসব ওপেন হয়ে গেলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকিতে পড়ে যাবে।

১৫ ই জুন, ২০২২ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: সেটাই। আমার মনে হয় পি এম কে যারা এসব তথ্য দেন তারা ভুল তথ্য দিয়ে থাকেন।

১১| ১৫ ই জুন, ২০২২ রাত ১১:৫৫

মরুভূমির জলদস্যু বলেছেন: জনসংখ্যার বিচারে বৃহত্তম ১০ টি মুসলিম দেশের তালিকা


দেশ মুসলিম জনসংখ্যা অবস্থান

ইন্দোনেশিয়া ২২ কোটি ৯০ লাখ ১ম
পাকিস্তান ২০ কোটি ৪ লাখ ২য়
ভারত ১৮ কোটি ৯০ লাখ ৩য়
বাংলাদেশ ১৫ কোটি ৩৭ লাখ ৪র্থ
নাইজেরিয়া ১০ কোটি ৩০ লাখ ৫ম
মিসর ৯ কোটি ৬ষ্ঠ
ইরান ৮ কোটি ২৫ লাখ ৭ম
তুরস্ক ৮ কোটি ৭ লাখ ৮ম
আলজেরিয়া ৪ কোটি ১২ লাখ ৪০ হাজার ৯১৩ ৯ম
সুদান ৩ কোটি ৯৫০ লাখ ৮৫ হাজার ৭৭৭ ১০ম


বৃহত্তম ১০ টি মুসলিম দেশের তালিকা
১. ইন্দোনেশিয়া
২. পাকিস্তান
৩. ভারত
৪. বাংলাদেশ
৫. নাইজেরিয়া

১৬ ই জুন, ২০২২ রাত ১২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই জানানোর জন্য। মাওলানা আমির হামজার ওয়াজে শোনছি বাংলাদেশ ২য় ও এখানে ৯৬% মুসলিম।

১২| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:১১

মরুভূমির জলদস্যু বলেছেন: হামজা সাহেব সম্ভবতো ভুল করেছেন।
যাইহোক জেনিফার লোপেজকে এক সময় বেশ পছন্দ হতো।
এটা জানেন কি? জেনিফার লোপেজের নিতম্ব, আদর্শ নিতম্ব হিসেবে বিবেচিত হয়।

১৬ ই জুন, ২০২২ রাত ১২:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি শুধু গানের জন্য তার ভক্ত। অন্য কিছুর প্রতি তেমন কনসেনট্রেশান দেয়ার অভ্যাস আমার নেই। আমরা তো মানুষ। তার হটনেস আমাদের আকৃষ্ট করবেই। বাট আই রেসপেক্ট মাই ফেভারিট সেলিব্রিটিজ।

১৩| ১৬ ই জুন, ২০২২ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ বলেছেন: এই মন্তব্য কি ভুলে করে ফেলসেন?

আরে না, ভুল করিনাই, চোখ কান খোলা রাখুন
আপনি নিজেই দেখতে পাবে সেই বাঞ্জা কে!

আগে অনলাইন পোর্টাল চালু করুন তার পরের চিন্তা পরে!

১৬ ই জুন, ২০২২ রাত ১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: হিনটস দেন।

১৪| ১৬ ই জুন, ২০২২ রাত ১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে আমার রিলেটিভ, ইউনি বড়/ছোট ভাই, ও ব্যক্তিগত ভাবে ঘনিষ্ঠ অনেকেই আছেন যাদের আমি সম্মান করি। প্লিজ কেউ অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন না।

১৫| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: গোফরান ভাই,
আগের মন্তব্যটা মুছে দিন। যদিও এর পিছে কোন অভিসন্ধি নেই। জাস্ট ইনফরমেশন দিছিলাম। আসলে ঠিক হয়নি।

১৬ ই জুন, ২০২২ রাত ১:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: ইটস ওকে। আমি বুঝতে পেরেছি। আসলে ফান করে অনেকেই করেন। প্লিজ ডুন্ট মাইন্ড।

১৬| ১৬ ই জুন, ২০২২ রাত ১:৪৬

রাজীব নুর বলেছেন: জেনিফারের চেয়ে বেশি ভালো লাগতো- পামেলা কে।

১৬ ই জুন, ২০২২ রাত ১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: Oh, eye to eye
It′s a blinding confrontation
You and I
We′re a deadly combination

গুগল করা ছাড়া বলেন তো কোন গানের লিরিক্স?

১৭| ১৬ ই জুন, ২০২২ সকাল ৯:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ড. ইউনুসকে আওয়ামী লীগ অযথা প্রতিপক্ষ ভাবছে; শুধুমাত্র ইগোর কারণে।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: না, নোবেলের জন্য সম্ভবত।

১৮| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব কী ছবি দেন
আজব কারবার

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কর্তৃপক্ষ বলে কিছু একটা আছে, তারাই এই পোস্ট এপ্রুভাল দিয়েছে। তাদের সিদ্ধান্তকে সম্মান করুন।

১৯| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৩৮

জুল ভার্ন বলেছেন: এটা যেনো আজগুবী বিষয় নিয়ে ভাংগা রেকর্ড!

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: কোনক আজগুবী আর কেন আজগুবী একটু বুঝায় বলবেন?

