নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

আপনি নিম্ন মধ্যবিত্ত,মধ্যবিত্ত? এই জুলুম বাজদের জুলুমের ফলে কিভাবে নিজের ইজ্জত বাঁচাবেন?

০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১


জালিমদের নোংরা হীণ স্বার্থ চরিতার্থ করার নিমিত্তে দ্রব্যমূল্যের দাম আকাশ ছোয়া দাম। কদিন পর ক্রয় ক্ষমতা লোপ পাবে। নিম্ন মধ্যবিত্তদের ওখানে ঈশ্বকে খুজে পাওয়া যাবে না। তিনি ধণীদের দুনিয়াতে জান্নাতের সুখ দেন। গরীব মধ্যবিত্ত কে জান্নাত দিবেন। সেখানে গরীব মধ্যবিত্ত অনন্তকাল সুখে শান্তিতে বসবাস করবেন।

এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করবেন? সবকিছুর দাম ডাবল হয়ে হয়ে যাচ্ছে। আপনি আপনার খরচ অর্ধেক করে ফেলেন।

কিভাবে?

১) বাংলাদেশে প্রাইমারি পড়লেও যা কেজি তে পড়লেও তা। ঘুষ আর মামা থাকলে এমনিই চাকরি হবে।কোত্থেকে পাশ করসেন এগুলো বড় কথা নয়।কিন্তু গ্রুমিং এর মাধ্যমে স্মার্ট আর প্রযুক্তিগত জ্ঞান ও ইংরেজিতে দক্ষ বানাতে হবে। এগুলোর জন্য শিক্ষিত মা-বাবাই যথেষ্ট। কোচিং মোচিং এর দরকার নেই।

২) আপনি আগে বেনসন খেতেন এখন লাকি স্টিক খাবেন। দুইটাই বিটিস আমেরিকান টোব্যাকো। দুই তিন দিন কষ্ট হবে। দেখবেন ইউজ টু হয়ে গেসেন। মাঝখানে ৬ টাকা সাশ্রয়। দিনে ১০ সিগারেট যদি আপনি খান তবে ৪৬ টাকা সেভিং।পারলে সিগারেট খাওয়া বাদ দিন। এটা ইমোশান। এডিকশান নয়। আমি এক্সপেরিমেন্ট করসি। ২৭ দিন এক টানা না খেয়ে ছিলাম। কিছু হয়নি।

৩) ৪০ টাকা দিয়ে আধা কেজি চিনি কিনুন। আগে আপনি দুধ চা খেতেন এখন লাল চা খান। ১০০০ টাকা দুধ বাবদ সেভিং হচ্ছে। সেটা দিয়ে মাসের অন্যান্য বাজার করুন।

৪) ভাত না খেলে মানুষ মরে যায় এই চিন্তা বাদ দেন। বরং পৃথিবীতে যারা ভাত খায়না তারা অনেক বেশি হেলদি। যেমন ফাকিস্তানি পাঠানরা রুটি খায়। ভাত না খেয়ে রুটি খেলে সাশ্রয় হবে।

৫) রাস্তায় এমনিই জ্যাম। হিমু স্টাইলে হাটা দেন। গাড়ি ভাড়া সাশ্রয় হবে স্বাস্থ্য ভাল থাকবে টাইম কিল হবে না। ডাইবেটিস টাইবেটিস হবেনা।

৬) ছোট খাট রোগ যেমন সর্দি হালকা জ্বর কাশি এগুলোর জন্য আমাদের শ্রদ্ধেয় ব্লগার আহমেদ জী এস ভাই এর মতো মেডিসিন স্পেলাসিস্ট থেকে ফেসবুক মেসেঞ্জারে বা ওয়াটস এপে কনসালটেন্সি নিন।

৭) বাইক গাড়ি থাকলে বিক্রি করে সাইড ব্যবসা শুরু করে দিন।

৮) ৪০ হাজার টাকার বাসা ছেড়ে ২৫০০০ হাজার টাকার নিন। একটু কষ্ট হবে। কিন্তু মানিয়ে নেয়া সম্ভব।

৯) একবেলা শুধু ভেজ খান। সিরিয়াসলি অধিকাংশ স্মার্ট মানুষ সপ্তাহে ৩/৪ দিন রিচফুড এভয়েড করে।

১০) ফোনে ব্যালেন্স রিসার্জ করা বাদ দিন। শুধু ডেটা কিনুন। ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কথা বলুন।

