নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

\'পাগল ছাড়া দুনিয়া চলেনা\' - ছবি ব্লগ।

২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮


- হিমালয়া- নেপাল
ভ্রমণের জন্য চট্টগ্রাম দেশের মানুষের কাছে সম্ভবত প্রথম পছন্দ। ৩ পার্বত্য জেলা এবং কক্সবাজার ও সেন্টমার্টিন সবার পছন্দ। পাহাড় সমুদ্র ২ টাই থাকায় ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এখানে।

- খাগড়াছড়ি।

আমার পছন্দ ২ পার্বত্য এলাকা খাগড়াছড়ি, বান্দরবান এবং কক্স। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মানুষ আমার খুবই প্রিয়। আমি সময় পেলেই মুবাইল টুবাইল বন্ধ করে ওখানে চলে যাই। শ্যুট/শ্যুটিং এর অসম্ভব সুন্দর প্লেস আছে এখানে।

- বান্দরবান

পার্বত্য চট্টগ্রামে বাঙালী সহ ১২ টি জনগোষ্ঠী বসবাস করে। প্রায় সব কটির মানুষের সাথে আমার মেশার সুযোগ হয়েছে। এরা খুব সরল এবং সাধারণ।

- বান্দরবানের একটি উপজাতি গৃহ।
অঞ্চলগুলো পাহাড়, নদী ও খাঁড়া চূড়া (steep cliff) সমূহ ঘন বাঁশঝাড়, লম্বা বৃক্ষ ও লতাগুল্মে আচ্ছাদিত। উপত্যকাসমূহ ঘন জঙ্গলে আবৃত। বৈশিষ্ট্যমন্ডিত গাছপালার মধ্যে রয়েছে আধা-চিরহরিৎ থেকে নিরক্ষীয় চিরহরিৎ বৃক্ষরাজি। এসব আকাশচুম্বী বৃক্ষরাজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিপটারো কারপাসিয়ে, ইউফোরবেসিয়ে, লুরাসিয়ে, লেগুমিনাসিয়ে ও রুবিয়াসিয়ে।
পার্বত্য চট্টগ্রামের এলাকা প্রায় ২৩,১৮৪ বর্গ কিমি যা বাংলাদেশের মোট এলাকার প্রায় এক দশমাংশ।


- কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে লিনা।



আমার কাছে চমৎকার লাগে এখানের মহিলারা বিডি সিগারেট তৈরী করে, বাংলা মদ বানায় সেগুলো বাজারে বিক্রি করে। খেতে ভালোই। বিড়ি গুলো খেলে প্রথমে গলা ভেঙ্গে যায়। বাট টানতে অন্যরকম ফীল। মেয়ে গুলো বড্ড সরল ও বিশ্বস্থ। বাংলাদেশে প্রায় সবগুলো পার্লারে ওরা কাজ করছে দক্ষতা ও বিশ্বস্ততার কারণে। প্রতারণা করেনা। মিথ্যা বলেনা। লোক ঠকায় না। কারো ক্ষতি করেনা। সৎ এবং আধুনিক সুন্দর মনের মেয়ে গুলো যারে ভালোবাসে তার জন্য প্রানও দিতে পারে।




বৃষ্টির দিনে অপরূপ সাজে সজ্জিত হয় প্রকৃতির এই ৩ রানী। বর্ষায় ওখানে গেলে আপনি নস্টালজিক হয়ে যাবেন। ভালো বাসার মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দেশের ভেতির এই ৩ জেলা এবং কক্সবাজার অসাধারণ।

- কক্সবাজারে লিনা।

করোনা টুর এন্ড ট্রাভেল বিজনেস কে ধ্বংস করে দিয়ে। সামনে শীত আসছে আসা করছি এই লাইনে যাদের ব্যবসা তারা এবার ভালো মুনাফা অর্জন করবে।


দেশের ভালো হোক। দেশের মানুষের ভালো হোক।

হিংসা, ঘৃণা, নিন্দা, মিথ্যা, অসুন্দর গুলো মরে যাক, পৃথিবীতে শুধু লালন শাই এর মতো সুন্দর গুলো বেঁচে থাক। নিচের নস্টালজিক নাচটি দেখুন।


মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৩

শাওন আহমাদ বলেছেন: বিড়ি গুলো খেলে প্রথমে গলা ভেঙে যায় কিন্তু টানতে অন্যরকম ফীল। সেই ছিলো। ;)

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সিরিয়াসলি অন্যরকম একটা ফীল আছে। :D

২| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৮

শাওন আহমাদ বলেছেন: আচ্ছা একদিন বিড়ির ট্রিট দিয়েন। ;)

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: শুধু বিড়ির ট্রিট কেন? পুরা প্যাকেজ ট্রিট রইল- থাকা খাওয়া ঘুরা বিড়ি - আদারস---

৩| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২০

পোড়া বেগুন বলেছেন:
ভাই আপনার লেখার সাথে পাগলের সম্পর্ক কী বুঝলাম না!