২০| ১৬ ই জুন, ২০২২ সকাল ১০:৫২

নতুন বলেছেন: সমস্ত ভালো ও প্রকৃত আলেমদের প্রতি সম্মান রেখে বলছি কোরানে একটা আয়াতও কি দেখাতে পারবেন যেখানে বলা হয়েছে ছেলেদের মাদ্রাসায় পাঠাও। কখনোই না। বলা হয়েছে আলেম বানাও। দুঃখের বিষয় হল আলেম বলতে আমাদের হুজুরগণ আমাদের শিখিয়েছেন যারা মাদ্রাসা থেকে আলিম কামিল ইত্যাদি পাশ করে তাদের আলেম বলা হয়। অথচ আরবি গ্রামার অনুযায়ী তারাই হলেন আলেম যারা প্রকৃত জ্ঞানী।প্রকৃত জ্ঞানী বলতে কি শুধু মাদ্রাসা থেকে যারা পাশ করে তারা ? প্রশ্নই তো আসেনা। আলেম শব্দের অর্থ যদি জ্ঞানী হয় তবে আজকের দিনের সব বিজ্ঞানীরা শ্রেষ্ঠ আলেম। কুরানেই নাকি বলা আছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীনে যাও। আমাদের দরকার মুসলিম বিজ্ঞানী, মুসলিম খেলোয়াড় ইত্যাদি যারা মুসলিম বিশ্বকে পৃথিবীতে রিপ্রেজেন্ট করবেন।

এখানে লেজকাটা শেয়ালের গল্প মনে পড়ে যায়। আমাদের দেশের মোল্যারা কি করে খাবে? তারা সবাই এক একটা মাদ্রাসা খুলে বসে।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রিজিকের মালিক আল্লাহ সুবাহানাতায়ালা।

২১| ১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কর্তৃপক্ষ আপনার সাথে যাবে না মরলে। রুচিরও একটা বিষয় আছে। ভদ্র শালীন ছবি পোস্ট করুন প্লিজ। নগ্নতা কখনো সভ্যতা হতে পারে না।

১৬ ই জুন, ২০২২ সকাল ১১:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ইউ আর রাইট।

২২| ১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: পুরা পোস্টাতে একজনার ছবি বিষয়খানাই গুরুত্বপুর্ন হলো !!! এর পর বেহেস্ত দোজখের বিষয়বস্তু চলে আসছে।

গোফ ভাই তথ্য ঠিক করে নিন ওটা চতুর্থ হবে !!!

আরবীতে আলেম অর্থ জ্ঞ্যানী !!! এখানে একজন নাস্তিক বিজ্ঞানী ও আলেম একজন জাফর ইকবাল ও আলেম আর একজন কওমী মাদ্রাসা থেকে উচ্চতর ডিগ্রীধারী ও আলেম , আমার শিক্ষক শ্রীযুক্ত হড়িপদ বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ডিন তিনিও বিশিষ্ঠ আলেম । আলেম মানেই যে সে শুধু কোরান বা হাদিসের পন্ডিত তা নয় যেকোন বিষয়ে যে পন্ডিত সেই আলেম। যদিও বাংলাদেশে আমপারা আলেম বেশি দেখা যায় !!!

পদ্মা সেতু আমাদের গর্ব । দূর্নীতি যে হয় নাই এটা কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না। ধরুন পদ্মা সেতুতে কাজের সময় কেউ যদি সিংগারা ১০ টাকা কিনে ২০ টাকার ভাউচার করে ওটাই দূর্নীতি ।

১৬ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: উনাদের আল্লাহর সাথে সরাসরি কথা হয়। দুনিয়াতেই জান্নাত জাহান্নামের সনদ প্রদান করেন। কেউ উলঙ্গ হয়ে গালি দিলে উনারা তালি দেন, আবার আরেকজনকে নসিমত করেন। সত্যি সেলুকাস! বট বিচিত্র!!

তথ্য ঠিক করে দেয়া হয়েছে। দস্যু ভাই গতরাতে সঠিক তথ্য দিয়ে গেসেন।!

নাহ! আলেম হইল একমাত্র উনারা আর সব মূর্খ!

মন্তব্যের শেষ প্যারায় সহমত।

ধন্যবাদ রানা ভাই মন্তব্যের জন্য।

২৩| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: হিনটস দেন।

যারা ৬ বছর ১০ মাসে একটাও ডিম পাড়ে নাই
তাদের খুঁজুন! আমার কদম ফুলের নিচেই পাবেন।

১৬ ই জুন, ২০২২ বিকাল ৪:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: বুঝতে পারছি। উনার নিজস্ব কোন ক্ষমতা নেই। অন্যের ক্ষমতায় বাহাদুরি। আপনি জেন্টেলম্যান। আপনি এদের ইগনোর করুন।
আল্লাহ সঠিক সময়ে এদের শাস্তি দিবেন।

২৪| ১৬ ই জুন, ২০২২ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: এই গানটা বহু আগেই শুনেছি। অনেক পুরানো গান। কমপক্ষে ৭/৮ বছর আগের হবে।

তবে আমি এই পামেলার কথা বলি নাই। 'বেওয়াচ' খ্যাত পামেলার কথা বলেছি।

১৬ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১২

মোহাম্মদ গোফরান বলেছেন: ও আচ্ছা। পামেলা ডেনিস এন্ডারসন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.