১১) স্মার্ট ক্লাসি হওয়ার জন্য বেশ দামী কাপড় পড়তে হবে এই ধারনা বাদ দিন। সিম্পল ইজ ক্লাস। সিম্পল ড্রেস পড়েও স্মার্ট হওয়া যায়। ছবিতে যে শাড়িটি দেখতে পাচ্ছেন সেটির দাম মাত্র ৭০০ টাকা। আপনি ফিজিক্যালি ফিট হলে কনফিডেন্ট হলে যে কোন কাপড়ে আপনাকে স্টাইলিশ লাগবে। কাপড়ের পেছনে দুর্দিনে অহেতুক টাকা খরচ করা বন্ধ করুন।

আরো অনেক ভাবে সাশ্রয় করা যায়। নিজের ব্রেন থেকে সেগুলোর আইডিয়া বের করুন।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাই সবইতো বুঝলাম!
তবে সুন্দরীদের ভালো পোষাজ না হলেও চলে,
তারা যা পড়ে সেটাই স্টাইল হয়! সাজতে হয়
তাদের যারা তুলনামূলক কম সুন্দর/সুন্দরীদের
তা না হলে বৈতরণী পার হওয়া দুস্কর হবে!

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: নূরু ভাই কনফিডেন্ট হলেও সবাইকে সুন্দর দেখায়। হিমুর মত মানসিকতা হতে হবে। আমি যেরকম আছি এটাই সুন্দর। কাপড় কখনো মানুষ কে সুন্দর করে না। সৌন্দর্য প্রতিফলিত হয় মনের ভেতর থেকে ড্রেস কিছু। এই মডেল গুলো গ্রুমড। যার ফলে আত্নবিশ্বাসী যে ভ্যানগাড়ি থেকে টি শার্ট পড়লেও ওদের মানাবে।এই আত্নবিশ্বাসী হওয়াটাই সৌন্দর্য। চেহেরা মেহেরা এগুলা কিছুই না।

২| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৪০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো পরামর্শ দিয়েছেন।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

কাজী হাসান সোনারং বলেছেন: ভালো লেখা। ধন্যবাদ!

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে আপনাকে স্বাগতম।

৪| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:০৭

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন। আমাদের মাঝে ভোগ বিলাসিতা বেশী।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: রিজিকের মালিক আল্লাহ। আমরা তাঁর উপর ভরসা হারিয়ে ফেলি ফলে অল্পতে হতাশ হয়ে ভেঙ্গে পড়ি।

৫| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৯

মেহেদি_হাসান. বলেছেন: আপনি যে আইডিয়াগুলো দিয়েছেন ওগুলো অবশ্যই ভালো তবে আমার মনে হয় মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্তরা এই টেকনিক করোনার প্রথম থেকেই শুরু করেছে।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: করোনার সময় আকাশ ছুয়া দাম ছিল না। মানুষের কাছে কিছু জমানো টাকা ছিল। একজন আরেকজনকে সহযোগিতা করসে কিছুটা। সরকারের ফান্ডে টাকা। এখন চিত্র ভিন্ন। বৈশ্বিক মহামারীর ফলে যে কোন উন্নয়নশীল বা স্বল্প উন্নত দেশের পরিণতি শ্রিলংকার মত হয়ে যেতে। জাতী ঋণ গ্রস্ত। আই এম এফ শর্ত খুব কঠিন।

৬| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
সাইকেলের কথা বাদ দিলেন কেন?
সাইকেল এজাবৎ আবিষ্কৃত সবচেয়ে এফিশিয়েন্ট যানবাহন। তেল কিনতে হয় না, লাইসেন্স নেই রিনিউ ঝামেলা নেই, রোড ট্যাক্স নেই। অতচ বাসের চেয়েও আগে যায়।
জাপান নেদারল্যান্ড ইত্যাদি দেশে বেশীরভাগ পুরুষ ও মহিলা সাইকেলে করে অফিস যায়।
চীন, ভিয়েতনাম, ইন্দোনেশীয়া, ফিলিপিনস ইত্যাদির অনেক শহরে গাড়ীর চেয়ে সাইকেল বেশী। ভারত শ্রিলংকাতেও রাস্তায় প্রচুর সাইকেল দেখা যায়।

