নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

নবী মোহাম্মদ স্মার্ট আধুনিক ও ন্যায়পরায়ণ।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৬


পোস্টে ছাগু, ছাগী, কাঠমোল্লা, ছাইয়া, মাল্টি, ইসলাম বিদ্বেষী, গালিবাজ, হিংসুক, নিন্দুক, সিন্ডিকেট বাজ নিষিদ্ধ। এদের মন্তব্যের চেয়ে মন্তব্য লাইক ও হিট হীন পোস্ট অনেক সম্মানের।

আমরা কি দাত ব্রাশ না করে একদিনও থাকার কথা চিন্তা পর্যন্ত করতে পারি?
রাসুল সঃ দিনে ৫ বার দাত ব্রাশ করতেন।
চিন্তা করুন কতো ক্লিন ছিলেন।

একদিন গোসল না করলে কেমন অসহ্য লাগে। কারো পক্ষে গোসল না করে থাকা সম্ভব? সহবাস করার পর গোসল না করলে জঘন্য লাগে না? তাঁর প্রচলিত ধর্মে সহবাস এর পর গোসল ফরজ। গোসল না করে নামাজ পর্যন্ত পড়া যাবেনা। আমেজিং না বিষয়টি?

বডি স্পে/ডিউ/ পারফিউম ইউজ না করার কথা এই গরমে কল্পনা করা যায়?
রাসুল সঃ সবসময় পারফিউম ইউজ করতেন। কল্পনা করা যায় ১৫০০ বছর আগের একজন মানুষ কতো ক্লাসি ছিলেন?

চুল না আঁচড়ালে, হেয়াল জেল,হেয়ার লোশন, হেয়ার ওয়েল দিয়ে চুল সেট আপ না করে প্রেমিকার সাথে দেখা করতে যাবেন? না অফিসে যাবেন? নাকি কোথাও বেড়াতে যাবেন? সম্ভব? রাসুল সঃ এর চুল সব সময় আঁচড়ানো থাকত। পরিপাটি থাকতো। সুপার না তিনি?

যারা বিধর্মী দের গালি দেয়, জবাই করে তাদের আমরা কাঠমোল্লা ও জঙ্গি বলি। তিনি কতোটা আধুনিক মনস্ক ও নিরপেক্ষ অতুলনীয় নেতা ছিলেন দেখুন। তিনি বলেছেন শেষ বিচারে তিনি সেসব বিধর্মীদের পক্ষে দাঁড়াবেন যাদের উপর কাঠমোল্লারা নির্যাতন করেছে।

বর্তমান পৃথিবীর সেরা সুন্দরী, বিলাস বহুল বাড়ি, ক্ষমতা, দুনিয়ার সকল প্রাচুর্য কাউকে অফার করলে কারল পক্ষে ফিরিয়ে দেয়া সম্ভব? তিনি দিয়েছেন। নির্লোভতার কি অসাধারণ উদাহরণ।

জিমে না গিয়ে ফিট বডি না হলে কোন মেয়ে জীবনেও প্রেম করবে এখন? নতুন প্রজন্ম সিক্স প্যাক এর জন্য পাগল। কতো সাধনা করছে তাও সম্ভব হচ্ছেনা।অথচ উনার খাবার, নামাজের মাধ্যমে ব্যায়াম, ঘুমানোর সময়, ঘুম থেকে উঠার সময়ের মধ্যে এতো পারফেকশন ছিল যে, তিনি অটো সিক্স প্যাক ছিলেন। ভাবা যায়?

একটা বই পড়লাম। বি স্মার্ট উইথ প্রফেট মোহাম্মদ সঃ। বইটি পড়তে পারেন। ভালো লাগবে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

সাসুম বলেছেন: আলহামদুলিল্লাহ্‌, আপনার বর্ণনা শুনে খোদ নবীজী ( স:) কে চোখের সামনে দেখতে পেলাম। আমীন

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ইসলাম ইজ বিউটি
ছাগু কাটমোল্লা দ্যা মোস্ট ডার্টি।

২| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
বি স্মার্ট উইথ মুহাম্মদ বইয়ে ব্যাপারে আগে পড়েছিলাম কিন্তু বইটা পড়া হয়নি। পোষ্টটা পড়তে পারেন। সাথে মন্তব্য গুলোও।

