নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

মানুষ মরে গেলে পোঁচে যায়। কিছু মানুষ বেঁচে থাকলে হিংসায় মরে যায়।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫



মানুষ আসলে ৩ কারণে আপনাকে হিংস করেঃ
১) আপনার যা আছে তা তার নাই।
২) সে আপনার মতো হতে চায় পারেনা।
৩) আপনার লাইফ স্টাইল টা তার কাছে স্বপ্নের মতো। সে কখনো আপনার মতো হতে পারবেনা। তাই হিংসা করে।

মানুষ কেন হিংসা করে? হিংসুকরা আসলে মানসিক রোগী। এদের জন্য করুণা হয়।

আমাদের সমাজে এরকম অনেক সাইকো আছে যারা বিনা কারণে মানুষকে হিংসা করে। আপনার একটা সুন্দর বাইক আছে হেতের নাই , আপসারাফ হিংসা করবে, আমাদের গ্রামে এক হিংসুক পুকুরে বিষ দিয়ে হিংসা থেকে মাছ মেরে ফেলেছিল। শুধু হিংসা থেকে মানুষ কতো নীচে নামতে পারে তার প্রমাণ পেতে বেশীদূর যেতে হবেনা। আশে পাশেই দেখতে পারবেন।


হিংসা একটি মারাত্নক মানসিক রোগ, সামাজিক ব্যাধি, ও সকল ধর্ম মতে পাপ কার্য । আসুন সবাই মন থেকে হিংসা মুছে ফেলে মানুষের মতো আচরণ করি। আপনাকে কেউ হিংসা করলে করতে দিন, কারণ আপনার যে গুণ আছে তা তার নাই বলেই কিন্তু সে হিংসা করছে এটা এখন ক্লাস ২ এর বাচ্চারাও বুঝে। হিংসা মানুষের ভালো কাজ নষ্ট করে। আমরা যাদের হিংসা করি তাদের সুখের চেয়ে আমাদের হিংসা সবসময় দীর্ঘস্থায়ী।

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

সোনাগাজী বলেছেন:


আপনি ক্যাচালে বিচলিত হচ্ছেন কেন?
ক্যাচাল পড়ার লোকজন আছে বলেই এরা ক্যাচাল দিচ্ছে ব্লগে। এরা কয়েকজন মিলে সামুকে ক্যাচালের আড্ডায় পরিণত করেছে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এটা নিছক একটা হিংসুক ও নোংরা লোকদের নিয়ে দেয়া পোস্ট। কে ক্যাচাল করসে কে কি করছে এগুলো দেখার সময় কই ?

২| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

অনল চৌধুরী বলেছেন: ভালো লিখেছেন।
এই নোংরা হিংসা-পরশ্রীকাতরতার স্বভাবই বাংলাদেশের সব সমস্যার প্রধান কারণ।
যেজন্য এই জাতি হাজার বছর গোলাম ছিলো। আর এখন স্বাধীনতার নামে নিজেদের ধ্বংসের প্রতিযোগিতা করছে।
এই ব্লগের নোংরা হিংসুটে-পরশ্রীকাতরদের একটা তালিকা দিলে আরো ভালো হতো , যারা বস্তি থেকে ব্লগে এসে ব্লগটাকেও তাদের হিংসা দিয়ে বস্তি বানিয়ে ছেড়েছে।
আমি দিচ্ছি। ১। জংলী রানার।২। নতুন।৩ মিরর ৪। সোনালী কাবিন ৫। উদাসী ওরফে সাসুম ওরফে রেজাউল ৮৮ ৬।এস এম মামুন অর রশীদ ।[/s ‍]
আর এদের নাটের গুরু+গডফাদারের নাম তো সবাই জানেন।
এদের কারো ১ লাইন লেখার ক্ষমতাও নেই কিন্ত আছে শুধু অন্যের লেখায় গিয়ে নোংরামি করার বিশেষ পারদর্শীতা।
এভাবেই এইসব বস্তিবাসী নোংরা-নীচ-নষ্টরা দেশ-জাতি-সমাজ নষ্ট করছে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি রানা ভাই, নতুন ভাই, এবং মিররকে পছন্দ করি। আপনি যাদের নাম দিয়েছেন প্রত্যেকের সাথে আমার সম্পর্ক ও ব্লগীয় ইন্টারেকশন খারাল না। রেজাউল ৮৮ কে আমার ভালো লাগে।

০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ভুয়া, জটিল ও ভুয়া, ফেক ইউ গং ও নাটের গুরুর একটা ০০৭ সম্বলিত নিক ছাড়া আমাকে আর কেউ গালি দেয়নি।