বাংলাদেশে দেখেছি সবার নাক উঁচু, সাইকেল চালালে ইজ্জত যায়। বলে 'আমি কি পিওন নাকি?'
আর মেয়েরা চালালে রাস্তায় বাজে মন্তব্য শুনতে হয়।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: সাইকেল কিনতে ২০/২৫ হাজার টাকা লাগে। ২০ হাজার নিম্নবিত্তের জন্য অনেক। ব্যাংকে রেখে দিলে কোন বিপদ আপদে উনাদের কাজে লাগবে। বিপদের তো হাত পা নাই।

৭| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এতো সহজেই সব কিছু ম্যানেজ করা যায়না গুরু। এখন অবস্থা চিড়ে চ্যাপটা হওয়ার যোগার হয়েছে।

অ.ট. : আপনার পোস্টের সাথে এই ছবির কোনো সম্পর্ক খুঁজে পেলাম না।
আমাদের সোনাগাজী, স্প্যানকড, শূন্য সারমর্ম, রাজীব নুর সাহেব একই ছবি বা অল্প কয়েকটি ছবি বারবার ব্যবহার করেন। সেগুলিতে পোস্টের সাথে তেমন সম্পর্ক না থাকলেও ভিন্ন একটা পরিচিতি বহন করে। কিন্তু আপনার এই ছবি কি হবন করছে।
ভালো কথা, এখানে মেয়ের ছবি দিয়েছেন বলে আমি এটা জানতে চেয়েছি সেটা মোটেও ভাববেন না। আমি মেয়েতদের ছবি অপছন্দ করি না, বরং বেশ ভালোই পছন্দ করি বলতে পারেন।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ১১ নং পয়েন্টে দেখুন


স্মার্ট ক্লাসি হওয়ার জন্য বেশ দামী কাপড় পড়তে হবে এই ধারনা বাদ দিন। সিম্পল ইজ ক্লাস। সিম্পল ড্রেস পড়েও স্মার্ট হওয়া যায়। ছবিতে যে শাড়িটি দেখতে পাচ্ছেন সেটির দাম মাত্র ৭০০ টাকা। আপনি ফিজিক্যালি ফিট হলে কনফিডেন্ট হলে যে কোন কাপড়ে আপনাকে স্টাইলিশ লাগবে। কাপড়ের পেছনে দুর্দিনে অহেতুক টাকা খরচ করা বন্ধ করুন।

৮| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: হে শেষ পয়েন্টেতো আপনি শাড়ির দরদাম সব বলেই দিয়েছেন।
এই হিসেবে সম্পর্ক ১৬ আনাই আছে।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবা দস্যু ভাই। আমি অপ্রাসঙ্গিক ভাবে কখনো পিক দিব না। আপনার টোর কেমন হল?

৯| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ভ্রমণ ভালো হয়েছে ৯৫% সাকসেসফুল বলতে পারেন।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: জেনে ভালো লাগলো।

১০| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৮

পাঠক০০৭ বলেছেন: This post contains an image that I don't understand. Could you please explain it? The relevance of this is what I'm trying to determine. What you have stated in reply to comment number seven is absurd and illogical.

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: কল মিস্টার মডারেটর। আই শেল এক্সপ্লেন হিম। হু আর ইউ?

১১| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩২

শূন্য সারমর্ম বলেছেন:


নিন্ম মধ্যবিত্ত/মধ্যবিত্তের ইজ্জত বহু আগেই চিলের মুরগীর বাচ্চা নেয়ার মত ছো' মেরে নিয়ে যাওয়া হয়েছে।

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: শ্রেণী বৈষম্য দূর করতে হবে সমাজ থেকে। অনেককে কুকুরের মত লেলিয়ে দেয়া হয় দুর্বল শ্রেণীর বিরুদ্ধে। এক শ্রেণীর মানুষ দুর্বলের উপর অত্যাচার করে সবলের পা চাটে। সমাজ থেকে এই বৈষম্য দূর হতে হবে।

১২| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪২

পাঠক০০৭ বলেছেন: You will write, and the moderator will explain??
Ha ha ha ha। OMG!!

I am a reader of this post. I can definitely ask you questions if I don’t understand any point that you have stated.