আপনার পোষ্টটা পড়ে আগ্রহ বেড়ে গেল।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়তে পারেন। ভাল লাগবে।

৩| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬

মোগল বলেছেন: +++++++++++++

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৪

মোগল বলেছেন: "নবী মোহাম্মদ" সরাসরি লেখা আসলে আদবের খেলাফ, উনাকে নবীজ্বি বলা যায়। অথবা নবী মোহাম্মদ (সাঃ) বলা যায়।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: মনে মনে বলছি।

৫| ০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৫

ইমরোজ৭৫ বলেছেন: বই পড়া ভালো।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাঁ।

৬| ০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

মরুভূমির জলদস্যু বলেছেন: পড়া হয়নি

০৭ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়তে পারেন।

৭| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:১০

কামাল৮০ বলেছেন: দাঁত মাজা ছাড়া সংসারের আর কিকি কাজ করতেন নবী।যেমন চাকরী বাকরি,ব্যবসা বানিজ্য বা কৃষি কাজ।

০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্যাবসা করতেন।হ্যাঁ চাকুরী করতেন তবে আল্লাহর জন্য। জব রেসপনসেবলিটি ছিল সত্য প্রচার, কুসংস্কার দূর করা ইত্যাদি।

৮| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

তানভির জুমার বলেছেন: কামাল৮০ বলেছেন: দাঁত মাজা ছাড়া সংসারের আর কিকি কাজ করতেন নবী।যেমন চাকরী বাকরি,ব্যবসা বানিজ্য বা কৃষি কাজ।

রাসূল (সা) চাকরী, ব্যবসা, কৃষি কাজ, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, সংসার, ধর্মনীতি, সমাজ সেবা সহ প্রত্যেকটা কাজই করেছেন। তার অনুসারীদের এভাবেই জীবন-যাপন করতে হবে। ইসলাম ধর্ম ঘরে বা মসজিদে পালন করার ধর্ম না, ইহা আপনার জীবনের সবজায়গায় প্রকাশ্যে পালন করতে হবে, এটাই ইসলামের দাবী।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: নাইস এনসার।

৯| ০৭ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৮

কামাল৮০ বলেছেন: নবী হওয়ার পর কোথায় কি ব্যবসা করতেন কোরান হাদিস থেকে প্রমান দিন।বিয়ের আগে বিবি খাদিজার কর্মচারী হিসাবে সিরিয়া গিয়ে ছিলেন।বালক কালে গিয়েছিলেন দাদার সাথে।বিয়ের পর আর যান নি।আয়ের প্রধান উৎস ছিল গনিমতের মাল।দাস দাসী বিক্রির অর্থ।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি রাসুল সঃ কে খুব ভালোবাসি। ১০ নং মন্তব্যে বলা হয়েছে। ধন্যবাদ।

১০| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:১৫

তানভির জুমার বলেছেন: কামাল৮০ বলেছেন: নবী হওয়ার পর কোথায় কি ব্যবসা করতেন কোরান হাদিস থেকে প্রমান দিন।বিয়ের আগে বিবি খাদিজার কর্মচারী হিসাবে সিরিয়া গিয়ে ছিলেন।বালক কালে গিয়েছিলেন দাদার সাথে।বিয়ের পর আর যান নি।আয়ের প্রধান উৎস ছিল গনিমতের মাল।দাস দাসী বিক্রির অর্থ।

রাসূল সা কে তার আশে পাশের মানুষরা (সাহাবীরা) টাকা পয়সা খাদ্য দিয়ে সহযোতি করতেন। অনেক সময় পরিবারে কোন খাবারও থাকতো না দিনের পর দিন না খেয়ে থাকতেন, অনেক সময় শুধু পানি আর সামান্য খেজুর খেয়ে দিন কাটিয়ে দিতেন।

কোন একটা পোস্টে আপনার একটা কমেন্ট দেখেছিলাম বড় মসজিদ জিয়ারত করার ইচ্ছা পোষন করছেন। খোলা মন নিয়ে কোরআন পড়েন, ইসলাম ধর্ম নিয়ে যত প্রশ্ন আছে বিজ্ঞ কোন আলেমের কাছে জিজ্ঞেস করেন। সামু ব্লগে মুফতি মুহাদ্দিসরা আসে না, আপনার সব প্রশ্নের পারফেক্ট উত্তর এখানে পাবেন না।

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: থ্যাংকস ব্রাদার। ♥️

১১| ০৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অজানাই রয়ে গেলো সব!