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৬

নতুন বলেছেন: এই ব্লগের নোংরা হিংসুটে-পরশ্রীকাতরদের একটা তালিকা দিলে আরো ভালো হতো , যারা বস্তি থেকে ব্লগে এসে ব্লগটাকেও তাদের হিংসা দিয়ে বস্তি বানিয়ে ছেড়েছে।
আমি দিচ্ছি। ১। জংলী রানার।২। নতুন।৩ মিরর ৪। সোনালী কাবিন ৫। উদাসী ওরফে সাসুম ওরফে রেজাউল ৮৮ ৬।এস এম মামুন অর রশীদ ।[/s ‍]
আর এদের নাটের গুরু+গডফাদারের নাম তো সবাই জানেন।
এদের কারো ১ লাইন লেখার ক্ষমতাও নেই কিন্ত আছে শুধু অন্যের লেখায় গিয়ে নোংরামি করার বিশেষ পারদর্শীতা।
এভাবেই এইসব বস্তিবাসী নোংরা-নীচ-নষ্টরা দেশ-জাতি-সমাজ নষ্ট করছে।

সুধু কাগজের সাটিফিকেট থাকলেই যে তাকে শিক্ষিত বা জ্ঞানী বলা যায় না সেটা চৌধুরী সাহেব কে না দেখলে আমি জানতাম না।

ব্লগের যেই কয়জনের সাথে ব্যক্তিগত ভাবে আমার পরিচয় হয়েছে তারা সবাই খুবই হাস্যজ্জল/বিনয়ী জ্ঞানী মানুষ। শুধু মাত্র ১ জন চৌধুরী সাহেব কেই পাইলাম যার ইগো হিমালয়ের চেয়েও বিশাল =p~

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩৯

মোহাম্মদ গোফরান বলেছেন: ফেক ইউ, ছুপা মফিজ, ভুলভার্ন ও নাটের গুরুর ০০৭ সম্বলিত একটি মাল্টি নিক থেকে শুধু মাত্র ব্লগার চাঁদগাজীর সাথে একটু ভালো ব্লগিয় ইন্টারেকশন থাকার অপরাধে নোংরা গালি দিসে। আমার ব্লগের প্রোফাইল পিকে একটি মেয়ে আছে, তাকে নিয়েও গালিযুক্ত নোংরা ইংগিত করেছে সুশীলতার মুখোশ পড়া নারী বিদ্বেষী হিংসুক গালিবাজ, রিভার্স নিক ফেক ইউ।

৪| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

অনল চৌধুরী বলেছেন: এতো নীতিকথা লেখেন কিন্ত এটা জানেন না যে আপনার সাথে একটা জঘণ্য ব্যাক্তির সুসম্পর্ক থাকলেও সে দেশ-জাতি এবং সমাজের জন্য ক্ষতিকর হতে পারে?
একথা সবার জন্য্ প্রযোজ্য।
বাক্তিগত চিন্তা বাদ দিয়ে সবারই জাতীয়ভাবে চিন্তা করা উচিত।
আর এদের সবার ১ লাইন লিখতে ব্যর্খতা কিন্ত ব্যাক্তিগত আক্রমণমূলক বিষধর-নোংরা মন্তব্যগুলি পড়লে না বোঝার কথা না যে এরা কোন জাতের লোকজন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই,
নতুন ভাই ধর্ম বিকৃতকারী ওয়াজি কাঠমোল্লা ও বিম্পির মুখোশের আড়ালে জামাত-,শিবির মানসিকতার ব্লগারদের গদাম দেন। তাঁর সাথে আপনার প্রবলেম কি পরিমিনি ইস্যু নিয়ে? যদি তাই হয়, পরিমনিকে নিয়ে একটা পোস্ট আমি লিখবো। সে পোস্টে ব্যক্তি আক্রমণ বিহীন গঠনমূলক যৌক্তিক আলোচনা হবে।

৫| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৪

অনল চৌধুরী বলেছেন: নতুন, আমার শিক্ষাগত যোগ্যতার যতোগুলি সনদপত্র আছে, ততোগুলি আরবের শ্রমজীবি আপনি ইহকালে কোনোদিন অর্জন করতে পারবেন না।
বিন্ত আমার সবচেয়ে বড় সনদপত্র হলো গত ৩০ বছর ধরে পত্রিকা,বই ,ফেসবুক এবং এই ব্লগের এবং লেখাগুলি-যেসব বোঝার মতো ক্ষমতা আপনার কোনোদিনও হবেনা।
আপনাকে কেউ কোনোদিন ১ টা লাইনও লিখতে দেখেনি। কিন্ত সবাই দেখছে ব্যাক্তিগত আক্রমণ করা বিষধর-নোংরা মন্তব্যগুলি।
সারাদিন কাজ শেষে এইসব করার জন্য্ আপনারা ৬ জন ব্লগে আসেন।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৪

মোহাম্মদ গোফরান বলেছেন: আসুন আমরা একে অপরকে সম্মান করে (জামাত শিবির মানসিকতার গুলো ছাড়া) নিজেরা সম্মানিত হই।