০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা বাংলা ব্লগ। এখানে ইংলিশ মন্তব্যের জবাব দেয়া হয়না। বাংলায় জিজ্ঞেস করেন না হলে অফ যান।

আমি আপনার পোস্টে একটা মন্তব্য করতে গেসি আপনি আমাকে খুব বাজে ভাবে মন্তব্যের জবাব দিসেন। কিন্তু আমি একটি শিক্ষিত মুসলিম পরিবার বিলং করি। ব্লগের মত সভ্য প্ল্যাটফর্মে কারো সাথে মিসবিহেভ করি না। এগুলো দেখা জাদিদ ভাই এর কাজ। আপনি অফ যান।

১৩| ০৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:

ছবিটা ও ছবিটার মেসেজ ১০০% সঠিক।
মাত্র ৭০০ টাকার পোশাকেও মানুষকে পর্যাপ্ত স্মার্ট ও স্টাইলিশ লাগতে পারে।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কত কিছু যে আল্লাহ এই ব্লগে দেখাবেন।

ভদ্রলোকের ব্লগের পোস্টে কেউ সহমত ভাই মন্তব্য না করলে মিসবিহেভ করেন।

১৪| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৯

বাংলার এয়ানা বলেছেন: ভুতের মুখা রাম নাম, ভাল ভালইত।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুত বলে কিছু নেই। ছাগুদের মত কথা বলবেন না। জ্বিন আছে। আমি রাম ডাকিনা। আল্লাহ ডাকি।

১৫| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩২

বিটপি বলেছেন: ১। এতেও চাকরির নিশ্চয়তা নেই।
২। যারা ধূমপানের বিলাসিতা করেনা, তারা কি করবে?
৩। আমি তো এমনিতেই লাল চা খাই। গুড়া দুধ কিনিনা। বাসায় দুধ রাখি - তাতে মাসে হাজার দুয়েক লাগে। সেটা বাঁচানোর কোন উপায় নেই।
৪। ভাত সবচেয়ে সস্তা। দুই হাজার টাকার চালে আমার পরিবারের তিন মাস যায়। কেবলমাত্র সকালে রুটি খেয়েও আমাকে মাসে দেড় হাজার টাকার আটা কিনতে হয়।
৫। আমার ফুলটাইম কার ফ্যাসিলিটি আছে। ভাড়া নিয়ে তাই আমার চিন্তা নাই। যদি না থাকত, তাহলে কি আমি ডেইলি ২৬ কিলো হাটতে পারতাম? ইজ দ্যাট ইভেন পসিবল?
৬। জ্বর চারদিনে না গেলে ডাক্তারের কাছে যাইনা। যদি দেখি এন্টিবায়োটিক ছাড়া ভালো হবনা, তখনই কেবল ডাক্তারের কাছে যাই। এন্টিবায়োটিকে কাজ না হলে তখন ডাক্তারের প্রেসক্রিপশনে থাকা টেস্টগুলো করতে দেই।
৭। আমার বাইক ছিল, এই চাকরি হওয়ার পরে বিক্রি করে ৬০,০০০ টাকা পেয়েছিলাম।
৮। আমার বাসা ভাড়া ২৪,০০০ টাকা। আমার পক্ষে সম্ভব নয় এর চেয়ে ছোট বাসা নেওয়া।
৯। সকালবেলা তো আমি কেবল রুটি/সবজি/আলু ভাজি খাই। মাঝে মধ্যে অবশ্য ডিমও খাওয়া পড়ে। ওটা বাদ দিতে পারি। তাহলে মাসে ১০০ এর মত বাঁচে।
১০। মেসেঞ্জার বা ওয়াটসএ্যাপে কল ১০ বার দিলে ২ বার ধরে। মানুষের স্বভাব না পাল্টালে এটা সম্ভব নয়। এভাবে বড়জোর মাসে ৫০/৬০ টাকা বাঁচতে পারে।
১১। দামী পোশাক পড়ার কথা তো চিন্তাও করতে পারিনা। বিয়ের পর থেকে আমি কোন শার্ট/পাঞ্জাবি কিনিনি। যা কিছু শ্বশুর বাড়ী এবং অফিসের কলিগদের থেকে গিফট পেয়েছি, তাই দিয়ে চলছে। প্যান্ট বানাই টপ টেন থেকে। এর চেয়ে নিচে নামা সম্ভব নয়। ক্যাজুয়াল ড্রেস কিনি ফুটপাতে ভ্যান গাড়ি থেকে।

আপনার এই মহামূল্যবান উপদেশ আমার মত আগে থেকেই ভোদাইদের ক্ষেত্রে কোন কাজে লাগবেনা। তারপরও এই নিয়ে চিন্তা করেছেন - এজন্য ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ বিটিপি ভাই।

১৬| ০৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো দারুণ পরামর্শ দিয়েছেন।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৭| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:০০