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: কয়েকদিন ধরে আমার পোস্টের রিচ একেবারে কম। তাই একটা উরাধুরা শিরোনাম দিসি যেন সবাই পড়ে।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৯

অপ্‌সরা বলেছেন: গুড! :)

চট্রগ্রাম খাগড়াছড়ি বান্দরবান আসলেই সুন্দর!!

চান্দের গাড়ি নামটাও সুন্দর!

তবে এই লেখার নামাকরণের সার্থকতা বুঝায় দাও।

নাইলে পোড়া বেগুন ভাইয়ার মত সবাই ভাববে পাগল কোথা হেথা?

যাইহোক আমার ধারণা ঐ যে কলে বদনা লাগানো পিকচারটার কারণেই এই লেখার এমন নাম তাই না??

২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগার মিরর একবার মন্তব্য করেছিলেন, ব্লগ একটা পাগলের আড্ডাখানা, আর আমরা সবাই পাগল। তাই এই শিরোনাম দিসি আপু।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: মোহাম্মদ গোফরান ,




সুন্দর তথ্য আর ছবি দিয়ে পোস্ট। কিন্তু শিরোনামের সাথে লেখার মিল খুঁজে পেলুম না।
আপনি কি বলতে চেয়েছেন , ৩ পার্বত্য এলাকায় বা দেশ ভ্রমনে পাগল ছাড়া আর কেউ যায়না ? ক্লিয়ার নই.... :(

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: স্যার,

এই পোস্টে আপনি মন্তব্য করবেন বুঝতে পারিনি, শেষের দিকে দেখুন আমি লালন শাই এর কথা বলেছি, 'পাগল ছাড়া দুনিয়া চলেনা' - একটা লালনগীতি। আর আমরা আসলে সবাই কম বেশি পাগল। একটা আর্টিকেল পড়ছিলাম প্রতিটি মানুষ দৈনিক গড়ে ৩০% পাগলামি করে। কেউ টাকার পাগল, কেউ ভালোবাসার পাগল, কেউ ক্ষমতার পাগল কেউ বা ব্লগের জন্য পাগল। একজন ব্লগ পাগলা ব্লগার ছিলেন। এখন নেই। তিনি যাওয়ার পর থেকে আমি সহ সবার পোস্টে পাঠক কমে গেসে। হয়তো এই কারণে এটা শিরোনাম দিসি।♥️

৬| ২৩ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৭

কামাল৮০ বলেছেন: অনেক জায়গায় গেছি কিন্তু সুধু ভ্রমনের জন্য কোথাও যাওয়া হয় নাই।সুধু ভ্রমনের জন্য গেলে মনে হয় অন্য রকম লাগতো।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:০৭

মোহাম্মদ গোফরান বলেছেন: খুব প্রিয় মানুষ গুলোর সাথে ভ্রমণ আমি খুব উপভোগ করি।

৭| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
চমৎকার ছবি ব্লগ।
পাহাড়-সমুদ্র-বন ভ্রমণে আমারও পছন্দের।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:২৫

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই,

আমি আপনার সব পোস্ট পড়ি। আমি জানি আপনি ভ্রমণ প্রিয় মানুষ।

৮| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন: আপনি দুর্দান্ত সব সুন্দরী মদেলদের সান্নিধ্যে ঘুরে বেড়ান দেশের দর্শনীয় সব স্থানগুলোতে। মহা ভাগ্যবান আপনি!!

হিংসা মেশানো খানিকটা ঈর্ষা :) :)

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দরী ঠিক আছে, কিন্তু এখানে যে দুইজন আছে ওরা তো মডেল নয়। একজন একজন একসময় মডেল ছিল। এখন ফ্যাশন ডিরেক্টর, রানওয়ে ডিরেক্টর ও গ্রুমার। অন্যজন একটি এনজিও এর বাংলাদেশ হেড।পথ শিশুদের নিয়ে কাজ করে।আমার বেস্ট ফ্রেন্ড।

ভাই আমি সাধারণ মানুষ। একটু আবেগী।আমাকে ঈর্ষা করার মতো কিছুই আমার মধ্যে নেই।

♥️

৯| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৬

শেরজা তপন বলেছেন: দুঃখিত টাইপো 'মডেল' হইবে

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ইটস ওকে শেরজা ভাই, থ্যাংকস মন্তব্য করার জন্য।

১০| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পোস্টের সাথে শিরোনামের মিল নেই। তবে ছবি ব্লগ ভাল হয়েছে।

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: উপরের প্রতি মন্তব্যে ব্যাখ্যিত হয়েছে। ধন্যবাদ মাইদুল ভাই।

১১| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্ণনাটা দারুণ হয়েছে।

২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ মশিউর ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.