৬| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নতুন বলেছেন: থম প্রথম সবাই তাঁকে চিনতে পারেনি,তাই তার দেয়া স্টাটাস গুলোকে অনেকে সিরিয়াসলি নিতো পরে যখন বুঝতে পারছে তার মন নোংরা তখন সে এবং তার মতো কয়েকটি বলদ ও তার নিজ্বস্ব ফেক আইডি ছাড়া কেউ কমেন্ট/লাইক দিতোনা। শেষ পর্যন্ত এমন পরিণতি হয়েছিল মহিলা সারারাত ঘুমাতে পারতোনা হিংসার কারণে। একটি ছেলে সুন্দর জি এফ নিয়ে ঘুরছে মহিলার জ্বলতো, একটি মেয়ে সুন্দর বি এফ নিয়ে ঘুরছে বাভালো বিরিয়ানি রান্না করে ফেবুতে স্টোরি দিসে তার জ্বলতো। বস্তিটা যাদের হিংসা করতো তাদের কিছুই হতোনা, দিন শেষে নিজেই নিজের হিংসার আগুনে জ্বলে পূড়ে যেতো।
আমাদের সমাজে এরকম অনেক সাইকো আছে যারা বিনা কারণে মানুষকে হিংসা করে। আপনার একটা সুন্দর বাইক আছে হেতের নাই , আপসারাফ হিংসা করবে, আমাদের গ্রামে এক হিংসুক পুকুরে বিষ দিয়ে হিংসা থেকে মাছ মেরে ফেলেছিল। শুধু হিংসা থেকে মানুষ কতো নীচে নামতে পারে তার প্রমাণ পেতে বেশীদূর যেতে হবেনা। আশে পাশেই দেখতে পারবেন।
হিংসা একটি মারাত্নক মানসিক রোগ, সামাজিক ব্যাধি, ও সকল ধর্ম মতে পাপ কার্য । আসুন সবাই মন থেকে হিংসা মুছে ফেলে মানুষের মতো আচরণ করি। আপনাকে কেউ হিংসা করলে করতে দিন, কারণ আপনার যে গুণ আছে তা তার নাই বলেই কিন্তু সে হিংসা করছে এটা এখন ক্লাস ২ এর বাচ্চারাও বুঝে। হিংস মানুষের ভালো কাজ নষ্ট করে। আমরা যাদের হিংসা করি তাদের সুখের চেয়ে আমাদের হিংসা সবসময় দীর্ঘস্থায়ী।


এই কথাগুলি তো ১০০০০০% চৌধুরী সাহেবের সাথেই মেলে। আপনি কামেল লোক, ঠিক ই মানুষ চিনেছেন। ;)

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ভাই ২/৩ টা মাল্টির আমারে ইয়ের গন্ধ না শোকালে পেটের ভাত হজম হয়না। কিছু দিন পর বাপের নাম ইয়াদ করে হিংসায় কাতর হয়ে পোস্ট ও মন্তব্য প্রসব করে।

৭| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

অনল চৌধুরী বলেছেন: নিতুন, আপনার জন্য এর চেয়ে ভালো লেখা আর কিছু হতে পারেনা।কুকুরের লেজ কি সোজা হয়?
একবার ভাবেন, যার সম্পর্কে মন্তব্য করছেন, তার অবস্থান কোথায় আর আপনি নিজে কি।
সারাজীবন আরবে শ্রম দেয়া ছাড়া দেশ জাতি সমাজের জন্য ভালো কিছু করা দূরে থাক, পরিবার থেকে সাধারণ ভদ্রতা-সভ্যতা শিখলেও কেউ একটা জ্ঞান-চর্চার স্থানে এভাবে কথা বলতে পারেনা।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রত্যেক পেশা সম্মানিত। আমি দুবাই ছিলাম। সেখানে ৩ বছর জব করি। আসুন সবার পেশার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করি।

৮| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নতুন বলেছেন: অনল চৌধুরী বলেছেন: নতুন, আমার শিক্ষাগত যোগ্যতার যতোগুলি সনদপত্র আছে, ততোগুলি আরবের শ্রমজীবি আপনি ইহকালে কোনোদিন অর্জন করতে পারবেন না।
বিন্ত আমার সবচেয়ে বড় সনদপত্র হলো গত ৩০ বছর ধরে পত্রিকা,বই ,ফেসবুক এবং এই ব্লগের এবং লেখাগুলি-যেসব বোঝার মতো ক্ষমতা আপনার কোনোদিনও হবেনা।
আপনাকে কেউ কোনোদিন ১ টা লাইনও লিখতে দেখেনি। কিন্ত সবাই দেখছে ব্যাক্তিগত আক্রমণ করা বিষধর-নোংরা মন্তব্যগুলি।
সারাদিন কাজ শেষে এইসব করার জন্য্ আপনারা ৬ জন ব্লগে আসেন।
.

ভাই আপনার সাথে আমার পরিচয় নাই। আমি আবর দেশে শ্রমজীবি তাই বলে আপনার কেন ধারন হইলো যে আপনার আমার চেয়ে কয়েক দিস্তা বেশি সাটিফিকেট আছে? আর থাকলেই যে আপনি বিরাট কিছু একটা হয়ে গেছেন? ব্লগে কেউই কি জিঙ্গাসা করেছে যে আপনার কয় দিস্তা সনদপত্র আছে?

