নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

হালাল রোজগারে সৃষ্টিকর্তা বরকত না দিলে অনেক মানুষ খেতে না পেরে মারা যেতো।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩৩

আজ অফিসে দুইজন জয়েন দিয়েছে। একজন পিওন, একজন সিকিউরিটি গার্ড।এতোটুকু স্বাভাবিক। যেটা অসাধারণ সেটা হলো দুইজন পিতা পুত্র। পিতাকে জিজ্ঞেস করলাম ছেলেকে পড়ালেখা না করিয়ে এই বয়সে চাকুরী কেন করতে দিচ্ছেন? শান্ত ভাবে উত্তর দিলেন- ক্ষুধার যন্ত্রণায়। বড় ছেলেকে এইচ এস সি পাস করিয়েছেন। এক মেয়েকে বিয়ে দিয়েছেন।ছেলে একটা গার্মেন্টস এর ফ্লোর সুপারভাইজার।গার্মেন্টসের এক মেয়ের পাল্লায় পড়ে তাকে বিয়ে করে, তার প্ররোচনায় আলাদা।বৃদ্ধ মা বাবাকে দেখে না। মেয়ের অভাবের সংসার।

তাই এই বয়সে তিনি সিকিউরিটি গার্ড এর কাজ করছেন। সামান্য বেতনে আরেক ছেলে, এক মেয়ে স্ত্রী তিনি নিজে। ঘর ভাড়া, খানা মিলিয়ে সারভাইব করা অসম্ভব। সব কিছুর দাম বাড়তি। মধ্যবিত্ত নিম্নবিত্তের যেখানে চলতে খবর হয়ে যাচ্ছে সেখানে দরিদ্ররা কতো মানবেতর জীবন যাপন করছে তা বলার অপেক্ষা রাখেনা।

ছেলেটিকে দেখতে ছোট মনে হলেও ওর বয়স ১৯।সিকিউরিটির মনের অবস্থা বুঝার চিন্তা করলাম। যে বয়সে ছেলেটির পড়ালেখা করার কথা সে বয়সে তিনি যেখানে কর্ম করেন সেখানে কর্ম করবে তার নিজের সন্তান শুধু দারিদ্রতার কারণে। তার সামর্থ্য থাকলে হয়তো ছেলেকে পড়া লেখা করাতেন। কিন্তু বিধিবাম ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। পিতা পুত্র মিলে সারাদিন ডিউটি করে মাস শেষে হাজার বিশেক টাকা রোজগার করবে।তার চোখের সামনে ছেলেটির বয়সি ছেলে মেয়েরা যখন কলেজে পড়া লেখা করতে যায় তার কেমন লাগে! এই সামান্য টাকা দিয়ে থেকে খেয়ে পড়ে বেঁচে থাকবে ৫ জন মানুষ।

খেটে খাওয়া হালাল রোজগার এর মধ্যে যে বরকত ও শান্তি আছে সে শান্তি অবৈধ ভাবে হওয়া কোটিপতিও পায়না।আমরা লাখ টাকা সেলারি পেয়েও কাভার করতে পারিনা। আর ওরা মাত্র ২০ হাজার দিয়ে কত সুন্দর ভাবে চলে যায়।
গরীবের অফিসে ২ জন খেটে খাওয়া।ছেলেটা নিজেই তার বাবাকে অফিসে চা বানিয়ে খাইয়েছে জয়েনিং এর ১ম দিনই।

মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:


ছেলেটির পড়ার খরচ সরকার দিলে কেমন হতো?

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৭

মোহাম্মদ গোফরান বলেছেন: অমন সরকার আমাদের ভাগ্যে জুটবে না।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৮

কামাল৮০ বলেছেন: হালাল বিশ হাজার কি পঁচিশ হাজার হয়ে যায়।বাকি পাঁচ হাজার কি আল্লামিয়া দেয়।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সুবাহানাতাআলা তাঁর রজ্জাক নামের উছিলায় সকল প্রাণী কে রিজিক দিয়ে থাকেন।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২০

মরুভূমির জলদস্যু বলেছেন: বরকতের বিষয়টা কামাল৮০ বুঝেও বুঝতে চান না।

২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: এই জন্যই তো বুঝাইনাই।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫১

কামাল৮০ বলেছেন: বরকত আরবি শব্দ।এর অর্থ আমি সত্যি বুঝি না।আপনারা দুই জন আমাকে একটু বুঝান।আমি বুঝতে চাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: বরকত মানে কম রোজগার দিয়েও সম্মানের সাথে চলা।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৩৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: বরকত না থাকলে অনেক আয় করা সত্ত্বেও সেটা থাকে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪০

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক।

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৪৭

নাহল তরকারি বলেছেন: এটা ইসলামিক পোস্ট হয়ে গেলো না!!! নাস্তিকরা তো আপনাকে পচাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দেশে নাস্তিকের সংখ্যা ১% এরও কম।যারা নাস্তিক ভান ধরে তাদের ৯৯% কোন না কোন নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী। এদের যুক্তি এরা দেখাবেন আমি যুক্তি দিয়ে খন্ডন করব। এটাই ব্লগিং।

আমার পোস্টে জামাত,কাঠমোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী আসার সম্ভাবনা ০% এর ও কম।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১২

মৌন পাঠক বলেছেন: বরকত বলতে কি বুঝে নেব?

