নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির,ধর্মান্ধ মোল্লা ও একটি নির্দিষ্ট ধর্ম বিদ্বেষী মুক্ত ব্লগ।আপনার প্রতি আমি কেমন ব্যাবহার করব তা আপনার আচরণের উপর নির্ভর করবে।সত্য মিথ্যা যাচাই না করে অন্যের কথার উপর ভিত্তি করে যদি আমার উপর সিদ্ধান্ত গ্রহণ করেন,তাহলে আমার বন্ধু হওয়ার দরকার নেই।

মোহাম্মদ গোফরান

♠ঘুমন্ত শহরে, রূপালী রাতে, স্বপ্নের ও নীল চাদর বিছিয়ে, কষ্টের শীতল আবরন জড়িয়ে আমি আছি, আছি, তোমার স্মৃতিতে ভালবাসার সরল বাধন ছিড়ে, চলে গেছ এই হৃদয়টাকে ভেঙ্গে তুমি আমি একই শহরে তবুও একাকী ভিন্ন গ্রহে। মনে পরে সেই নিয়ন জ্বলা রাতে, অনন্ত প্রেম দিয়েছি উজার করে, নিঃসঙ্গ নিশি পথিক পেছনে ফেলে পথ হেটেছি বাধা দুটি হাতে। দূর আধারের ভালবাসায় হারাতে, ছুটে ছিলাম সেই রূপালী রাতে।♠

মোহাম্মদ গোফরান › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগাররা সত্যি অসাধারণ ও ফার্স্ট ক্লাস।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১০

যা কিছুকে আমি মন থেকে ভালোবাসি সম্মান করি তার জন্য আমি ফাইট করি, সেগুলোর পক্ষে দাড়াই, সেগুলো আমার জীবনের পার্ট হয়ে যায়। সামুতে ব্লগিং এ আমি খুব এডিকটেড মনে হচ্ছে। কারণ আমার প্ল্যান ছিলো অক্টোবর থেকে ব্লগে লেখা বন্ধ করে আগামি বছরের এপ্রিল থেকে আবার শুরু করবো কিন্তু না হলোনা। শত কাজের মাঝেও ব্লগ ছাড়তে পারিনি।

৭ মাস সামুতে নিয়মিত।এই ৭ মাসে সামুতে আমাকে যে বিষয়টি খুব ডিস্টার্ব করেছে তা হলো ৩/৪ টা নিক থেকে অহেতুক গালি ও ব্যক্তি আক্রমণ। কোত্থেকে এক রাতারাতি সেফ হওয়া নিক এসে ইনিয়ে বিনিয়ে পরোক্ষ ভাবে আমাকে হেয় করে পোস্ট দেয়। সে পোস্টে ২/৩ নোংরা গালিবাজ ও ব্যক্তি আক্রমণ কারী ঝাপিয়ে পড়ে। নিজেরাই নিজেদের পোস্টে লাইক দেয় কমেন্ট করে, সে কমেন্টে আবার নিজেরাই লাইক দেয়। মোটামুটি যেসব পোস্টে ক্যাচাল হয় সেসব পোস্টে ২ জন ব্লগার তাদের কয়েকটি নিক থেকে যখন মন্তব্য করে দেখবেন সে মন্তব্য গুলোতে ৫/৬ টা লাইক দেয় ভুত এসে যা ব্লগে অন্য কোন ব্লগার এর ক্ষেত্রে হয়না। এগুলো নিয়ে ২/৩ দিন ধরে আমার মধ্যে হতাশা ও বিষন্নতা কাজ করছিল।

কিন্তু ২/৩ জন ব্লগার নোংরা হলেই কি? সামুর শতকরা ৯৯ জন অসম্ভব ক্লাসি ও সুপার্ব। তাদের মধ্যে একজন হইলো ব্লগার " মাহমুদুল হাসান কায়রো"। এই ব্লগার সকাল সকাল আমার মন ভালো করে দিয়েছেন। কয়েকদিন আগে চট্টগ্রাম এসেছিলেন। দেখা হতে হতে হয়নি তাঁর ব্যাস্ততার জন্য। কথা হয়েছ। চমৎকার মানুষ। সামুর ৯৯% ব্লগার আসলে চমৎকার।


সবাই জানেন, পাকিস্তান ও ইংল্যান্ড টি-২০ বিশ্বকাপ ফাইনাল খেলবে। তো ফাইনাল এর টিকেট নিয়ে এই ব্লগারের ফেসবুকে দেয়া পোস্ট পড়লে বুঝবেন সামুর ব্লগাররা কতো সুন্দর লিখেনঃ