আপনি ব্লগে এসেছেন সেইদিন, ব্লগে আমি আছি আপনার ৩ গুন বেশি সময় ধরে, আপনি ব্লগের আরেক জন মানুষকে নিয়ে আসেন যে বলুক যে আমি মানুষ খারাপ অথবা আমার সম্পর্কে বাজে কোন ধারনা আছে?

আর শ্রমজীবি হিসেবে আমি কি করি সেটার ঢোল আমি কখনোই পেটাই না। যাদের সাথে ব্যক্তিগত পরিচয় আছে তারা জানে। আমি কি করি আমি কেমন মানুষ।

আর আমি মানুষে কি করে বা কতটাকা পয়শার অর্জন করেছে সেটা দিয়ে মুল্যায়ন করিনা।

একজন মানুষ আমাকে কতটুকু আন্তরিক ভাবে ট্রিট করে সেটাই আমার কাছে সেটাই আসল।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই বাদ দেন।

৯| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪২

অনল চৌধুরী বলেছেন:
আমার ৩ গুন বেশি আগে সময় ধরে ব্লগে লিখে ১ টা লেখাও কি লিখেছেন, যেটাকে কোনো লেখা বলা যায় !!!!!!
এই ব্লগের জন্মেরও ৩ গূণ সময় আগে খেকে আমি লেখালেখি করি।
সুতরাং কে প্রবীণ এটা নিয়ে তর্ক করা মূর্খতা।
ভিক্ষুককে কেউ হিংসা করেনা, করে রাজা-মহারাজাকে।
এটা শুধু ‍সম্পদের ক্ষেত্রে না, যোগ্যতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫১

মোহাম্মদ গোফরান বলেছেন: নতুন ভাই ইচ্ছে করেই লিখেন না। কয়েকজন বলদ আছে জীবনে একটা মৌলিক পোস্ট লিখেনাই খালি মানুষের পেছনে লাগা আর ক্যাচাল করা।

১০| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪

নতুন বলেছেন: অনল চৌধুরী বলেছেন: নিতুন, আপনার জন্য এর চেয়ে ভালো লেখা আর কিছু হতে পারেনা।কুকুরের লেজ কি সোজা হয়?
একবার ভাবেন, যার সম্পর্কে মন্তব্য করছেন, তার অবস্থান কোথায় আর আপনি নিজে কি।
সারাজীবন আরবে শ্রম দেয়া ছাড়া দেশ জাতি সমাজের জন্য ভালো কিছু করা দূরে থাক, পরিবার থেকে সাধারণ ভদ্রতা-সভ্যতা শিখলেও কেউ একটা জ্ঞান-চর্চার স্থানে এভাবে কথা বলতে পারেনা।


আপনার প্রতি রাগ উঠা খুবই সাভাবিক। কিন্তু আসলে করুনা হয়।

নিজেকে এত বড় মনে করার কিছুই নাই। আর কিভাবে একজনকে এমন সব কথা বলতে পারেন আপনি সেটাই ভাবি আর হাসি পায়। আশা করি কোন একদিন আপনার অহংকারের বড়াই কমবে /:)

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কিছু বলদ আছে মাল্টি থেকে গুগল আর ইউটুব ভিডিও দেখে দেখে পোস্ট দিয়ে বিরাট বিজ্ঞানী সাঁজে।

১১| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫

নতুন বলেছেন: বেশীরভাগ বাঙ্গালী তিনবেলাই রাক্ষসের মতো চামচ ছাড়া হাত দিয়ে নোংরাভাবে ভাত খাওয়ার হাভাতে স্বভাব ছাড়তে পারলে দেশের অনেক উন্নয়ন হতো।- অনল চৌধুরী

মনে পরেছে আপনি ঘন্টার পর ঘন্টা গবেষনে করে উপরের কমেন্ট প্রসব করেছিলেন এবং তার প্রতিবাদ করার জন্যই্ আমি খারাপ হয়েছিলাম।

=p~

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: বাঙালী আসলে ভাত বেশি খায় এটা সত্য। আর গালি দেয়। ব্লগের গালিবাজ দের দেখলেই বুঝা যায় বাঙালী কতো নোংরা ভাষায় গালি দিতে পারে।

১২| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:১৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
এক ;)

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ;) মিলে গেসে।

১৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ৯:৫৪

জগতারন বলেছেন:
এই যে আরম্ভ হলো ক্যাচাল, আমি যাই (প্রস্থান করি)।

০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগে ক্যাচাল থাকবে, কিন্তু মাল্টি গালিবাজ গুলো ক্যাচালের নামে ব্যক্তি আক্রমণ ও গালিগালাজ করে ব্লগকে বস্তি বানিয়ে ফেলে।