কমদামি চাল কেনা, মাসের ২ দিন পোল্ট্রি আর বাকি দিন ডিম!

এক কাপড়ে ৫-৭ বছর চলে যাওয়া!

লাঞ্চ টাইম এ ১টা দুধ চা আর রুটি ১০ টাকায় কমপ্লিট!

ও হ্যা মাঝে মাঝে দুপুরের খাবার ই সকাল কাভার!

১ জনের রুমে ৪ জন বাস!

+

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: বরকত বলতে তৃপ্ত। অনেকে ওয়েস্টিনে বুফে খেয়েও তৃপ্ত হয়না। আবার বরকত প্রাপ্ত লোক আলু ভর্তা ডাল খেয়েও তৃপ্তিদায়ক ঢেকুর উঠান।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৩৬

কামাল৮০ বলেছেন: @সাচু,আপনি পাঁচ বার বলেছেন বলেই আমার নামাজের কথা মনে পড়েগেল।এই জন্য ব্লক করতে হবে।সবাই যদি ধর্মের পক্ষে বলি তাহলে আমরা জানবো কেমন করে ধর্মের গভীর রহস্য।বিপক্ষে বলার জন্য কাউকে তো থাকতে হবে।

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ পঁচিশ বছর বয়সে আয় উপার্জন করে জীবনটাকে উপভোগ করাটাই সবচেয়ে ভালো মনে হয়।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সঠিক। যে কোন পরিশ্রমের ও বৈধ কাজ করা সম্মানজনক।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: @ কামাল৮০ - আমার পোস্টটা ছিল নরনারীর ভালোবাসা নিয়ে। আমি বলেছিলাম ''স্ত্রীকে/প্রেয়সীকে আই লাভ ইউ বলার অবশ্যই দরকার আছে। দিনে অন্তত ৫ বার বলা উচিত।" এটা তো কোন ধর্মীয় পোস্ট ছিল না। আপনি কেন ধর্মকে ব্যাঙ্গ করার জন্য এই কথার মধ্যে ৫ ওয়াক্ত নামাজের প্রসঙ্গ টেনে আনলেন? আপনার বেশীর ভাগ মন্তব্য ধর্ম বিদ্বেষপূর্ণ। সমালোচনা আর ধর্ম বিদ্বেষ এক জিনিস না। মডারেটর বহুবার এই কথা ব্যাখ্যা করেছেন। ধর্মকে নিয়ে ফান/ মকারি করাও ঠিক না।

আপনার কমেন্টটা আপত্তিকর ছিল বলেই মডারেটর সেটা মুছে দিয়েছিলেন। ধর্ম বিদ্বেষের কারণে আপনাকে আমি কয়েকবার ব্লক করতে বাধ্য হয়েছি অতীতে। পরে আবার ব্লক মুক্ত করেছি। আপনি শুধ্রাচ্ছেন না। আপনি যা করছেন সেটা যে ধর্ম বিদ্বেষ সেটাও আপনি বুঝতে পাড়ছেন না। অনেকটা গেছো দাদার মত। উনি ব্যাঙ্গ, বিদ্রুপকে রম্য বলে চালানোর চেষ্টা করছেন। আপনি পোস্ট না দেয়া সত্ত্বেও আপনার অন্তত দুইটা নিক ব্যান করা হয়েছে। তাহলে চিন্তা করুন কতটা আপত্তিকর আপনার মন্তব্য। আপনার এই ব্যাপারগুলি নিয়ে চিন্তা করা উচিত।

এটা অন্য ব্লগারের পোস্ট তাই দয়া করে এখানে আর কিছু লিখবেন না।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: সাচু ভাই আমি ২ টা মাল্টি ও ২ টি ছাইয়া নিক কে ব্লক করতে চাই। কিভাবে ব্লক করতে হয় জানি না। একটু শিখান প্লিজ।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫৫

মৌন পাঠক বলেছেন: তৃপ্ত না হইয়া উপায় নাই, সারাদিন হাড়ভাংগা খাটুনির পরে পেটে যা ই পরে তা ই অমৃত

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজন কে চিনি যার দৈনিক ইনকাম ১ লাখ। সারাদিন পরিশ্রম করে। কিন্তু তার ইনকাম টা অসৎপথে। আন ইথিকাল। সে লাস্ট কবে সাউন্ড স্লিপ দিসে সে জানেনা। রিক্সাওয়ালার রাত ১০ টায় ঘুমাতে গিয়ে ৫ মিনিটের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০১