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান,




শূন্য সারমর্ম সঠিক কথাটিই বলেছেন - নিন্ম মধ্যবিত্ত/মধ্যবিত্তের ইজ্জত বহু আগেই চিলের মুরগীর বাচ্চা নেয়ার মত ছো' মেরে নিয়ে যাওয়া হয়েছে।
অবস্থা যে দিকে যাচ্ছে তাতে আপনার ফর্মূলাতেও বাকী ইজ্জতটুকু রাখাও দায় হয়ে পড়বে। তখন চা -চামচের দুই চামচ ভাত খেতে হবে লবন মেখে। সস্তার পোষাকও কেনা নয়, গামছা দিয়ে পোষাক সেলাই করে নিতে হবে। চিনির বদলে পানিতে লবন মিশিয়ে খেতে হবে । তাতে জ্বালানী তেলের দাম বাড়াতে শরীরে যে অতিরিক্ত ঘাম ঝরতে শুরু করেছে এর মধ্যেই সে লবণ ও পানির ঘাটতি পূর্ণ হবে। সিগারেট নয়, রাস্তার কাগজ কুড়িয়ে পেঁচিয়ে সিগারেট বিড়ির মতো করে ধূমপানের মজা নিতে হবে।

আহমেদ, জী, এস এর ইজ্জতও যদি ধুঁয়ে যায় তবে তিনি কি আর বিনে পয়সায় সর্দি-জ্বরের কনসাল্টেন্সি করার মানসিক অবস্থায় থাকবেন ? তখন পাবলিককে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে হবে।

সামনের দিনে এসব করেও শেষে ইজ্জত বাঁচবে তো ? নাকি শেষ ভরসা লুঙিটাও খুলে দিতে হবে ?????

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,
আপনি এত চমৎকার করে লজিকাল মন্তব্য করেন, জবাবে কি লিখবো চিন্তায় পড়ে যেতে হয় কি লিখব। কিছু মানবিক মানুষ তো থাকবেন যারা নিজে না খেয়ে বা কম খেয়ে অন্যের মুখে খাবার তুলে দিবে। আসলে মন টা খুব খারাপ। দেশটা সর্বনাশ করে দিচ্ছে হিংস্র শকুন। আমরা অসহায়ের মত চুপ করে বসে আছি। প্রতিবাদ করার ভাষা নেই, শক্য নেই। শুধু নীরবে সব সহ্য করে যাও।

১৮| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪৭

জুন বলেছেন: আমাদের মানে মেয়েদের একটা বাতিক আছে তা হলো অপ্রয়োজনীয় শপিং। তা সেটা শপিং সেন্টারেই হোক আর স্কুলের সামনের ফুটপাতেই হোক। যেমন দরকার নাই, বাসা ভর্তি যা আছে তা এই জীবনে শেষ হবে না, তারপর ও দেখামাত্রই থ্রী পীস, শো পিস, ক্রকারিজ, কাটলারিজ, বিছানার চাদর, না হলে ছেলের জন্য ভ্যান থেকে একটা গেঞ্জি যা ছেলে জীবনেও পরবে না, ওই আপা কিনছে আর আমি কি দেখবো নাকি! ইত্যকার এই রকম ফোবিয়া বাদ দিতে হবে এই দুর্যোগে । আমি তো চারিদিকে শ্রীলঙ্কা দেখি গোফরান :(

০৯ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপু
চারপাশে তাকিয়ে দেখবেন আমাদের এখানে অপ্রয়োজনীয় লোকের সংখ্য বেশি। নিজে কিছু পারবে না, করবেনা। অন্য কেউ করতে গেলে হিংসা করবে। বস্তিতে থেকে অনলাইনে এসে চাপাবাজী করবে। এদের নির্মল কমেডি বিনুদনময় চাপাবাজি দেখে, আমার অস্ট্রেলিয়ায় পি এইচ ডি করতে যাও এক্স গার্ল ফ্রেন্ড হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছে।জুন আপু একদম ঠিক বলেছেন। মাত্র ১০০ টাকা দিয়ে বাসায় পেডিকিওর মিনিকিউর করা যায় না ওনারা যাবেন পার্লারে। অহেতুক ১৫০০ টাকা দিয়ে আসবে। রেস্টুরেন্টে বসে সপ্তাহে চেক ইন দিতে হবে না হলে বান্ধবীর কাছে ছোট হয়ে যাবে। এখন ক্ষেত মেত ছাড়া কেউ স্বর্নের ভারী জুয়েলারি পড়েনা। তারপরও তাদের জুয়েলারি। মেয়েরা অনেক সাশ্রয় করতে পারে। কিন্তু করবেনা।
আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.