১৪| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:১৩

অনল চৌধুরী বলেছেন: আমি যা বলেছি সেটা ১০০% সত্য।
বাংলাদেশের অধিকাংশ লোক চামচ ছাড়া হাত দিয়ে অত্যন্ত নোংরাভাবে অতিরিক্ত ভাত খায়,যেটা তাদের শরীর বা স্বাস্থ্যের কোনো কাজে লাগেনা
আমি কি বলি সেটা বুঝতে গেলে আপনাকে কয়েক লক্ষবার পৃথিবীতে জন্ম নিতে হবে।
আপনি সবসময়ই যুক্তি দিয়ে লেখার সমালোচনা না করে নোংরা ব‍্যাক্তিগত আক্রমণ করেন যেটা এই ব্লগ ছাড়া কোনো সভ‍্য সমাজে গ্রহণ যোগ্য না।
আমি নিজেকে কি মনে করবো সেটা আমার ব‍্যাপার।
আপনি ঠিক করে দেয়ার কে?????

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি তো হাত দিয়ে খাই। এখন আমাকে কি লোকে খ্যাত মনে করবে? মাছে ভাতেই তো বাঙালী।

১৫| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৩:১৫

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের লোকজন বাংলা কথার মধ্যে অপ্রয়োজনে ইংরেজী বলে, স্যুট-টাই পরে, ফাষ্টফুড-মদ-শীষা খেয়ে আর ডিস্কোতে গিয়ে নেচে আধুনিক হতে চায়।কিন্ত খাওয়ার বেলায় নোংরাভাবে হাত দিয়ে খায় যেটা অত্যন্ত দৃষ্টিকটু।
চেষ্টা করলে চামচ দিয়ে সব মাছই খাওয়া যায়।
বিদেশে বা খাবার দোকানে গেলে কিন্ত সবাই চামচ দিয়েই খাবার খায়।
তাহলে ঘরে খেতে অসুবিধা কোথায় ?
আমার আত্মীয়দেরও কেউ যদি শহরে থেকে হাত দিয়ে ভাত খায়, তাহলে তাকেও আমি ক্ষেতই বলবো।
প্রত্যেকটা বৈধ পেশা অবশ্যই সম্মানিত। কিন্ত নোংরা আচরণেরর মাধ্যমে যেকোনো পেশার লোকই নিজেদের নীচ প্রমাণ করতে পারে এবং এখানেই করছে।

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে ২/১ টা ইংলিশ ওয়ার্ড এখন আমি যে টং এ চা বিড়ি খাই সে টং ওয়ালাও বলতে পারে। কাচ্ছি বিরিয়ানি খাওয়ার সময় নাইফ আর স্পোন দিয়ে খাসির মাংস খাওয়ার মাঝে তৃপ্তি আছে কী?

১৬| ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ৩:৩৫

বিষন্ন পথিক বলেছেন: অনল সাহেব, আমি তো নুডুলসও হাত দিয়ে খাই, আপনার কমেন্ট পড়ে এখন লজ্জ্বায় মিশে যাচ্ছি মাটির সাথে

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে একটা বিখ্যাত মেজবানী দোকান আছে। "মেজ্জান হাইলি আইয়ুন' সেখানে দেশের বিখ্যাত সব মানুষ চট্টগ্রাম আসলে মেজবাজি খেতে যায়। গরুর নলা কালা ভুনা, রসা ভুনা এগুলো আসলে হাতে না খেলে মজা নাই।

১৭| ০৮ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৩০

অনল চৌধুরী বলেছেন: আমি ১০০% নিশ্চিত যে আপনি ঘরের বাইরে এসব খাবার হাত দিয়ে খান না।
ঘর আলাদা জিনিস।

০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: ঘরের বাইরে বিরিয়ানি আর ভাত হাত দিয়ে খাই,

১৮| ০৮ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমি তো হাত দিয়ে খাই। এখন আমাকে কি লোকে খ্যাত মনে করবে? মাছে ভাতেই তো বাঙালী।

ভাই কিছু মানুষের ভাবের জন্যই প্রবাদ বচন গুলি তৌরি হয়।

" দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন..... "

আমাদের সবারই চোদ্দৌগুস্ঠি হাত দিয়ে ভাত খেয়েছে, এখন যদি এটাকে কেউ ছোট করে দেখে তখন সে কত বড় লাটসাহেব সেটা তো জিঙ্গাস করতে ই হয় তাই না।

আর যখন মানুষ ঘন্টার পরে ঘন্টা গবেষনে করে এই জিনিস আবিষ্কার করে ব্লগে প্রসব করে তখন তাকে কি করতে ইচ্চা করে বলেন?????