" ফাইনালের অধিকাংশ টিকিট কিনে রাখছিল ইন্ডিয়ান সাপোর্টাররা, কিন্তু তারা ফাইনালে যেতে পারে নাই। ফাইনালে গেছে পাকিস্তান, কিন্তু তারা আবার টিকিট কিনে রাখে নাই।
ভারত ফাইনালে না যাওয়ায় ভারতের সাপোর্টাররা মাঠে যাবে না। তাই তারা টিকিট বিক্রি করে দিচ্ছে। কিন্তু তারা আবার সরাসরি পাকিস্তানীদের সাথে লেনদেন করতেও রাজি না। এই সুযোগটা নিচ্ছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশীরা।
তারা কম দামে ভারতীয়দের থেকে টিকিট কিনে সেই টিকিট চড়া দামে পাকিস্তানীদের কাছে বিক্রি করছে। এতে নাকি অনেকে হাজার হাজারর ডলার আয় করছে।

এভাবেই ওরা দুদেশ যুদ্ধ করে ধরা খাচ্ছে মধ্যে দিয়ে বাংলাদেশ পই পই করে এগিয়ে যাচ্ছে "

কায়রো ভাই এর স্টাটাসটি ফেবুতে ক্রিকেট প্রেমিদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সামুর সব ব্লগার অসাধারন ও মানুষ হিসেবে চমৎকার । ভদ্র শিক্ষিত মার্জিত ও মেধাবী। স্মার্ট। ৯৯ % ভালো । ব্লগার আর অপব্লগারের মধ্যে পার্থক্য আছে। ব্লগাররা সুন্দর করে মৌলিক পোস্ট লিখে ব্লগিং করেন আর অপব্লগাররা ব্লগে এসে নিক একটা খুলে খালি ক্যাচাল করে গালি দেয় ও ব্যক্তি আক্রমণ করে। সামুর গত ১৬ বছরের সকল মৌলিক ব্লগারকে সম্মান জানাই।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১৯

সোনাগাজী বলেছেন:



ব্লগিং খুব সমান্য পরিমাণ ব্লগারের উপর প্রভাব রেখেছে।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কে ব্লগার আর কে অপব্লগার সেতা ব্লগারদের বুঝে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

২| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:২৭

রানার ব্লগ বলেছেন: লিখতে থাকুন। লিখলে মন শান্ত থাকে।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ রানা ভাই পরামর্শের জন্য।

৩| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর কথাগুলো বলেছেন দাদা
শুভ ব্লগিং জানাই----------

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: ধন্যবাদ আলমগীর সরকার লিটন ভাই ।

৪| ১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কায়রো ভাই ফেসবুকে দারুণ এক্টিভ।
মন ভালো করে দিতে পারেন।
ব্লগার জিকসেস (জিকো) , এই তো লেখা লেখি করে সেলিব্রেটি হয়ে গেছেন। মন খারাপ হলে ইনাদের পোস্ট গুলো পড়ি।
ব্লগার জিকসেস আর ব্লগে আসেন না।


বেশ কিছু ব্লগার এখনো ব্লগকে টিকিয়ে রেখেছেন। তাঁদের সবাইকে সন্মান জানাই।

১৩ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ২০/২৫ জন খুব ভালো মানের ব্লগারের সাথে আমার ব্যক্তিগত ভাবে ভালো যোগাযোগ ও সম্পর্ক আছে । জিকো ভাই একজন অসাধারণ লেখক ও ব্লগার। তার লেখা নাটক গুলোর প্রডিউচার আমাদের চট্টগ্রামের একজন ভাই।

বেশ কিছু ব্লগার এখনো ব্লগকে টিকিয়ে রেখেছেন। তাঁদের সবাইকে সন্মান জানাই।

৫| ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ক্লাসি ও সুপার্ব ব্লগার " মাহমুদুল হাসান কায়রো" সাহেব শেষ কবে সামুতে পোস্ট করেছেন?

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: তার ব্লগের লিংক পোস্টে সংযুক্ত করা আছে। দেখে নিতে পারে। সম্ভবত ২০২১ এ সর্বশেষ পোস্ট।

৬| ১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: জানলাম।

১৩ ই নভেম্বর, ২০২২ দুপুর ২:১৫

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

৭| ১৩ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২২

শেরজা তপন বলেছেন: @ কায়রোর লেখা কখনো পড়া হয়নি।
যাবার কথা কেন- থাকুন ব্লগ আর ব্লগারদের সাথে মিলে মিশে

১৩ ই নভেম্বর, ২০২২ রাত ১১:৩২

মোহাম্মদ গোফরান বলেছেন: কুকুর কামড়ালে কি লেখা সম্ভব?

৮| ১৪ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৯

অনল চৌধুরী বলেছেন: আপনার সব লেখা উধাও হয় কেনো ?
দরখাস্ত তো হয়না !!!

১৫ ই নভেম্বর, ২০২২ রাত ১০:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার পর আমি ড্রাফট করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.