০৮ ই আগস্ট, ২০২২ রাত ১:০৬

মোহাম্মদ গোফরান বলেছেন: কেমন আছেন ভাই?

১২| ০৮ ই আগস্ট, ২০২২ ভোর ৫:১৪

হাসান কালবৈশাখী বলেছেন:

নবীজিকে নিয়ে যতই বিতর্ক থাকুক,
একটি অসভ্য সমাজে সভ্যতা ও সমাজ গঠনে নবীজির অবদান ব্যাপক। রাজনৈতিকভাবে না হলেও ব্যক্তিগতভাবে উনি সত্যবাদী এবং সৎ ছিলেন।
নবীজির প্রবর্তিত ইসলাম আশেপাশের অন্যান্য ধর্ম থেকে অনেকটা মানবিক এবং অপেক্ষাকৃত সভ্য ছিল।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে এতো সুন্দর করে মন্তব্যের জন্য।

১৩| ০৮ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৫৫

অগ্নিবেশ বলেছেন: নবীর ন্যায় পরায়নতার হাদিস আর একদিন বর্ননা করব।
আজ বলব নবী খুব পরিবেশ সচেতনও ছিলেন, তিনি পানির
অপচয় চাইতেন না, তাই তিনি এক গোছলেই একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হতেন।

গ্রন্থঃ সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৫/ গোসল
হাদিস নম্বরঃ ২৬৮
৫/১২. একাধিকবার বা একাধিক স্ত্রীর সাথে সঙ্গত হবার পর একবার গোসল করা।
২৬৮. আনাস ইবনু মালিক (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময়ে পর্যায়ক্রমে মিলিত হতেন। তাঁরা ছিলেন এগারজন। বর্ণনাকারী বলেন, আমি আনাস (রাযি.)-কে জিজ্ঞেস করলাম, তিনি কি এত শক্তি রাখতেন? তিনি বললেন, আমরা পরস্পর বলাবলি করতাম যে, তাঁকে ত্রিশজনের শক্তি দেয়া হয়েছে। সা‘ঈদ (রহ.) ক্বাতাদাহ (রহ.) হতে বর্ণনা করেন, আনাস (রাযি.) তাঁদের নিকট হাদীস বর্ণনা প্রসঙ্গে (এগারজনের স্থলে) নয়জন স্ত্রীর কথা বলেছেন। (২৮৪, ৫০৬৮, ৫২১৫ দ্রষ্টব্য) (আধুনিক প্রকাশনীঃ ২৬১, ইসলামিক ফাউন্ডেশনঃ ২৬৬)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

ব্যাপারটা গোফুভাইরা কিভাবে নেবেন জানি না, তবে নবী যে দুরদর্শী ছিলেন এতে সন্দেহ নেই।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: পদ্ধতিটি আধুনিক বৈজ্ঞানিক এবং যৌক্তিক। আমার ২ জন হালাল স্ত্রী থাকলে দুইজনের হক আদায় করে একবারে গোসল করব। দুইবার করলে ঠাণ্ডা লেগে সর্দি কাশি হবে। জ্বর হবে। পানির অপচয় হবে। সময় কিল হবে।

১৪| ০৮ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৭

বিটপি বলেছেন: নবীজির নাম লিখলে বা পড়লে দুরুদ পড়া ওয়াজিব। আপনি যদি একজন অমুসলিম হিসেবে উনার স্মার্টনেসে মুগ্ধ হয়ে থাকেন, তবে আমার বলার কিছু নেই। কিন্তু মুসলিম হলে পোস্ট এডিট করে প্রত্যেকবার উনার নামের পাশে (স) লেখার জন্য অনুরোধ করছি।

নবীজির অনেক স্মার্টনেসের কথা লিখলেন। আমি কিছু আনস্মার্টনেসের কথা বলছি দেখুনঃ

১। তিনি ৫২ বছর বয়েসে একজন ৬ বছর বয়েসী মেয়েকে বিয়ে করেছেন। সে সময়ে এটাতে কোন সমস্যা না থাকলেও এখনকার যুগে এই ধরণের মানুষকে পার্ভার্ট ও পেডো ডাকা হয়।