যেই ফসল যেখানে বেশি জন্মায় সেই এলাকার মানুষ সেটাই প্রধান খাবার হিসেবে নেয়।

বিশ্বের অনেক এলাকাতে আলুই প্রধান খাবার, সেখানে আলুর ঘুটা চামচ ছাড়া খাইয়া মজা নাই।
চীন/জাপানে চপস্টিক দিয়া নুডুলস,আঠালো ভাত খায়

বিশ্বের ৩.৫ বিলিওন মানুষের প্রধান খাবার ভাত যার বেশের ভাগই হাত দিয়ে খায়। ( দক্ষিন এশিয়া, মালোয়েশিয়া, ফিলিপিন, ইন্ডনেশিয়া )

সমস্যা ভাতেও না, হাতেও না। সমস্যা উনার মানুষিকতায় সেই কারনে এর বিরুদ্ধে কথা বলায় আমার উপরে খেপছে, উনি উনার কত দিস্তা সাটিফিকেট আছে, উনি ফেসবুক, ব্লগ, পত্রিকাতে কত আটি বেধেছেন সেটার কাহিনি বলে নিজের ঢোল পেটাতে থাকেন।

এই রকমের মানুষিক রোগি জন্য খারাপ ই লাগে...

১৯| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৭

রানার ব্লগ বলেছেন: যে দেশে যে চল !!! হাত দিয়ে খাবার খাওয়ার যে তৃপ্তি তা কাটাচামচ আর ছুড়ি দিয়ে খেলে কি পাওয়া যাবে ? যাবে না । খাবার খাওয়া একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। বাংলাদেশের মানুষ বাসন ভড়ে হাত দিয়ে ভাত মেখে খাদ্য গলধকরন করতেই আনন্দবোধ করে। আমার প্রপিতামহ থেকে শুরু করে তার পুর্ববর্তি আত্মীয় স্বজন হাত দিয়েই খাবার গলধকরন করেছেন তাদের স্বাস্থের কোনরূপ অবনতি হয় নাই তারা বেশ সুস্বাস্থের অধিকারী ছিলেন শোনা মতে তারা বেশ সুঠামদেহী ছিলেন । আমার বংশের সবার উচ্চতা ছয় ফুটের উপরে। তারা কেউই অসুস্থ্য বা অস্বাস্থ্যকর ছিলেন না ।

হাতে খাবার খেলে যে তাকে আধুনিক বলা যাবে নে এই তথ্য কে দিয়েছে বা কে উদ্ভাবন করেছে জানা নাই । বিশ্বের তিন দশমিক পাঁচ বিলিয়ন মানুষের প্রধান খাবার ভাত যার বেশের ভাগই হাত দিয়ে খায়। (দক্ষিন এশিয়া, মালোয়েশিয়া, ফিলিপিন, ইন্দোনেশিয়া) তাহলে এরা সবাই অধুনিক না। ব্যাপারটা ভাবার মতো । আজকাল শুনেছি ইউরোপিয়ানরাও হাত দিয়ে খেতে আগ্রহী হয়ে উঠছে । জ্ঞ্যানী মানুষের কথা মোতাবেক এরা সবাই আধুনিকতা বর্জন করে অনাধুনিকতা আপন করে নিচ্ছে ।

হায় কি হবে তাহলে বিশ্বের একটি বড় অংশ অনাধুনিক হয়ে পরছে । বিশ্বের সকল স্বশিক্ষিত জ্ঞ্যানী লোকদের উচিৎ কাটাচামচ আর ছুড়ি নিয়ে রাস্তায় নেমে যাওয়া । ধরে ধরে এই সকল নব্য অনাধুনিক ব্যাক্তিদের কাটাচামচ দিয়ে খুচিয়ে আধুনিক করার প্রয়াস করা । হাত দিয়ে খাদ্য খেয়ে দেশ রসাতলে যাচ্ছে।

২০| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:১৫

রানার ব্লগ বলেছেন: ভাই আমি আপনাকে হিংসা করি কারন আপনি একটা করে লেখা প্রসব করেন আর আশেপাশে দাবানল ছুটে যায় ।