অঙ্গনা বলেছেন: একদিকে এই বাবা কিন্তু অনেক লাকি।
ছেলের হাতে বানানো চা অফিসে এসে পাইতাছেন। উ নো আপনে ও গ্রেট একটা কাজ করছেন দুইজনকে জব দিয়ে। একটা থ্যান্কস ডিজার্ভ করেন।
অনেকেই দুইজনকে একসাথে জব দিতে চায় না। ভাবে হয়ত বাপছেলে মিলে চুরি করবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৫

মোহাম্মদ গোফরান বলেছেন: কটা কম্পিউটার লেপটপ টেলিফোন সেট ছাড়া অসিসে চুরি করার কিছু নেই। বর্তমানে পিওন বুয়া ড্রাইভার পাওয়া খুব জঠিল।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:০৮

অঙ্গনা বলেছেন: নো নো আমি এইসব চুরির কথা মিন করি নাই।
ঐ যে শপিং থাইক্কা চুরি।

ট্রু মুশকিলই সবাই নিজের স্টযাটাস চেন্জ করতে হার্ডলি ট্রাই করে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: না তারা দুইজন এগুলো করার সম্ভাবনা নেই। আর টুকটাক চুরি আসলে দেশের অধিকাংশ চাকুরীজীবিই করে কোন না কোন ভাবে।

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৯

Ml Ali বলেছেন: যারা চাকুরীর জ‍ন‍্য লেখাপড়া করে তাদের লক্ষ্য চাকুরী। আর কেউ চাকুরি করে তৃপ্ত থাকলে তার কিসের জন্য পড়ালেখা?

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: পড়া লেখা ছাড়া চাকুরী কিভাবে পাবে তাহলে।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:২৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: গোফরান ভাই কাউকে ব্লক করার নিয়ম নীচে দিচ্ছি -

১। প্রথমে উপরে ডান পাশে আপনার নিকের যে ছবি আছে তার ডান পাশে ডাউন অ্যারো ক্লিক করবেন।
২। এবার কমেনট মডারেশন ক্লিক করুন।
৩। এবার বাম পাশে মাঝের দিকে অন্যান্য তালিকার অধীনে পাবেন নিষিদ্ধ তালিকা। ওখানে ক্লিক করুন।
৪। 'নিষিদ্ধ তালিকায় এড করুন' এই লেখাতে ক্লিক করুন।
৫। একটা বক্স আসবে। ঐ বক্সে নির্দিষ্ট ব্লগারের নাম কপি পেস্ট করতে হবে। এই নাম পেতে হলে প্রথমে ঐ ব্লগারের ব্লগে যেতে হবে। তখন ল্যাপটপের উপরের দিকে 'ইউআরএল'(URL) এই রকম আসবে Click This Link (আমার নিজের নিকের উদাহরণ দিলাম)
আপনাকে নিতে হবে শুধু URL এর শেষের অংশ, অর্থাৎ shaarechuattor । এটাকে ঐ বক্সে কপি পেস্ট করতে হবে।
৬। তারপর 'নিষিদ্ধ তালিকায় এড করুন' ক্লিক করতে হবে।

বাস কেল্লা ফতে। :) এবার শান্তিতে ব্লগিং করুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫২

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ সাচু ভাই। আমি সব জানতাম একটি। ইউ আএ এল সম্পূর্ণ অংশ দিচ্ছিলাম। শুধু যে শেষে অংশ দিতে হবে বুঝতে পারিনি। কৃতজ্ঞতা জানবেন।♥️

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৬

মোগল বলেছেন: +++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ এতো গুলো +++ এর জন্য।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক পোলারে যেটুকু লেখা পড়া করাইয়া গার্মেন্টসে চাকুরী দিলো, সেই পোলা কোন মাতারীকে বিয়া কইরা বাপ মায়ের খোঁজ নেয়না, তাই কোন রিস্ক না নিয়া ছোট পোলারে
লেখা পড়া না করাইয়া পিয়নের চাকুরী দিয়া নুন ভাতের ব্যবস্থা করছে এটা ভালোনা?

২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: লোকটার দেশের বাড়ি কিন্তু বরিশাল নূরু ভাই। বুদ্ধি আছে।

১৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: বরকত কী জিনিস তা জানি না তবে দিনশেষে শান্তির ঘুমটাকেই বড় বলে আমি মনে করি । স্বল্প আয়ে পুষ্টিকর খাবার এখন পাচ্ছি না এটা ঠিক আবার যা পাওয়া যাচ্ছে অতিরিক্ত দামে তাতেও দেখছি ও শুনছি একদম খাঁটি নয় । তবুও খারাপ লাগে যে অন্যরা খেতে পারছে দেদারসে আর আমি কিনা সেই আলুর দম চাটি । আক্ষেপ আছে ও থাকবে এখানে আক্ষেপকে জড়িয়ে একটা শান্তির ঘুম হওয়াটাই না হয় স্বর্গসম ধরে নিই !!

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। বরকত সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে পারেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.