২। তিনি জীবনে ব্যবসা করেননি। খাদীজার (রা) এর অধীনে চাকুরী করেছেন, পরবর্তীতে উনাকে বিয়ে করে উণার টাকায়ই সংসার চালিয়েছেন।

৩। তিনি জীবিকা অর্জনের জন্য তেমন কিছুই করতেন না। অন্যেরা তাঁর বাড়ি খাবার পাঠাত, তিনি সেই খাবারে বিশাল আকারের সংসার চালাতেন।

৪। তিনি কেবল আয়েশা (রা) ছাড়া আর কোন স্ত্রীকে কুমারি অবস্থায় বিয়ে করেননি। কোন স্মার্ট লোক কি জেনে বুঝে তা করবে?

৫। তিনি মৃত্যুর পরে তাঁর পরিবার পরিজনের জন্য কোন সম্পত্তি রেখে যাননি। তাঁর অবর্ত্মানে তারা কিভাবে চলবে - এই চিন্তাও তাঁর ছিলনা।

৬। তাঁর বড় দুই কন্যাকে তাঁদের চেয়ে অনেক বড় এক সম্পদশালী ব্যক্তির কাছে বিয়ে দিয়েছিলেন।

৭। তাঁর সবচেয়ে আদরের সন্তানকে একজন দীন দরিদ্র ব্যক্তির কাছে বিয়ে দিয়েছিলেন। যুদ্ধে বীরত্ব প্রদর্শন এবং জ্ঞানের দরজা ছাড়া যার সংসার চালানোর আর কোন যোগ্যতা ছিলনা।

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: মনে মনে বলছি। আল্লাহ অন্তর দেখেন। বাহির নয়।

১৫| ০৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৯

রানার ব্লগ বলেছেন: যারা নবী দুইটা খেজুর আর পানি খেয়ে দিম যাপন করেছেন বলে চোখের পানি ফেলে চোখে গ্লুকোমা বানিয়ে ফেলেছেন তাদের জ্ঞ্যাতার্থে বলি। সেই খেজুর আমাদের দেশের মিলিমিটার সাইজের খেজুর না। উহা দুইটা খেলে পেট ভরে যায় যথেষ্ট এনার্জি পায় শরীর। প্রমান আমি নিজে

০৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রানা ভাই। সুন্দর মন্তব্যের জন্য।

১৬| ০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জটিল ভাইকে আজ তার পোষ্টে এই মন্তব্য করলামঃ

"টয়লেটে যাবার আলাদা দোয়া আছে
সেখানে বিসমিল্লাহ দিয়ে শুরু হয়না।
ওষুধও বিসমিল্লাহ বলে সেবন করা
হয়না। বুঝতে হলে জানতে হবে।"

কিন্তু আমার মন্তব্য তার পোষ্টে প্রকাশিত
হয়না। স্যাড!

০৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: জটিল ভাই মানুষ ভাল।

সমস্ত হিংসার মূল বুইড়া ছাগু বিম্পির পা চাটা দালাল টা। ফেসবুকে উঠা বসা সব জামাতি ছাগুদের সাথে হের। রাজাকার যুদ্ধাপরাধী ছাগুদের সাথে সারাক্ষণ ভাব করবে, ছাগু কাটমোল্লা দের গদাম দিলে জ্বলবে, আবার বলবে আমি ছাগু কাটমোল্লা নই।
কিছু রাম ছাগলের ব্লগিং মানেই গালি ব্যক্তি আক্রমণ নোংরামি। নিজেরাই নিজেদের পোস্টে মন্তব্য করে, নিজেরাই লাইক দেয়, নিজেরাই পড়ে। এগুলো ব্লগিং। এদের পাত্তা দিয়েন না। ব্লগে মানুষ ব্যবহার দেখে বুঝে কে কুকুর আর কে ব্লগার। চুপ থাকেন।

১৭| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্লগে শুধু জটিল ভাই নয়;
সবাই ভালোশুধু আমি ছাড়া!
তার পরেও কাউকে কাউকে
চিলে যেতে হয়, কেউ চলে যায়!

১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.