২১| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:১৭

অনল চৌধুরী বলেছেন: নতুন আপনার মতো নোংরা বিকৃত মানসিকতকার লোকের সাথে কথা বলার মতো কোনো রুচি আমার কোনোদিনও হয়নি। তাই আপনার বিকৃত মানসিকতার পরিচয় পেয়ে ২ বছর আগে থেক্বে আপনাকে ব্লক করে রেখেছি।
কিন্ত তারপর অন্যদের লেখায় গিয়ে আপনি এবং আপনার গোত্রের ২/৪ টা জংলী, যাদের শুধু নোংরামি করা ছাড়া কোনো ক্ষেত্রেই কোনো অবদান নাই, এমনকি এই ব্লগেও ১ টা লাইন লেখার মতো যোগ্যতাও না্, তারাই এখনো নোংরামি করে যাচ্ছেন।
। এর আাগে পেশাদার অপরাধী পরীর পক্ষে ওকালতি করে নিজে চরম মিথ্যাবাদী প্রমাণিত হওয়ার আপনার পরও কোনো লজ্জাবোধের সৃষ্টি হয়নি।
২ দিনের বৈরাগী আপনি, যাদের শহর বা গ্রাম-দেশের কোনো জায়গাতেই কোনো পারিবারিক ঐতিহ্য বলে কিছু নাই্ ।
আর আমার পরিবারের এবং আমার ঐতিহ্য কি সেটা আপনার মতো মূর্খ এবং মানসিক বিকৃতকে সারাজীবন চেষ্টা করলেও বোঝানো যাবেনা। আর সেটার কোনো দরকারও দেখিনা।
আপনাদের সবার চোদ্দৌগুস্ঠি যেমন হাত দিয়ে ভাত খেয়েছে,একইভাবে তারা খোলা আকাশের নীচেও বাথরুম করেছে, খড়ির চুলায় রান্না, ঘড়ি না থাকার কারণে সূর্য দেখে সময় বলেছে, নদী-পুকুরে গোসল করেছে আর পানি খেয়েছে এবং প্রদীপের আলোয় অন্ধকার দূর করেছে।
মোবাইল, কম্পিউটার ইন্টারনেট কি জিনিস সেটা তাদের কণ্পনাতেও অসেনি। কিন্ত এখন ৯০ বছরের বৃদ্ধরার এসব ব্যবহার করছে। তারা আপনার মতো কূয়ার ব্যাং সেজে ভূতের মতো অন্ধকারে পরে থাকেনি।
আপনার যখন পুরনো জিনিসের প্রতি এতেই আকর্ষণর তখন আপনার উচিত হবে, ঘরে বাইরে খোলা আকাশের নীচে বাথরুম এবং ওইসব করা । আর সেটা না পারলে মুখ বন্ধ রাখা।
আপনার মতো লোকজনই অতীতের ভালো কিছু গ্রহণ না করলেও হাত দিয়ে খাওয়ার মতো পুরনো দিনের হিংসা, পরশ্রীকাতরতা দলাদলির আর চুরি-দুর্নীতির মতো ক্ষতিকর সংস্কৃতির চর্চা অব্যাহত রেখেছে, যার পরিণতিতে বাংলাদেশ পরিণত হয়েছে চোর আর নষ্টদের দেশে
আসল কথা হচ্ছে চামচ দিয়ে খেতে পারেন না, তাই খান না।
এশিয়া বা ইউরোপ-পৃথিবীর কোান সভ্য দেশের লোকজন হাত দিয়ে খাবার খায়না, যেটা দৃষ্টিকটু এবং অস্বাস্থ্যকর।
আপনি সারাজীবন চেষ্টা করেও তাদের হাত দিয়ে থাওয়াতে পারবেন না্ অঅল চামচ দিয়ে খাওয়ার প্রচলন ইউরোপীয়রা করেনি, করেছে হাজার বছর আগে প্রাচীন মিশরীয়রা।
নিজে যা ইচ্ছা করেন কিন্ত অন্যদের এর মধ্যে না টানাই ভালো।
নিজেকে যে সবার কাছে একটা পরশ্রীকাতর এবং হাস্যকর ভাড়ে পরিণত করেছেন সেটা বোঝার মতো ক্ষমতা কি আছে যাদের নিয়ে প্রায় প্রতিদিনও ব্লগে কেউ না কেউ কিছু লিখছে ????
নিজের যদি পেটানোর মতো ১ টা জিনিসও থাকে তাহলে আপনার মতো কেউ পেটাতো না।
কিন্ত যোগ্যতা বলতে আছে শুধু ব্যার্থ এবং হীনমণ্য মানসিকতার ১ টা নোংরা মন, হিংসা আর পরশ্রীকাতরতা, যেগুলি সবাইকে দেখাচ্ছেন।
লেখক বলেছেন: আসলে ২/১ টা ইংলিশ ওয়ার্ড এখন আমি যে টং এ চা বিড়ি খাই সে টং ওয়ালাও বলতে পারে। কাচ্ছি বিরিয়ানি খাওয়ার সময় নাইফ আর স্পোন দিয়ে খাসির মাংস খাওয়ার মাঝে তৃপ্তি আছে কী? ৭ দিন চাম দিয়ে খান। তারপর আর অতৃপ্তি থাকবে না। ব্যাপারটা অঅসলে অভ্যাসের এবং দীর্ঘদিনের রীতির, তৃপ্তিরর না।

২২| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৬

নতুন বলেছেন: অনল চৌধুরী বলেছেন: নতুন আপনার মতো নোংরা বিকৃত মানসিকতকার লোকের সাথে কথা বলার মতো কোনো রুচি আমার কোনোদিনও হয়নি। তাই আপনার বিকৃত মানসিকতার পরিচয় পেয়ে ২ বছর আগে থেক্বে আপনাকে ব্লক করে রেখেছি।
কিন্ত তারপর অন্যদের লেখায় গিয়ে আপনি এবং আপনার গোত্রের ২/৪ টা জংলী, যাদের শুধু নোংরামি করা ছাড়া কোনো ক্ষেত্রেই কোনো অবদান নাই, এমনকি এই ব্লগেও ১ টা লাইন লেখার মতো যোগ্যতাও না্, তারাই এখনো নোংরামি করে যাচ্ছেন।


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

চৌধুরী সাহেব মিথ্যা বলার আগে একটু বুঝে শুনে বলবেন। এই ব্লগে আমারও একটা স্ট্যাটাস আছে। ;)

আমি আপনার চেয়ে ৫৪% বেশি ব্লগ লিখেছি
আমি আপনার চেয়ে ২৯১% বেশি মন্তব্য করেছি
আমি আপনার চেয়ে ১১৪$ মন্বত্য পেয়েছি ব্লগারদের থেকে
আমার অনুসরন কারী আপনার চেয়ে ১১০৯% বেশি...

তাই আপনি যেহেতু লেখার বড়াই করতে এসেছেন তাই প্লিজ আপনি আগে আমি যত ব্লগ লিখেছি, মন্তব্য, লাইক, পেয়েছি সেটা অতিক্রম করার পরে আপনার অহংকার দেখাতে আসবেন।

আমি যখন ব্লগিং শুরু করেছি তখন আপনি সম্ভবত কম্পিউটার কি জিনিস শেখেন নাই।

২৩| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২১

অনল চৌধুরী বলেছেন: নতুন , সিংহের সাথে সাথে বাঘের লড়াই হিতে পারে কিন্ত কোনোভাবেই শিয়াল বা নেংটি ইদুরের না।
* অনল চৌধুরীর বই সমূহ

*** [link|https://www.rokomari.com/book/91262/songbad-potrer-patha-theke|অনল চৌধুরী সংবাদ পত্রের পাতা থেকে
*** আপনি লিখতে শেখার অনেক আগে থেকেই অমি পত্রিকায় লিখি এবং আমার লেখা বই বের হয়েছে।

২৪| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:২৬

রানার ব্লগ বলেছেন: একবার এক প্রেসিডেন্ট পাবনা পাগলাগারদ প্রদর্শনীতে গেলেন । ওখানে দেখতে পেলেন তিনজন লোক তাস খেলছে প্রেসিডেন্ট কে তেমনেকটা পাত্তা দিচ্ছেন না তাই দেখে প্রেসিডেন্ট তাদের কাছে গিয়ে একটু গর্ব করে বললেন তোমরা জানো আমি বাংলাদেশের প্রেসিডেন্ট । পাগলদের মধ্যে একজন খুক করে কাশি দিয়ে আড় চোখে চেয়ে বললো প্রথম প্রথম আমিও তাই ভাবতাম কয়েকটা দিন থাকেন নিজেকে চিনতে পারবেন । এখানকার চিকিৎসা ভালো ।

২৫| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৩২

রাজীব নুর বলেছেন: আমি অনল চৌধুরীর সাথে একমত।
আমি তার বহু লেখা পড়েছি। উনার লেখা গুলো নিরপেক্ষ। কতিপয় কুকুরের লেজ বিশিষ্ট ব্লগার তাকে শান্তিতে ব্লগিং করতে দেয়নি। অথচ উনার মতো ব্লগার সামুতে খুব বেশি প্রয়োজন।

২৬| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৪০

অনল চৌধুরী বলেছেন: রানার ব্লগ কুকুরের লেজ কি সোজা হয়?
রাজীব নূর, এইসব মানসিক রোগীদের ফোন করে পাগলা গারদে পাঠানো উচিত।
এরা যে সময়টা নোংরামির পিছনে বৗায় করেম এই সময়টা ভালো কোনো কাজ করলে অন্তত জীবনে কিছুটা হলেও সফল হতো।
আপনার আর আমার পাবিরারিক ঐতিহ্য কি, এটা বোঝার মতো ক্ষমতা এদের কোনোদিনও হবেনা।
কারণ এদের কোনো পরিবারই নাই।

২৭| ০৮ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:৫৩

রানার ব্লগ বলেছেন: রাজীব নুর @ আপনি প্লিজ একটা ব্লগ বানিয়ে ওনাকে ওখানে বসিয়ে দিন উনি আমাদের মতো তুচ্ছ ব্লগাদের সাথে থাকতে পারছেন না । উনি এত্ত ভাড়ি একজ মানুষ যে সামু বেচারা তার ভার নিতে গিয়ে হিমসিম খাচ্ছে ।

বাংলাদেশে দুইটা বংশ খুব কমন হয়ে যাচ্ছে খান আর চৌধুরী । ১৯৭১ সালের পর দুনিয়ার জঘন্য চোর চোট্টা খান আর চৌধুরী নামের পাশে বসিয়ে জমিদারি ভাব নেয়া শুরু করে অথচো পাছায় লাথি দিলেও ক থেকে খ বের হবে না ।

সারাক্ষন যার কুকুরের লেজ অর্থাৎ কুকুরের পেছন দিকের দিকে নজর সে কি করে সামনের দিকে তাকাবে । কুকুর কি মহিলা কুকুর না সমলিঙ্গো এটা নিশ্চিত করবেন । সামু সমকামীদের প্রতি সহানুভুতিশীল । শুধু সমকামী না সকল পশুকামীদের প্রতি সহানুভুতিশীল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.